![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তোলা মক্কা-মদিনা এবং তার আসে পাশের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সংক্ষিপ্ত কিছু বিবরণ সহ। আশা করি পরে আরো বাকি গুলো শেয়ার করবো।
কাবা ঘর ( বাইতুল্লাহ শরীফ )
সবাই তাওয়াফ করছে।
নীচে আরো কিছু বিবরণ দিলাম ................
(১) কাবা ঘরের গায়ে যেটা পর্দার মত দেখছেন সেটাই প্রবেশ দ্ধার।
(২) তার বাম কোনে আছে "হাজরে আসওয়াদ" যেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। "হাজরে আসওয়াদ" তে চুম্বন করা সুন্নাত। আর যদি তাতে স্পর্শ ও চুম্বন করা অসাধ্য হয়, তবে হাত দ্ধারা ইশারা করতঃ "আল্লাহ আকবার" বলে তাওয়াফকারিদের সাথে চলতে হবে।
(৩) তার কয়েক হাত সামনে যে গোল্ড কালারের গোম্বোসের মত দেখছেন। তার নাম "মাকামে ইব্রাহীম" তাওয়াফ শেষে দু রাকাত নামাজ এখানে পড়তে হয় অথবা সেখান থেকে কিছু দুরে আর তা ও সম্ভব না হলে মসজিদের যে কোন জায়গায় পড়লেই হবে।
(৪) ডান দিকের যে তিনটা লাইট পোষ্ট, সেটা ছোট পাচির দিয়ে ঘেরা আছে। এই জায়গা হযরত ইব্রাহীম কর্তৃক তৈরীকৃত কাবা ঘরের পরিত্যক্ত অংশ।
(৫) আর যে কোনাটা দেখা যাচ্ছে না। তার নাম "রুকনে ইয়ামানী" মনে রাখবেন এটাকে চুম্বন করা সুন্নাত নয়। বরং ভির না থাকলে কেবলমাত্র ডান হাত দিয়ে স্পর্শ করবেন। আর স্পর্শ করার সময় বলবেনঃ- বিসমিল্লাহে ওয়াল্লাহো আকবার।
(৬) "রুকনে ইয়ামানী" থেকে "হাজরে আসওয়াদ" পর্যন্ত। যে জায়গাটা তাওয়াফ করার সময়, এই দোয়া পড়তে হয়। রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া............. ।
সবার সতর্ক থাকা দরকার এবং খেয়াল রাখা উচিৎ সুন্নাত প্রতিষ্ঠাকল্পে ফরজ কাজকে নষ্ট করা যাবে না। কোন ভাবে মুসলমানদের কষ্ট দেওয়া যাবে না।
আমার কিছু কথা...................
ভিরের মধ্যে কখনও "হাজরে আসওয়াদ" চুম্বন করতে যাবেন না। এতে অনেক অঘটন ঘটতে পারে। আমি নিজে একবার কয়েক বছর আগে "হাজরে আসওয়াদ" চুম্বন করে ফেরার পথে শুন্য মাটিতে কয়েক মিনিট ছিলাম। মানুষের চাপা-চাপিতে আর তাদের গায়ের ঘেশায় প্রথমে দুই হাতের মত পরে এক হাতের মত মাটি শুন্য উপরে উঠে যাই এবং এই ভাবেই কয়েক হাত দুরে চলে যাই, আর যখন পা আমার মাটি পায় তখন মানুষের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। তা হলে বুঝেন যারা বয়স্ক এবং একটু অসুস্হ্য তাদের কি হবে?
