নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়...

সমুদ্র কন্যা

তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................

সমুদ্র কন্যা › বিস্তারিত পোস্টঃ

সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি

০৮ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৪





সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি

তুই হারিয়ে যাস না কখনো

তুই আছিস বলেই রাতের শেষে

সোনালী ভোর আসে

তোর কারণেই বুকের ভিতর

পাগলা মাদল বাজে।



তুই হারিয়ে যাস না কখনো।।



সত্যি বলছি তুই-ই আমার প্রথম ভালবাসা

তুই ভুলে যাস না কখনো

তোকে দেখেই হয়েছিলাম

উথাল প্রেমে পাগল

তোর কারণেই এই পৃথিবী

হয়েছে আবোল তাবোল।



তুই ভুলে যাস না কখনো।।



সত্যি বলছি তোকেই শুধু তোকেই ভালবাসি

তুই চলে যাস না কখনো

তোকে ছাড়া আঁধার আমার

সকাল দুপুর বিকাল

তোর বিহনে পড়ে যাবে

সুখ আনন্দের আকাল।



তুই চলে যাস না কখনো।।



সত্যি বলছি তোকে আমি মনে প্রাণে চাই

ছাড়িস না এ হাত কখনো

তোকে ছাড়া কাটে না আমার

ঘন্টা সেকেন্ড মিনিট

তুই না হলে হারিয়ে যাবো

এক লহমায় আমি।



ছাড়িস না এ হাত কখনো।।



সত্যি বলছি ভালবাসা শুধু তোরই জন্য

দূরে সরে যাস না কখনো

তোকে নিয়ে রঙিন স্বপ্ন

আঁকি মনের কোণে

তোর ভাবনায় ভালবাসায়

দোলা লাগে মনে।



দূরে সরে যাস না কখনো।।



সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি।

তুই হারিয়ে যাস না কখনো।।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

ধ্রুব তারা বলেছেন: ভালই লাগল। +

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:০২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবতারা।

ভাল থাকুন।

২| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:০২

ধ্রুব তারা বলেছেন: আমি ধ্রুব তারা...ব্লগে ধ্রুবতারা বলে আরেকজন আছেন

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫১

সমুদ্র কন্যা বলেছেন: ওহ আমি দু:খিত ধ্রুব তারা...খেয়াল করিনি। আর ভুল হবে না।

৩| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:১১

বিপ্লব কান্তি বলেছেন: হারিয়ে যাবে একদিন আপনার বিশ্বাসগুলো
কারন ভালবাসা বলে কিছু নেই ।

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৭

সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসায় পূর্ণ হোক জীবন। বিশ্বাস অটুট থাকুক।

ভাল থাকুন।

৪| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:১২

রাজিব খান০০৭ বলেছেন: সবাই ভালো ভালো কবিতা লেখে। আমিই পারলাম না।

ধ্রুব@ জটিল সমস্যা।আমিও এই প্যাচ লাগাই আপনাকে নিয়ে

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৫

সমুদ্র কন্যা বলেছেন: আহারে.....চাইলেই তো লিখে ফেলা যায় যে কোন কিছু.....কবিতা কি গান.....
চেষ্টা করেই দেখোনা.....:)

ভাল থেকো।

৫| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৫

ফেরারী... বলেছেন: যার জন্য ভালোবাসা
সেই তো বুঝেনা
শুধু করে প্রতারণা...


ভালই লাগল...

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৯

সমুদ্র কন্যা বলেছেন: কেউ হয়তো ভুল করে...তাই বোঝে না...হারিয়ে যায়...
কিন্তু সত্যি ভালবাসা ব্যর্থ হয় না।

ধন্যবাদ ফেরারী। ভাল থাকুন।

৬| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৯

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: যে যাবার সে যাবেই, কে তাকে আটকাবে?:)

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসাই ভালবাসাকে ধরে রাখবে যতনে।:)

৭| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:২২

arifce বলেছেন: বিশ্বাস আর বাস্তবতা মেলেনা বলেই যত সমস্যা

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৬

সমুদ্র কন্যা বলেছেন: বিশ্বাস দৃঢ় হলে তার সাথে বাস্তবতা মিলবেই...নিশ্চিত।

শুভকামনা।

৮| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩১

সকাল রয় বলেছেন:

