নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব বল কোথায় গিয়ে

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....

মেঘপাখি আর বৃষ্টির গল্প

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....

মেঘপাখি আর বৃষ্টির গল্প › বিস্তারিত পোস্টঃ

..নীল..

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮



অনেক দিন কিছু লিখা হয় না দিনপন্জীকায় কিবোর্ডে এই হাত চালাই বলেই কলম/পেন্সিল হাতে কম নেওয়া হয় এখন ! দিনপন্জীকাটায় আর অলস আঁকিবুঁকি করা হয় না, আঁকা হয়না জীবনের রঙের স্বপ্ন !

জীবনের গল্পেরা ঘুমিয়ে আছে, কিন্তু কিছু গল্প নানা রঙের ছেঁড়া সুতোর ঘুড়ি হয়ে উড়ছে আকাশে মেঘবন্ধুর সাথে !

নীল আকাশের সাদা মেঘের মত করে ভাসতে থাকা নানা রং এর ঘুড়িগুলো আমার !



একটা ঘুড়ি তোকে দিব, নিবি?

তোর তো আবার নীল রং পছন্দ... নীল বেদনার রং!!! তাহলে তোকে কিভাবে কিভাবে এই রংটা দেই?

ভালোবাসার মানুষকে কি নীল রং দেওয়া যায়?

তোর তো আবার নীল পদ্ম পছন্দ!!!

মনে আছে একদিন নীল জোসনায় খুব বায়না ধরে ছিলি ১০১টা নীল পদ্মের জন্য!!!

পরদিন সকালে ১০১ টা পারিনি কিন্তু ঠিকই ১১ টা জোগাড় করে ছিলাম...

আসলে কেন যে এত নীল রং পছন্দ করিস? মাঝে মাঝে কি মনে হয় জানিস,

এই নীল রংই তোর সাথী হবে, না পাওয়ার গল্প শোনাবে...

কিন্তু বিশ্বাস কর আমি তা চাই না!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
তবে আজ আমি নীল আকাশ দেখেছি। সত্যি সত্যি নীল কাহাকে বলে বুঝতে পেরেছি।

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর লিখা

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ভাল লাগল লেখাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.