এইভাবেই তো লোক মারা যায় এবং যত অঘটন ঘটে "হাজরে আসওয়াদ" চুম্বন করতে এবং শয়তান থেকে পাথর মারতে গিয়ে। আর কালো কালো বড় বড় লোক (আফ্রিকান) বা পাকিস্তানী পুরুষ-মহিলা দেখলে (তাদের গায়ের জোর বেশী) এই সময় গুলিতে দুর দিয়ে চলার চেষ্টা করবেন।
আমি আল্লাহর রহমতে প্রতি বছর ওমরা করতে যেতাম। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ১৫-১৬ ঘন্টা জার্নি করে। আল্লাহ কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের কে তৌফিক দান করে হজ্জ এবং ওমরা করার।
(১) বাইতুল্লাহ শরীফ
(২) কাবা ঘরের দরজা।
এক মানুষ সমান উচুতে তার অবস্হান।
দোয়া কবুলের একটা উত্তম জায়গা। তাই সবাই তা ধরে কান্না-কাটি করে দোয়া চায়।
(৩) গ্লাস দিয়ে ঘেরা এটাই মাকামে ইব্রাহীম।
এখানে তাওয়াফ শেষে দু,রাকাত পড়তে হয়, তার আসে-পাশে না পারলেও কিছু দুরে পড়তে হবে।
(৪) দু,তলা থেকে নেওয়া বাইতুল্লাহ শরীফ ( আমাদের সফরের এক বন্ধু)
দু মিনার এর মাঝ খান দিয়ে যে বিল্ডিং দেখা যাচ্ছে (শোনা কথা দুনিয়ার ২য় উচু ভবন এটা হবে)
(৫) রাতে মসজিদে নব্বী।
সামনের খোলা জায়গা
(৬) রাতে মসজিদে নব্বী।
(৭) মসজিদে নব্বী।
সামনের খোলা জায়গা
ইন্ডিয়ান আমাদের সফর সাথী
হাইড্রোলিক ছাতি দেখা যাচ্ছে, রোদ উঠলে তা খুলে দেওয়া হয়।
(৮) জান্নাতুল বাকির গেট থেকে তোলা ।
(আমাদের সফর সাথি)
(৯) জবলে নুর
(১০) জবলে নুর
(১১)জবলে নুর
(১২)জবলে রহমত (আমাদের এক সফর বন্ধু)
এইখানে আদম আর হাওয়া মিলিত হয়েছিল
(১৩) আরাফাতের ময়দান এবং মসজিদ
কিয়ামতের দিন সবাই এইখানে মিলিত হবে। যেই গাছগুলি দেখা যাচ্ছে, তা নিম গাছ। আমাদের দেশের সরকার প্রধান তা উপহার হিসাবে দিয়েছিলেন, বলতে পারেন এটা আমাদের গর্ব সারা আরাফাতের ময়দানে এই নিম গাছ শোভা পাচ্ছে। হজ্জের সময় গাছ গুলোতে থেকে ঝরনা দিয়ে পানি ছিটানো হয়। আর মসজিদটা শুধু হজ্জের সময় খোলা হয়।
(১৪) হজ্জের সময় শয়তানকে পাথর মারার স্হান।
এটাকে আধুনিক এবং কয়েক তলা বিশিষ্ট করা হয়েছে।
রেল লাইনের কাজ চলতেছে মুযদালফা থেকে আরাফাত পর্যন্ত। সামনের হজ্জে তা চালু হবে।
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
মিআমি বলেছেন: অব্শ্যই, আমার দোয়া থাকবে।
হয়তো এটা আমার জীবনের শেষ ওমরা। বলতে পারেন বিদায়ী ওমরা।
২| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো খুব..
৩| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো খুব..
৪| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো খুব..
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
মিআমি বলেছেন:
কয়েক দিন আগে গিয়েছিলাম।
কই আপনি ?
কথা ছিল।
৫| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪১
নিম গাছ বলেছেন: দারুণ তো! ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
মিআমি বলেছেন:
আপনার জন্য দোয়া রইল।
৬| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
Shes Thikana বলেছেন: comment by: ভাঙ্গন বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর,পবিত্র!