সত্যি বলছি তোমাকে আমি ভালোবাসি না
তোমার জন্য মিছে মিছে রাতও জাগিনা।
সত্যি বলছি তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখিনা
তোমার জন্য মিছি মিছি কাব্য লিখিনা


এখন তোমার জন্যে আমার কোন সময় নেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৯

সমুদ্র কন্যা বলেছেন: বিশ্বাস রাখুন সকাল রাত্রী। ভালবাসা ঠকাবে না।

৯| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪১

সকাল রয় বলেছেন: http://www.youtube.com/watch?v=B68j7AWtjR4

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:২০

সমুদ্র কন্যা বলেছেন: শুনেছি গানটা। কিন্তু আমি বিশ্বাস করতে চাই ভালবাসা সত্যি আছে।

১০| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৬

sumon2015 বলেছেন: ধন্যবাদ আপনার ভালবাসা প্রকাশের ধরন।

সকাল রাত্রী আপনাকে বলছি কেন মিথ্যা বলচ্ছেন ভাল করে ভেবে দেখেন আপনি তাকে সত্যি কতটা ভাল বাসেন তা নিজেও জানেন না তাই বলতে পারলেন!

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:২৪

সমুদ্র কন্যা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুমন।

ভাল থাকুন।

১১| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:০২

সকাল রয় বলেছেন:
এখন আমার সঙ্গি আকাশ রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গি করে ভালোই আছি তোমায় ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি জোছনা
তোমার জন্য মিছে মিছে কাব্য লিখিনা।

সত্যি বলছি তোমাকে আমি ভালবাসিনা।

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৩

সমুদ্র কন্যা বলেছেন: সত্যি বলছি ভালবাসি.....
অনেক অনেক ভালবাসি.....

১২| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৯

অরুদ্ধ সকাল বলেছেন:
একটু থেমো স্বর্গ দূয়ারে
আসবো আমি ...........
তবে ভালোবাসা নিয়ে নয়

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪১

সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসা নিয়ে নয়? কেন নয়?

বিশ্বাস রাখুন সকাল। ভালবাসায় পূর্ণ হোক জীবন।

১৩| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:২২

আমি ভাল আছি বলেছেন: তেমন ভাল লাগেনি। তবে আমি সাধারনত মাইনাস দেই না;)

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: মাইনাস দেননি বলে অনেক অনেক ধন্যবাদ ভাল আছি।
ভাল থাকুন সবসময়।

১৪| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:২৪

ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী।

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ফয়সাল।

১৫| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৯

ফেরারী পাখি বলেছেন: খুব সরল প্রশ্ন তুমি কি বরুণা। হঠাৎ মনে হল তাই প্রশ্ন করলাম। রাগ করো না ভাই।

কারণ প্রশ্নটা খুব সেনসেটিভ।

কবিতা ভালো হয়েছে।

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: না রাগ করিনি ফেরারী পাখি। আমি বরুণা নই।

কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

১৬| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু... আমার মতে কবিতাটা কম্পোজ করলে দারুণ একটা গান হবে!

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: একটা গানকে উল্টে দিয়েই তো কবিতাটা লিখেছি। এখন কেউ গানটা করে ফেললেই হল।:)

অনেক অনেক ধন্যবাদ ডাচম্যান।

১৭| ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০২

কালপুরুষ বলেছেন: লেখার কথাগুলো বিশ্বাস করলাম। কারণ লেখায় সত্যভাষণ সুস্পষ্ট।

ভালবাসার কথাগুলো ভাল লাগলো। :)

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৫

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

ভাল থাকুন।

১৮| ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৬

রাজসোহান বলেছেন:
সত্যি বলছি তোকে আমি ভুলে যেতে চাই,
তবু কেন বারেবারে তোকে মনে পরে যায়।
আসিস কেন বলতো আজও মনের আঙ্গিনায়?
সেথায় আ্মি কবর খুঁড়তে গিয়েও ব্যর্থ হয়ে যাই।

চাই না আর চাই না তোকে, কেন বুঝিস না?
কেন তুই এইভাবে দিস এত যন্ত্রণা??

