![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে আর মা ডাকব না কেউ
শুনতে হবে না মায়ের আর্তনাদ
চল ভুলে যাই বিজয়দিনের কথা
চোখ বুজি চুপি না করি প্রতিবাদ।।
হচ্ছে যা হয় লঙ্কাকাণ্ড হউক
আমার কি দায় পড়েছে তাতে?
আমিতো বেশ দিব্যি আছি ভাল
বেশতো আছি গরম ডালে ভাতে।।
হায় হায়... ( ভাবছি কি ছাইপাশ )
যদি পথে পড়ে রয় এত সহস্র কাঁটা !
আমি না হয় থাকব ঘরের কোণে
কেমনে হবে আমার ছেলের হাঁটা ...?
©somewhere in net ltd.