পরম করুণাময়ের সহায় চাই, কোনদিন যদি যেতে পারি।
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫১
মিআমি বলেছেন: ইন্সাল্লাহ্ আপনার- আপনাদের সবার জন্য দোয়া
আল্লাহ্ সেই তৌফিক দান ও সুযোগ করে দেয়।
৭| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঢাকায়।
আমার ম্যাসেঞ্জার কাজ করছে না। ফেইসবুকে আছি।
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫২
মিআমি বলেছেন:
এটা এক সপ্তাহ ধরে এখানে ও এমনই চলছে
৮| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
সমুদ্রের তীরে বলেছেন: দোয়া করেন আমাদের জন্য, যেন খোদা আমাদের যাওয়ার তৌফিক দেন।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১২
মিআমি বলেছেন:
হাঁ ভাই, দোয়া করি।
আমার এখানে দেখা আছে যুগ যুগ থেকে ও (চাকুরী করে) অনেকের ওমরা বা হজ্জ করার সৌভাগ্যে তার হয়ে ওঠে না।
৯| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০১
সায়েম মুন বলেছেন: অব্শ্যই ভাল লাগলো! +
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১২
মিআমি বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
সুরঞ্জনা বলেছেন: আপনি অনেক সৌভাগ্যবান। আপনাকে অনেক ধন্যবাদ এই ছবিগুলো দেয়ার জন্য। দোয়া করবেন যেন আল্লাহ'এর রাহমাত আমার উপর, প্রতিটি মুসলমানের উপর নাজিল হয়, আর আমাদের হজ্ব নাসীব হয়।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭
মিআমি বলেছেন:
আমিন ।
আমি আল্লাহর রহমতে প্রতি বছর ওমরা করতে যেতাম। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ১৫-১৬ ঘন্টা জার্নি করে। আল্লাহ কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের কে তৌফিক দান করে হজ্জ এবং ওমরা করার।
১১| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
সকাল রয় বলেছেন:
ভালো লাগলো খুব++
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৮
মিআমি বলেছেন:
ধন্যবাদ
১২| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭
মিআমি বলেছেন:
তবে একটু হলে ও খুব কষ্ট পেলাম।
তার জন্য যে আমাকে মাইনাস দিয়েছে।
আপনি যদি একজন মসলমান হয়ে থাকেন ?
তবে আপনার মরণের আগে "এই মাইনাস" স্বরন হয়ে যাবে।
আপনার জন্য মঙ্গল কামনা করি।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: সেক্যুলার ব্লগে ধর্মীয় পোস্ট এবং ছবি দিয়ে অমুসলিমদের আহত ও বিব্রত করার প্রতিবাদে মাইনাস।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৯
মিআমি বলেছেন:
ধন্যবাদ আপনাকে
আমার ধর্মীয় জ্ঞান শক্তি কম।
আমার ডিপার্টমেন্ট হেড একজন খৃষ্টান ( ইন্ডিয়ান গুয়ার) সে আমাকে জমজম পানি ও খেজুর আনতে বলেছিল। প্রতিবারই বলে সে বা অন্যেরা আমাকে বা অন্য কাউকে ।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৩
রাজসোহান বলেছেন: দারুন দারুন দারুন
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০১
মিআমি বলেছেন:
ভাল। ভাল। ভাল।
১৫| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২
সত্যান্বেষী বলেছেন: ইসলাম ধর্মের সবই আরবে কেন?
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
মিআমি বলেছেন:
জানি না।
তবে আমারটা বলতে পারবো
কারন...................................
আমি যে পেট পার্টি করি।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫১
রাজিব খান০০৭ বলেছেন: সত্যান্বেষী@ তাতে আপনার কোনো সমস্যা আছে?
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫
মিআমি বলেছেন:
চলতি দৃষ্টিকোণ এক এক জনের এক এক রকম
১৭| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আপনার অনুভুতি ছুঁয়ে গেলো , সুন্দর।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭
মিআমি বলেছেন:
অনেক ধন্যবাদ।
১৮| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪
মামুন বিদ্রোহী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক। একসময় প্রতি মাসে যেতাম কাবা শরিফে...
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৩
মিআমি বলেছেন:
আপনার দোয়া যেন কবুল হয়।
হাঁ, কাছে থাকলে এমনই
১৯| ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৪
তায়েফ আহমাদ বলেছেন: ভাল লাগল....ধন্যবাদ আপনাকে...
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৯
মিআমি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
২০| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৭
সবার প্রিয় বলেছেন: আররররররররররেএএএএএ সমুন্দি যে!!!!!!!
ছবি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে। আল্লাহ সহায় থাকলে অবশ্যই যাব মরার আগে। দোয়া রাখবেন।
মাইনাস প্রদানকারীদের জন্য করুনা হয়।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৩
মিআমি বলেছেন:
জী, দুলাভাই।
কই থাকেন হারিকেন দিয়া খুজতাছি.........................