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫২

সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসায় পূর্ণ হোক জীবন।
সে আসুক বারবার।

ভাল থেকো।

১৯| ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৩

ইউনুস খান বলেছেন: কুয়াশার মত চোখ দুটি ভিজে আছে জলে
জানিনা এ চোখে নতুন কোন সপ্ন মেলে।
কারও জন্য অপেক্ষা যে কত কষ্টকর
তোমাকে বুঝিয়ে গেলাম তাই জীবনভর।

তবুও তুমি বুঝলেনা আমার কষ্টটা
সারাজীবন চালিয়ে গেলাম নিজের দুষ্টুমিটা।

তাই কান্নায় ভেসে যায় এই দুটি চোখ
কষ্টের চাপাকান্নায় সয়ে গেছে বুক
কখনও কষ্টের চাপে ফেটে যায় বুক।

হৃদয়ের গানের ডালি যায় যে ঝড়ে
হৃদয় তখন শোকের ভারে নিথর হয়ে পরে।
চোখে শুধু ভেসে চলে শ্রাবনের অঝর ধারা
সে যেন হৃদয়ের অশ্রু ধারা।

সখিগো নিলানা নিলানা খবর

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: ধু.........র সবাই খালি মন খারাপ করা কথা বলে!! ভাল্লাগে না.....:(

গানটা ভাল কিন্তু কষ্ট কষ্ট।
ভাল থাকুন ইউনুস।

২০| ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৭

অতিথি পাখি বলেছেন: সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি।
তুই হারিয়ে যাস না কখনো।।

কাকে বলছেন?
আমারতো ছোটবেলার বন্ধুটির কথা মনে পড়ে গেল।

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৯

সমুদ্র কন্যা বলেছেন: যাকে আপনি ভেবে নিতে চান তাকেই ভেবে নিন।
তবে একটা লাইন খেয়াল করলে হয়তো বুঝবেন কাকে বলা হল---

সত্যি বলছি তুই-ই আমার প্রথম ভালবাসা

ধন্যবাদ অতিথি পাখি। ভাল থাকুন।

২১| ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৮

তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
+

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪১

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারিক।

শুভকামনা।

২২| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২২

মামন বলেছেন: এত ভালবাসেন .
কাউকে কখনো বেশি ভালবাসতে নেই পরিনামে সে দুঃখ দিতে পারে

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০০

সমুদ্র কন্যা বলেছেন: কেউ যদি জেনে বুঝেই দুঃখ দিতে চায় না হয় বরণ করেই নিবো সে দুঃখ...কি আর করা...

ধন্যবাদ মামন। ভাল থাকুন।

২৩| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩০

জিয়া চৌধুরী বলেছেন: ভাল লাগলো।

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জিয়া।

শুভকামনা।

২৪| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

চতুষ্কোণ বলেছেন: এত্ত ভালোবাসা কোত্থিকা আসে বুঝি না /:)

;)

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২১

সমুদ্র কন্যা বলেছেন: এত্ত ভালবাসা আকাশ থেইকা টুপটাপ পড়ে...বাতাসে ভাইসা বেড়ায়...আর কো্ত্থেইকা আসবো??;)

২৫| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৯

চতুষ্কোণ বলেছেন: তয় কবিতা সুন্দর হৈছে :)

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২২

সমুদ্র কন্যা বলেছেন: ধইন্যা ধইন্যা:):)

২৬| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৩

মুকুট বিহীন সম্রাট বলেছেন: সত্যি বলছি,কবিতাটা ভালো লেগেছে।

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫১

সমুদ্র কন্যা বলেছেন: সত্যি বলছি, অনেক অনেক ধন্যবাদ।

২৭| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৪

অমিত চক্রবর্তী বলেছেন:
ক্যালিপ্সোর কবিতা ভালো লাগে।
মায়া মায়া,স্নিগ্ধ স্নিগ্ধ,বিষাদ বিষাদ।

২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অমিত।

ভাল থেকো সবসময়।

২৮| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫১

আহমেদ রাকিব বলেছেন: পয়লা কথা ভালবাসা আর কবিতা দুইটাই খুব কঠিন জিনিশ মনে হয়। বুঝি কম। আর দ্বিতিয় কথা এইটা পড়তে গিয়ে আমার এটাকে কবিতা কম, গানের লিরিকস বেশি মনে হইছে। লেখার সময় কি গান জাইতীয় টোন মাথায় ছিল?

