নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব বল কোথায় গিয়ে

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....

মেঘপাখি আর বৃষ্টির গল্প

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....

মেঘপাখি আর বৃষ্টির গল্প › বিস্তারিত পোস্টঃ

একটা শব্দ

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬





:আর জীবনেও আমার কাছে আসবি না, কল দিবি না!!

:কাল দিমু

:তোরে কি বললাম শুনতে পাসনি?

:হুম

:হুম মানে কি?

:আমি আর কল দিমু না

:কেন দিবি না?

:তুইতো না করলি কল দিতে!!!

:আমি না করছি বলেই কি কল দিবি না নাকি আমি ছেড়ে দিলে অন্য কোথাও যাবি?

:এখন তো এক জায়গায় আটকা পড়ে গেছি... তাই কোথাও যেতে পারছি না.. একটু ছেড়ে দে অন্য কোথাও থেকে ঘুরে আসি... একটু হাওয়া বদল করে আসি!!!

:তুই কি জীবনেও মানুষ হবি না?

:তাহলে আমি কি?

:তুই একটা কুত্তা

:আমার মায়ের সামনে গিয়ে বলতে পারবি এই কথা।

:একবারে নিয়ে যা, দেখিস বলতে পারি কিনা?

: কি কস এই গুলো? তুই আমারে সারাজীবন জ্বালায় খাবি...

:আমি তোরে জ্বালাই!!! ও.কে আমি গেলাম.. আবার যদি ডাকসিস কোনদিন... পরে মজা বুঝবি...

:ও.কে আমিও গেলাম। দেখি আশে পাশে কেও আছে নাকি..

:যা যা দেখমু কেরা তোরে পাত্তা দেয়।

:গেলাম কিন্তু বাবুতারা

:চুপ ঐ নামে আমারে ডাকবি না। নতুন যার কাছে যাচ্ছিস তারে ডাকিস। আর শোন কল দিবি না কিন্তু।

: ও.কে দিমু না , তোরে মিস করি কিন্তু

:হইছে জানা আছে আমার...





এর পর দুজন পরস্পর বিপরীত মুখে হাটা শুরু করলাম ! কিন্ত আমি হাঁটলাম না। জানি পাগলীটা আবার ফিরে আসবে, আবার ঝগড়া করবে... আমাদের খুব কম সময়ই কেটেছে ঝগড়া ছাড়া!!!







কিছুদুর যাওয়ার পরেই বাবুতারা ঠিকই ঘুরে দাঁড়ালো আমার কাছে এসে বলল

:দাঁড়িয়ে আছিস কেন?

:এমনি !

:এমনি মানে ?

-না, কিছু না।

:কিছু বলবি?

:না বলার নাই

:সত্যি কিছু বলার নাই

:না নাই তো, কেন কিছু শুনতে ইচ্ছা করছে?

:হুমম

:কি কথা

:যা না শুনে তোর কাছ থেকে কখনও গেছি কি?

:কাছে আয় তাহলে...

বাবুতারা কাছে আসল, আমি আমার মুখটা তার দিকে এগিয়ে নিলাম...

কানে কানে বললাম

"ভালোবাসি"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো কথামালা :)

পোষ্ট দুইবার চলে এসেছে , একটা মুছে দিন

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


অনেক অনেক বেশি মিষ্টি কথোপকথন ...
শুভ কামনা!!!!

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: ভালোবাসার কথাগুলো হয়তো এমনই হয়!!

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:




বাহ ! অনেক মজার তো ! ভালোবাসার মানুষগুলোর এই খুনসুটিগুলো কিন্তু দারুণ ! মিষ্টি ঝগড়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.