আরো অনেক আছে, তা দুবাই থেকে আসা এক বন্ধুর কাছে আছে, মনে হয় ব্যস্ত তাই পাঠাইতেছে না। বাকি গুলো তুমি কয়দিন পর নিজ চোখে দেখতে পাবে।
২১| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৮
অলস ছেলে বলেছেন: আহ! ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সৌভাগ্যবান
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:২২
মিআমি বলেছেন:
ইন্সাল্লাহ, আপনার ও এই সৌভাগ্য হয় এই দোয়া রাখি
২২| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩০
হায়রে দুনিয়া বলেছেন: আইচ্ছা, এই পোস্টে মাইনাস দিল কে??
মামুন, শয়তান এরা যেহেতু রিপ্লাই দিসে, এই লোক তো জামাতি হওয়ার কথা না।
মাইনাস দেয়ার কি কারন? সামনে বলার সাহস নাই, মাইনাস দিয়া গেলেন??
@সাইদ শেরিফ, আপনি কি আসলেই মাইনাস দিলেন নাকি জাস্ট ফান??
@ব্লগার, খুব ভাল লাগল। একদম প্রথমে যে কাবার ছবি দিয়ে বর্ননা দিলেন, তার ৩-৬ নাম্বার পর্যন্ত বুঝি নাই। তারপরও খুব ভাল।
প্লাস।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩০
মিআমি বলেছেন:
ভাই,
আমাদের চলতি দৃষ্টিকোনটা খুবই খারাপ।
আমার বর্ণনা থেকে হয়তো অনেকে উপকার পাবে যারা সামনে দেশ থেকে আসবেন।
১- ৬ ছবির সাথে মিলিয়ে পড়লে অনেক কিছু বুঝতে পারবে।
মামুন, শয়তান এরা যেহেতু রিপ্লাই দিসে, এই লোক তো জামাতি হওয়ার কথা না।
হাসি পেল, এই পোষ্টটা দেওয়াতে অনেকেই যে ধারনা করেছে আপনি (হায়রে দুনিয়া) তাদের মনের কথা এবং ধারনাটা বলেই দিলেন।
আমার কাছে আরো অনেক ছবি আছে কোন এক সময় আপনাকে ছবির সাথে বর্ণনা দিয়ে বুঝিয়ে দিব। (আপনার ব্লগে)
২৩| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২৯
মোঃমোজাম হক বলেছেন: Click This Link
মিনাতে
২৪| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩০
মোঃমোজাম হক বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৭
মিআমি বলেছেন:
মবরুক
২৫| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:১৭
হায়রে দুনিয়া বলেছেন: অপেক্ষায় থাকলাম আপনার বাকি ছবিগুলির জন্য। এখানেই পোস্ট করেন, সবাই মিলে দেখি।
কাপুরূষের মত মাইনাস দিয়ে ভাইগা গেলে আর কি করার, কেউ উলটা সিধা কিসু বললে দুই কথা শুনায় দিব।
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:০২
মিআমি বলেছেন:
থাক ভাই,
২৬| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:২৫
সাঈফ শেরিফ বলেছেন: @হায়রে দুনিয়া, আপনার "ওমুকের বাপের কাধে দাড়িয়ে....." দেয়া ভাষা গুলোর সাথে "আপনার আজকের পছন্দ" এবং "অন্যের অপছন্দ" হেতু ভীষণ প্রতিক্রিয়াগুলো ঠিক মেলানো যাচ্ছেনা। তাই ভাবলাম, আপনিই ফান করছেন কিনা মানুষের পছন্দ-অপছন্দ নিয়ে
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:১২
মিআমি বলেছেন:
আপনার নামটা খুব ভাল।
মনে হয় আপনিও একজন প্রবাসী ?