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: লেখার সময় সেই গানটা মাথায় ছিল যেটা সকাল রাত্রী লিখে দিয়েছে উপরে। ওই সুরটাই ঘুরছিল মাথায়। তাই মনে হয় গান গান হয়ে গেছে।
এখন এটাকে কেউ সুর দিয়ে দিলেই হয়।

অনেক ধন্যবাদ রাকিব।
শুভকামনা।

২৯| ০৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:

আজ পর্যন্ত ভালবাসার দ্বারে রাখতে পারিনি হাত

০৯ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসাই একদিন দুয়ারে কড়া নাড়বে এসে সকাল রাত্রী।

ভাল থাকুন।

৩০| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৫

তায়েফ আহমাদ বলেছেন: সরল আবেগের সরলতম বহিঃপ্রকাশ; ভাল না লাগার কোন কারন নেই!:)
কিন্তু, একটাই জিজ্ঞাস্য..........এত ভালবাসা আহে কৈত্থেইকা!!??=p~=p~

০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:০১

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তায়েফ।

এত ভালবাসা আহে কোত্থেইকা? আকাশ থেইকা টুপটাপ কইরা পড়ে...বাতাসে ভাইসা ভাইসা বেড়ায়...আর কোত্থেইকা!!! =p~ =p~ =p~
আইলেই টের পাইবেন।;)

৩১| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর।
সরলতা ছুঁয়ে গেলো.......।

শুভকামনা সমুদ্র কন্যা।

০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৫

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ সাজি আপু।

ভাল থাকুন সবসময়।

৩২| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:৪২

নিভৃতচারী বলেছেন: +++++++

আপু, আপনার কবিতাটা অসাধারণ লাগলো । সত্যিই ছুঁয়ে গেল এ মন ।

প্লিজ, সামনে আরো লেখা চাই । ভালো থাকবেন । হ্যাপি ব্লগিং :)

০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিভৃতচারী।

ভাল থাকুন আপনিও।

৩৩| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৯

রুচি বলেছেন: ছবিটা মারাত্নক তার চেয়েও মারাত্নক হয়েছে আপনার লেখা ++

০৯ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: মারাত্মক মারাত্মক ধন্যবাদ রুচি। :):)

ভাল থাকুন।

৩৪| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩১

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: যাস না বললেই কি থাকবে ...?

১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩১

সমুদ্র কন্যা বলেছেন: থাকবে না? বেন্ধে রাখবো তাহলে:):)

৩৫| ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৭

শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: চমৎকার, অনুভব ভাল লাগলো .........

তবে ভালবাসার মানুষকে মাঝমাঝে একটু ব্যবধানেও মন্দ নয়, ভালবাসার আকুতি অনুভব সহজ হয়।

বেশি বাঁধলে কিন্তু গিট্টু ঢিল হয়ে যায় ........

ভাল থাকুন, শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০১০ রাত ৮:৩২

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রাবণ এর বৃষ্টি।
বেশি বাঁধাও যাবে না, আবার ছেড়ে দেয়াও যাবে না......কি মুশকিল!!:)

ভাল থাকুন আপনিও।

৩৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৬

ফাহাদ চৌধুরী বলেছেন: একটা গান হতে পারে !!! দারুন লাগ্লো ।

আপনার লেখার বিপরীত থিমের গানঃ

১২ ই মার্চ, ২০১০ রাত ৮:৫১

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফাহাদ।

গানটা আসেনি কিন্তু। তবে সম্ভবত সকাল রাত্রী যেটা লিখে দিয়েছে সেটার কথাই বলেছেন। হুমম ওটা ভাবতে ভাবতেই লিখছিলাম।
ভাল থাকবেন।

৩৭| ১২ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৪

প্রবাসী রনি বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: একটা গান হতে পারে !!! দারুন লাগ্লো ।
তো হয়ে যাক একটা গান অসাধারন খুবই অসাধারন......... সুযোগ থাকলে ১০০ টা প্লাস দিতাম

১২ ই মার্চ, ২০১০ রাত ৯:১০

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রনি ভাই। তুমি তো ১০০টা প্লাস দিয়েই দিলে।

ভাল থেকো অনেক অনেক।

৩৮| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৪১

হাসান মাহবুব বলেছেন: আসলেই খুব লিরিক্যাল একটা কবিতা। শব্দের শরীর জুড়ে সুর। অনেক সুন্দর!

০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৫

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস হাসান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.