![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........
তসলিমা নাসরিন বলেছেন: "সমাজে এবং পরিবারে মেয়েরা যে ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে- তা গোটা নারীজাতিকে অনাকাঙ্ক্ষিত করে রাখার জন্য সবচেয়ে বড় কারণ ।"
আচ্ছা আমার প্রশ্ন- বিবাহ করতে কি মেয়েরা বাধ্য ? বিবাহের চাহিদা কি শুধু ছেলেদেরই আছে মেয়েদের নেই ? মেয়েরা স্ত্রি হিসাবে যে ভূমিকা পালন করছে তাতে কি তাদের কে কোন প্রকার যবরদস্তি করা হচ্ছে ? বিবাহের পর মেয়েরা একটি পরিবারের দায়িত্ব পায় , এই দায়িত্বটা কি সমাজে তাদেরকে অনাকাঙ্ক্ষিত হওয়ার অর্থ বহন করে ? সন্তান লালন-পালনের ক্ষেত্রে: সন্তানদের কে সঠিক শিক্ষা দেওয়া ও চরিত্র গঠন করার মতো গুরুদায়িত্ব কি তাদের কে সমাজে অধাকাঙ্ক্ষিত হওয়ার অর্থ বহন করে ?
উত্তরটা অতি সংক্ষেপে বালা যায়: না........
তিনি আরও বলেছেন: "মেয়েদের নিতান্তই যৌন সামগ্রী, সন্তান উৎপাদনের যন্ত্র এবং পুরুষের দাসী হিসেবে চিহ্নিত হতে হয় ।"
আচ্ছা মেয়েদের কি যৌন চাহিদা নেই ? নারী পুরুষ যৌন কাজ করার পর উপকৃত কি শুধু পুরুষই হয় নাকি নারীও হয় ? আমার জানামতে তো দুজনই উপকৃত হয় । দুজনই যদি উপকৃত হয়ে থাকে তাহলে নারী যৌন সামগ্রী হলো কিভাবে ? ম্যাডামের দৃষ্টিকোনের বিপরিতে তাকালেতো পুরুষও যৌন সামগ্রী হয়ে যায় ।
শেষ কথার এক কথা দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই । দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারলেই সকল সোজা বিষয় সোজা লাগবে, সকল সহজ বিষয় সহজ লাগবে ।
আর সমালোচনা করতে চাই না, একটা প্রবাদ বাক্য আছে- "বড়দের সমালোচনা করা সহজ কিন্তু বড় হওয়া কঠিন"
তবে এই স্থানে প্রবাদ বাক্যটা আমলে নেয়ার প্রয়োজন মনে করি না ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: জ্বি ঠিক বলেছেন । লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
সুহায়েল বলেছেন: কেমন আছেন
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: জ্বি আলহামদুলিল্লাহ ভালো, এফবি এ্যকাউন্ট থাকলে দিন , সেখানে কথা হবে ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩
বাংলার ফেসবুক বলেছেন: "সমাজে এবং পরিবারে মেয়েরা যে ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে- তা গোটা নারীজাতিকে অনাকাঙ্ক্ষিত করে রাখার জন্য সবচেয়ে বড় কারণ ।"
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
আরণ্যক রাখাল বলেছেন: তসলিমার অনেক কথাই মানি| মাঝে মাঝে একটু ঝড় তুলতে অনেক কথাই বলেন| তবে এটা কি খুব ভুল বলেছেন? যৌন সামগ্রী না ভাবলে, এত পতিতালয় কেন? কেন মেয়েদের ব্যবহার করে এত বাণিজ্য? কেন যৌনতাসর্বস্ব সিনেমা নাটক বেশি চলে? পর্ণ কেন চলে?
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: মেয়েরা নিজেদের কে সামগ্রী হিসাবে উপস্থাপন করলে তো তাদের কে সামগ্রী হিসাবে মানুষ ব্যবহার করবেই । ব্যপারটা তো এমন হয়ে গেল যে, একটা মেয়ে রাস্তায় স্বতঃস্ফুর্ত ভাবে উলঙ্গ হয়ে ঘুরছে, এর ফলে মেয়ের সাথে ধর্ষণ সংঘঠিত হয় । পরবর্তিতে মেয়ে হায় হুতাশ শুরু করে , এখন হায় হুতাশ করে কোন লাভ আছে ? তারতো আগেই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪০
অতঃপর হৃদয় বলেছেন: আমি বেশি কিছু কমু না নিউটনের সুত্র অনুযায়ী - প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে
যা বুজার বুইজা নিয়েন।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
shiponblog বলেছেন: নারীরা নিজেদের এখন আর নারী মনে করে না। এখানে সমস্যা আরও বেশি হয়ে যাই।