অনেক আগে আপনার লেখা আমি পড়েছি বলে মনে হচ্ছে।
কমেন্ট করেছি কিনা তা মনে নাই।
কিছু ঘটাঘাটি করলে তা বলতে পারতাম।
কিন্তু হাতে সময় নাই।
২৭| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৪১
হায়রে দুনিয়া বলেছেন: আল্লাহর ওয়াস্তে এই ব্লগে ক্যাচাল, গালাগালি আমরা শুরু না করি। আমি কারো পছন্দ-অপছন্দ নিয়ে ফান করছি না, কোন কমেন্টও করছি না। আমার খালি বক্তব্য দুইটা
১) জাস্ট একটা ইসলামি পোস্ট দেখলেই এটাকে জামাতি ট্যাগিং দিয়েন না।
২) যদি আপনি নাস্তিক বা অ্যান্টি-ইসলাম হন, ভাল কথা। কিন্তু আপনি শান্তিমত আপনার ধর্ম পালন করেন, আমাকে আমাদেরটা করতে দেন পরমতসহিষ্ণুতা কাম্য।
এই বিষয়ে এইখানে আর কোন পোস্ট করব না।
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:১৪
মিআমি বলেছেন:
ভাই, ক্যাচাল আমার ভাল লাগে না।
২৮| ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৫
দ্যা ডক্টর বলেছেন: দেখা জায়গাগুলো দেখে আবারো ভালো লাগল...... অনেক ধন্যবাদ আমিও কয়েকটা দিই.....
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:১৬
মিআমি বলেছেন:
অনেক সুন্দর ও ভাল লেগেছে
আপনাকে অনেক ধন্যবাদ।
২৯| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৪১
নারনিয়া বলেছেন: সুবহানাল্লাহ..আপনি অনেক ভাগ্যবান.।
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:১৯
মিআমি বলেছেন:
ভাই ,
কি আর ভাগ্যবান প্রবাসী সৌনিক ।
৩০| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৩
মনুমনু বলেছেন: আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন।
২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৬
মিআমি বলেছেন:
আমিন।
আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন।
৩১| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৬
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর ছবির জন্য অজস্র ধন্যবাদ এবং প্রিয়তে।
২৪ নম্বর প্লাস দিতে পেরে আনন্দিত।
২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬
মিআমি বলেছেন:
আপনাকে অ-------------------- নে---------------কে ধন্যবাদ।
নিজেকে গর্বিত লাগতেছে, আমার এটা আপনার প্রীয়তে।
আমি ও ২৪ নম্বর প্লাস পেয়ে আনন্দিত।
আশা করি ভাল আছেন, আপনার মঙ্গল কামনা করি।
৩২| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৭
ছোট সরকার বলেছেন: সুন্দর ছবির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। +২। আমি আপনাকে খুজতেছি। আসলেই বুঝবেন।
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫
মিআমি বলেছেন:
ধন্যবাদ আপনাকে ও
ছোট সরকার আর বড় সরকার ঐ একই
হাজার হলেও আপনি সরকার। তাই আপনাকে আমার ভয় যে লাগছে সরকার।
একটু ইংগিত দিলে বুঝতে ও চিনতে পারতাম। আপনি বর্তমান সরকার না অতিত সরকার।
যখন আসার কথা বলেছেন, তখন বুঝতে পারছি কোন এখানে স্বজন- প্রীতি হবে।
আপনার জন্য মঙ্গল কামনা রহিল।
৩৩| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেয়ার করার জন্যে ধন্যবাদ
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৬
মিআমি বলেছেন:
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।
৩৪| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০
রাজশাহীর পোলা বলেছেন:
অনেক অনেক অনেক সুন্দর
+++++++++++++++
প্রিয়তে.......................
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৯
মিআমি বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩৫| ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৭
কালপুরুষ বলেছেন: পবিত্র জায়গার ছবিগুলো দেখে মনটা ভরে গেল। আল্লাহ যদি তৌফিক দেন তো ওনার ঘর থেকে ঘুরে আসবো একবার।
ভাল থাকুন। শুভ কামনা রইলো।
৩৬| ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৪
মিআমি বলেছেন:
অবশ্যই দাদা, আমি আপনার জন্য দোয়া করি ....................আল্লাহ তৌফিক দিবে এবং ওনার ঘর থেকে ঘুরে একবার আসবেন ।
আপনি মনে মনে শুধু নিয়ত করেন দেখবেন হয়ে গেছে
ভাল থাকবেন।
৩৭| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আপনি অনেক ভাগ্যবান।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭
মিআমি বলেছেন:
ধন্যবাদ।
৩৮| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৯
সুরঞ্জনা বলেছেন: এই পোষ্টের কারনে কোন অমুসলিমের তো বিব্রত হওয়ার কোন কারন দেখছিনা। কেউ যদি মথুরা বৃন্দাবনের ছবি দিয়ে পোষ্ট দেয় তাহলে কি মুসলমান ব্লগাররা গিয়ে মাইনাস দিয়ে আসবে??? আশ্চর্য মানসিকতা!!!
