নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব বল কোথায় গিয়ে

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....

মেঘপাখি আর বৃষ্টির গল্প

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....

মেঘপাখি আর বৃষ্টির গল্প › বিস্তারিত পোস্টঃ

...রাশিয়ার বিবৃতি পাল্টে গেল বাংলাদেশে এসে...

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

গতপরশু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বিবৃতি দিয়েছে সেটি বাংলাদেশের অধিকাংশ মিডিয়া বিকৃত করে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। রাশিয়া জানিয়েছে, ‘বাংলাদেশি ভোটারদের ইচ্ছার ভিত্তিতে গঠিত সরকারকে সব রকমের সহযোগিতা দিতে’ মস্কো প্রস্তুত রয়েছে।



রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের বিবৃতিতে বলা হয়, ‘৫ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, প্রধান বিরোধী শক্তি ওই নির্বাচন বয়কট করেছে।’



বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া বাংলাদেশের এমন সরকারের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বপূর্ণ যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে, যে সরকার বাংলাদেশি ভোটারদের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত হবে। একই সঙ্গে আমরা আশা করি, বন্ধুপ্রতীম বাংলাদেশ কর্তৃপক্ষ ও বিরোধী দল কেউই সাংবিধানের সীমানার বাইরে যাবে না। তারা অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উদ্যোগী হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করবে।’



Comment by the Information and Press Department of the Russian Ministry of Foreign Affairs regarding the parliamentary elections in Bangladesh



On the 5 January, parliamentary elections were held in Bangladesh. The National League won.



It is regrettable that the voting was put under boycott by main opposition forces of the country.



Russia confirms its readiness to continue constructive partner cooperation with the government which will be formed on the basis of the will of the Bangladeshi voters. At the same time, we hope that the authorities and the opposition will not overstep the boundaries of the constitutional field to ensure internal political stability and strengthen the democratic institutes of friendly Bangladesh.



THE MINISTRY OF FOREIGN AFFAIRS OF THE RUSSIAN FEDERATION official site









অপরদিকে বাংলাদেশের মিডিয়াগুলো লিখেছে:



১। বাংলানিউজ২৪, "বাংলাদেশের নির্বাচনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে রাশিয়া। নতুন সরকারের পাশে থাকবে রাশিয়া"



২। বিডিনিউজ২৪, [i]"আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে বিএনপির সমালোচনায় মস্কো"(বিবৃতিতে আওয়ামী লীগ বা বিএনপি নামে কোন শব্দ ব্যবহার করা হয়নি)



৩। খাসখবর, "বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করলো রাশিয়া"



৪। পরিবর্তনডটকম, "নতুন সরকারের পাশে থাকার ঘোষণা রাশিয়ার"



শুধুমাত্র মানবজমিন পেরেছে বিবৃতিটার আসল অর্থ করতে।



"ভোটারদের প্রকৃত ইচ্ছার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে কোন সরকারকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া।"



কৃতজ্ঞতা জামাল হোসেন ভাই এর প্রতি

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

নিকষ বলেছেন: কি কথা, বাংলাদেশের মিডিয়া কি বানায়।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরকম মিথ্যাচার কি করে করে????

হারামী বিডিনিউজ আমার কমেন্ট মডারেট করেছে!!!

এই প্রযুক্তির যুগেও তারা অবলীলায় মিথ্যাচার করল!!! শেইম!!!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

গ্রাম্যবালক বলেছেন: মিডিয়া একটা বিশাল শক্তিশালী বানিজ্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ইউ টিউবে একটা ভিডিও দেখলাম একজন পুলিশ সদস্য একজন সাংবাদিকের পা ধরে মাফ চাইতেছে যাতে তার চাদাবাজির নিউজ মিডিয়ায় প্রচার না করা হয়। একজন সাংবাদিক যদি এই ক্ষমতা অধিকারী হয় তা হলে এইসব মিডিয়া প্রতিষ্ঠানের মালকদের ক্ষমতা সম্পর্কে আইডিয়া করতে পারেন। এই মিডিয়ার বদৌলতে সরকারের পতন পর্যন্ত তরান্বিত হতে পারে।।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মেমননীয় বলেছেন: The National League won.

National League?

এটা কোন দেশের? ওরা মনে হয় ভুল বিবৃতি দিয়েছে!

নাকি আওয়ামীলীগ বুঝাতে চেয়েছে। তার মানে রাশিয়া, আওয়ামীলীগের নামই জানে না।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ এরকম একটি বিষয় শেয়ার করার জন্য।উপরের বিডিনিউজ২৪ এর ভূমিকা খুবই প্রশ্নবিদ্ধ এবং উষ্কানীমূলক।এধরণের খবর সাথে-সাথে অন্যদের জানাতে হবে যাতে কোন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।গতকাল দেখলাম একজন মন্তব্য করেছে জা-শি নাকি বি এ এল-কে টাকা দিয়ে ভিন্ন ধর্মীদের উপর হামলা করাচ্ছে! বালের কোন দোষ নাই! ইন্টারনেটের এই যুগে এরা সবাইকে এত বোকা কি করে ভাবে কে জানে! X( X( X(

৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

দূর্গমগিরি বলেছেন: প্রথম আলো, ২য় পাতার প্রথম কলামে একই নিউজ ছাপচে

৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সাইলেন্স বলেছেন: হলুদ সাংবাদিকরা ঠিক মত ইংরেজী ও জানেনা, কেবল জানে কিভাবে দালালী করতে হয়। ;)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P

৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

ভারসাম্য বলেছেন: :P

১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হায়!!!! হায়!!!

১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

েশয়ারফান বলেছেন: :P :P :P :P :P :P

১২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

নষ্ট ছেলে বলেছেন: বেশি দালালী করতে গিয়ে সরকারের ১২টা বাজিয়ে দিচ্ছে ;)

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১

হাসিব০৭ বলেছেন: বিডিনিউজ হইল হাসিনার দালাল। লীগের বিরুদ্ধে কমেন্ট করলেই তা আর পাবলিশ করে না সালারা। হলুদ সাংবাদিকতা যারে কয় আর কি। ওরা ভারতের পা চাটা কুত্তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.