![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাকে ভালোবেসে আমি হব বঙ্গবীর,
বাংলাকে করব শ্রেষ্ঠ মুখের বুলি চেতনা দৃঢ়।
বাংলা মোদের মায়ের ভাষা শোন হে তরুণ,
এই ভাষা অর্জণে তোমাদের ভাইরা করেছিল মৃত্যুবরণ।
বাংলার জন্য বিশ্বব্যাপী পালিত হচ্ছে মাতৃভাষা ‘আন্তর্জাতিক’
বাংলাকে আরও এগিয়ে নিতে হবে শোন হে পদাতিক।
বাংলাতে জন্মে আমরা গৌরবান্বিত, হৃদয়ে সুখ অনুভূতি,
সেই বাংলাকে সালাম যদিও ক্ষুদ্র আমি অতি।
আর যদি কেউ কেড়ে নিতে চায় মোদের বাংলা ভাষা,
সকলে মিলে রক্ত দেব চাকুরীজীবি, ব্যবসায়ী, দিনমজুর, চাষা।
বাংলাকে ভালোবেসে মোরা দিতে পারি প্রাণ,
বিশ্বের তরে বাংলার পতাকা ধরে গাই বাংলার গান।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!