৩৯| ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৩
মিআমি বলেছেন:
আসলে আমরা যেন কেমন হয়ে যাচ্ছি
মানে, আমাদের মন-মানসকিতা
আমাদের বাসায় এক হিন্দু ছেলে থাকতো, আমার বড় বোনের এলাকার নকুল চন্দ্র সরকার বিশ্ববিদ্যালয়ের শেষের বছর ছাড়া বাকি সময় আমাদের সাথে বাসায় থেকেই লেখা-পড়া করেছে।
৪০| ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৮
দূর্ভাষী বলেছেন: বেড়িয়ে গেলাম সাথে একটা + উপহার হিসাবে
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬
মিআমি বলেছেন:
সাদরে তা গ্রহন করলাম।
৪১| ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২১
মোহাম্মদ লোমান বলেছেন:
স্বচক্ষে দেখা পূণ্যময় স্থানগুলো ছবি আকারে সামনে আসাতে খুব ভাল লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩৮
মিআমি বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪২| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫০
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: Janina jibone jete parbo ki na,
procondo iccha ache.
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪০
মিআমি বলেছেন:
আমি দোয়া করি আপনার ইচ্ছা পুরুন হোক
আল্লাহ সে সুযোগ করে দিবে ইন্সাল্লাহ্
৪৩| ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৫
মেহেদি২৪ বলেছেন: ভালো লাগলো খুব..
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪২
মিআমি বলেছেন:
অনেক ধন্যবাদ।
৪৪| ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬
ম্যাকানিক বলেছেন: আহহহহহহহ সেই
মক্কা মদীনা
মজার ব্যাপার হলো যারা সেখানে থাকে তাদের অধিকাংশই টের পায় না কি পরিমান রহমত বরকতের মধ্যে তারা থাকেন।
নানা রকমের কম্পলেইন অতিরিক্ত গরম পানির টেস্ট ভালো না নানা রকম চিটার বাটপার এ ভরা।
সেখান থেকে বের হলে টের পাওয়া যায় দুনিয়া এর চাইতেও নির্মম।
আবারও যাওয়ার নিয়ত আছে আলহামদুলিল্লাহ খালি বিমান ভাড়ার টাকাটা হইলেই দৌড় দিমু।
দোয়া রাইখেন।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৬
মিআমি বলেছেন:
আপনি তো এই খানেই ছিলেন ?
আপনার ওয়েল কাম আমার বিদায়।
৪৫| ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৪
প্রতীক্ষা বলেছেন: খুব ভাল লাগলো ছবি গুলো! কিন্তু একটা বিস্ময় কিছুতেই চেপে রাখতে পারছি না!
আমি জানতাম এখানে ছবি তোলা নিষেধ! কাজটি কি ঠিক হল!
