নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
পালিয়ে যাচ্ছে শীতের বাতাস তার আত্নীয়
ছেঁচড়া উষ্ণ দরজা লগ্নে উঁকিঝুঁকি দেয়,
কাল সংহারে ভেদ করে আসে মেয়াদ অন্তে
বিদায় রাজার শাসনের ভার ঋতু রাজা ছয়।
শীতের শাসনে বহু গরিবের পিঠে অসহায় চেপে
বহু অবিচার জুলুম স্বীকার দেখেছি তাকিয়ে,
এমনো দেখেছি ফালতু রাজ্য গরম শাসকে
টিনের চালার ফুটো দ্বার বেয়ে বৃষ্টি নামায়।
নিয়তির কাছে দোষ দিয়ে বেঁচে আছে জনগণ
পাখির বাসার উপর ছেড়েছে বেহুঁশ তুফান,
আকামের আর কোন কাম নেই বেয়াদব ঝড়,
দেখতে দেখতে শীতের ঠান্ডা রাজার-আগমন।
অসহায় এর বারো মাস জুড়ে বারো মসিবত,
পিছ লেগে থাকে নির্লজ্জ দুঃখ পিছ ছাড়ে না যে
দুঃখকে পেটা অপশন পেলে জোতা দিয়ে মারা হতো।
ফাল্গুন এসে দরজা নাড়ায় হঠাৎ যখন
বেশিক্ষণ নয় ঘরের দরজা দেখার আগে
না বলে পালাবে একটু পরেই.....
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭
এম ডি মুসা বলেছেন: আচ্ছা সমস্যা নাই। কথা হচ্ছে আমার চিন্তা গুলো একটু ভিন্ন আঙ্গিকে ছিল। রাজা বলতে বুঝায়, শীতে শাসনে রাজা বর্ষার শাসনে বর্ষার রাজা। আমি ঋতু রাজ বসন্ত কে বলি নাই। শীত গরম, রোদ, বৃষ্টি, এইগুলো প্রকৃতির সন্তান। তাই তারা আত্নীয়। বিদায় লগ্নে ছেঁছড়া গরম দরজার উঁকিঝুঁকি দেওয়ার শুরু করছে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫
সোনাগাজী বলেছেন:
টিনের ঘরের ছবিটা কি আপনার তোলা?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২
এম ডি মুসা বলেছেন: না ইন্টারনেট
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার মুসা ভাই...
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
এম ডি মুসা বলেছেন: ঠিক আছে ভাই।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
এম ডি মুসা বলেছেন: গ্রাম বাংলার ছবি।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
মেঘবৃষ্টির গল্প বলেছেন: আসন্ন ফাগুনের শুভেচ্ছা। কবিতা অসাধারণ!
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২
এম ডি মুসা বলেছেন: ঠিক আছে আপনাকে ও ফাগুনের হাওয়া লেগে যাক মনে
সবটুকু রং জুড়ে আছে বনে।
ফুলের বাহার লেগে যাক গায়ে
সুবতাস ফুটুক আপনার পায়ে।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
সোনালি কাবিন বলেছেন: মন্দ নয়।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৭
এম ডি মুসা বলেছেন: দূষিত বিবেক দূষিত চিন্তা! জখম করেছে সুস্থ লোকের,
বসন্ত এলো ঘুরেফিরে নিকেতনে,
লেগে যাক ছোঁয়া ফুরফুরে হয়ে
রং লেগে যাক মনে। - মুসা
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭
করুণাধারা বলেছেন: মূল কবিতা (পোস্ট) বোঝার জন্য কয়েক বার পড়তে হলো। তবে সাত নম্বর মন্তব্যের স্তবকটি সহজবোধ্য এবং সুন্দর। লাইকড।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১ম দুই লাইন একটু এলোমেলো মনে হল কিংবা পুরো ১ম স্তবকটাই।
পালিয়ে যাচ্ছে শীতের বাসাত তার আত্মীয়সমেত এখানে তার শব্দটা বাদ দিলে আরও ভাল হয়।
বিদায় লগ্নে ছেচড়া উষ্ণ দড়জায় উকিঝুকি দেয়। এছাড়া বাকিটা ভালই লাগলো।
৪ নাম্বার লাইনে শেষে ঋতুরাজা ছয় এর পরিবর্তে ঋতুরাজ বসন্তের দিলে একটা সুন্দর অর্থবহ বাক্য হতো যে শীতকে বিদায় রাজা হিসেবে ধরলে তার বিদায়ে ঋতুরাজ বসন্তের শাসন শুরু হবে।
ধন্যবাদ। এটা আমার নিজস্ব মতামত। ভুল বুঝবেননা।