নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা নীতির পেছনে, নেতার পেছনে নই।

মিটুল

মিটুল

বিদেশে আছি দেশের ভালো কোন সংবাদের আশায়। ফিরে যাওয়ার কোন কারন বা অজুহাত খুজে বেড়াই। কিন্তু যত সংবাদ আসে তাতে আর কোনদিন ফেরা হবেনা বলে দিনে দিনে বিশ্বাস গাঢ় হতে থাকে। আত্মীয় স্বজনদেরকে কি করে দেশের অনিশ্চিত ভবিষ্যতের আশায় না ফেলে রেখে বিদেশে পার করা যায় সেই চেষ্টা করি অবশেষে। জানি এমনি করে একটি দেশের উন্নয়ন আরো পিছিয়ে যায় যখন মেধা পাচার হয়।

মিটুল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ক্রিকেটের সাফল্যে যারা হিংসা করে তাদের আল্লাহরস্তে মাফ করে দেন।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:২৭

ওরা আমাদের সাথে হিংসা করে যে সকল দূর্নীতি আর কূটকৌশলে আশ্রয় নিয়েছে তাতে আমরাও প্রতি হিংসার আগুনে জ্বলছি। এক ভাই লিখেছেন "আমরা বিশ্বকাপ চাইনা, নিউজিল্যান্ডকেও হারাতে চাইনা শুধু ভারতকে কাল হারাতে চাই। তাসকিন ও সানির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিশোধ নিতে চাই।" তার আবেগ আমার পছন্দ হয়েছে। আমারও সারাদিনের কাজ সঠিকভাবে করতে পারছি না। সারাক্ষণ শুধু প্রতিশোধ নেওয়া আকুতি।
সময় পেয়ে তাই আজ বিভিন্ন Statistics দেখছিলাম চলতি বিশ্বকাপের। Best Record গুলো দেখেই বুঝলাম ওরা কেন হিংসা ফেটে পড়ে যত রকম কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। একটা সান্তনা পেলাম আমাদের Record গুলো দেখলে আসলেই হিংসে হওয়ার মতো। তাই ভাবলাম ওদেরকে মাফ করা যাই।
আমাদের অনেকেই এই Record গুলো নিয়ে আলোচনা বা ব্লগিং (blogging) হচ্ছে না। নীচে আমি কিছু স্ক্রীন শট দিচ্ছি কিন্তু আপনি নিজে
Record গুলো Check করলে ভালো লাগবে।
ICC এর website এ যান এবং STATS এ click করুন। অথবা এই লিংকে ক্লিক করুন:
http://www.icc-cricket.com/world-t20/stats/men/2016/player/most-runs


Top Runs Scorers কে? ---- তামিম (বাংলাদেশ)

Highest Individual Score কার? ---- তামিম (বাংলাদেশ)

Most Sixes কার? ------ তামিম (বাংলাদেশ)

Highest Average কার? ---- তামিম (বাংলাদেশ)

Most Centuries কার? ----- তামিম (বাংলাদেশ)

Top Wicket Takers কে? ---- সাকিব (বাংলাদেশ)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.