+
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭
মিআমি বলেছেন:
কথা সত্য ।
আর স্বাভাবিক এমন প্রশ্ন জাগতেই পারে। আসলে ছবি তোলা নিষেধ। তারপর ও সবাই তোলে।
মাঝে মাঝে পুলিশ এবং যারা তদারকে আছেন তারা ক্যামেরা বা মোবাইল নিয়ে যায়, বা ব্যাটারী খুলে দেয়। ভালভাবে মানা করে অথবা দেখেও তারা দেখে না বা আপনার ছবি তোলার ভঙ্গিমা দেখে অন্য কোন শাস্তি দেয়। আসল কথা আপনি কি ভাবে ছবিটা তুলতেছেন মানে কারো কোন অসুবিধা করে বা সৃষ্টি করে মোট কথা একটু ভদ্রতার মাঝে এবং নিজের মাঝে একটু সাবধানতা রেখে তুললে কিছু বলে না, এটা আমার নিজ দেখা এবং অনেক কয়েক বার যাবার অভিজ্ঞতা থেকে এই গুলি বলছি।
যেমন এক আছরের নামাজে আমি "হাজরে আসওয়াদ" একেবারে মাত্র দুহাত দুরে নামাজের জন্য জায়গা পাই, তখন আমার খুব ইচ্ছা করছি তার ছবিটা নেবার দশ মিনিট সময়ও ছিল, অনেক কে দেখলাম তার ছবি তুলছে, কিন্তু আমার সামনেই পুলিশ এবং দেখলাম সে একটু কড়া তাই আমি সুযোগ পেয়েও তুলি নাই। কারন দেখছি একই সময়ে ছবি তোলার কারনে বকা দিচ্ছে আবার অন্য জনকে কিছুই বলতেছে না সম্পূর্ন তার মুডের উপর তাই আমি নিজেকে সতর্ক রেখে তা তুলি নাই।
৪৬| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৮
ততততততততততততততত বলেছেন: +
অসাধারন সুন্দর ছবির জন্য.......
অজস্র ধন্যবাদ এবং প্রিয়তে...............
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮
মিআমি বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
৪৭| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১০
ভাঙ্গন বলেছেন: কি খবর কেমন আছেন?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৬
মিআমি বলেছেন:
কেমন আছি জানাতে ইচ্ছে করে কিন্তু নাই কোন নাম্বার বা অন্য কিছু আগামীএই দিনে আমি দেশে.............
আমারটা নিতে পারেন।
৪৮| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৪
নুরুন নেসা বেগম বলেছেন: খুব ভাল, এত ভাল যে মন্তব্য করে সীমিত করতে ইচ্ছা হয় না। বেশীজন পছন্দ করে দেখেছে, এটা যেমন ভাল, অনেকে যেতে চান সেটা আরো ভাল। আগ্রহী সবাই মিলে কায়মনোবাক্যে দোয়া করি, তারা যেন যেতে পারেন। যারা যাবেন তারা দয়া করে নিয়তকারী ব্লগারদের যেতে পারার জন্য খাসভাবে দোয়া করবেন। শুভকামনা।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৯
মিআমি বলেছেন:
খুব ভাল লাগলো এইভাবে মন্তব্য কারার জন্য
আমার দোয়া এবং শুভকামনা
৪৯| ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৬
সুবিদ্ বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ারের জন্য
আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন এই স্থানগুলোতে যাবার তওফিক দেন
৫০| ২৬ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৮
মিআমি বলেছেন:
ইন্সাল্লাহ অবশ্যই যেতে পারবেন।
৫১| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
বড় বিলাই বলেছেন: খুব ছোট থাকতে এসব জায়গায় গিয়েছি আব্বা-আম্মার সাথে। কিছুই মনে নেই। ছবিগুলো দেখলে মন প্রশান্তিতে ভরে যায়।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
মিআমি বলেছেন:
দোয়াকরি ভাইজানকে সাথে নিয়ে যেতে পারেন।
৫২| ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৬
পুরাতন বলেছেন: ছোট বেলার কয়েকবার গিয়েছিলাম..... আবারও যেতে চাই
০১ লা মে, ২০১০ সকাল ১০:৫৮
মিআমি বলেছেন:
অবশ্যই যেতে পারবেন এই দোয়া করি।
৫৩| ০২ রা মে, ২০১০ ভোর ৪:৪৮
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ।
১৪ ই মে, ২০১০ রাত ১০:৫৬
মিআমি বলেছেন:
আপনাকে ও অনেক ধন্যবাদ।
৫৪| ২০ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৬
সাকিরা জাননাত বলেছেন: সুবাহানাল্লাহ্!!!!
৫৫| ২৮ শে জুন, ২০১০ সকাল ৮:২৫
জুনজুন বলেছেন: valo laglo......
৫৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১১
নিমপাতা১২ বলেছেন: এমন সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৫
ভাঙ্গন বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর,পবিত্র!
পরম করুণাময়ের সহায় চাই, কোনদিন যদি যেতে পারি।