![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটো চ্যানেলে দুটো ভিডিও দেখলাম।
গাজী টিভিতে দেখলাম পেশাগত দায়িত্ব পালনের সময় ইটিভির নারী সাংবাদিক নাদিয়াকে বেদম প্রহার করেছে হেফাজতীরা। গণিমতের মাল ভেবে ঝাঁপিয়ে পড়ার আগে উদ্ধার করে কতিপয় সাংবাদিক ও পুলিশ। আরো চার থেকে পাঁচ নারী সাংবাদিকও লাঞ্ছনার শিকার।
সময় টিভিতে দেখলাম গণজাগরণ মঞ্চ আক্রমণ করতে এসে ধাওয়া খেয়ে পালাবার সময় ধরা পরে এক হেফাজতী। আর সেই হেফাজতীকে গণপিটুনী থেকে রক্ষা করছিলো কে জানেন? কাঁধে ব্যাগ, হাতে লাঠি নেওয়া গণজাগরণ মঞ্চের এক তরুণী, যিনি সেই হেফাজতী তরুণকে নিজের ভাইয়ের মত করে হাত ধরে তার সামনে দাঁড়িয়ে বাঁচিয়েছিলেন উন্মত্ত জনতার কাছ থেকে।
এটাই তাদের আমার মধ্যকার পার্থক্য। এটাই বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার পার্থক্য।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
মাহমুদুর রাহমান বলেছেন: মুল অবস্থার ০.০০১% বর্ণীত হল। এভাবে আর কয় দিন ??
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০
মুহসিন বলেছেন: আমাদের মনুষ্যত্ব কোন জায়গায় লোপ পাচ্ছে, কোন জায়গায় বৃদ্ধি পাচ্ছে। আজ অনেক মুসলিম নবীর মহান শিক্ষা ভুলে গেছে।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মরু বালক বলেছেন:
হেফাজতী তরুণকে নিজের ভাইয়ের মত করে হাত ধরে তার সামনে দাঁড়িয়ে বাঁচিয়েছিলেন উন্মত্ত জনতার কাছ থেকে।
এরা হিংস্র !!!!
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ভ্রমন কারী বলেছেন: যদি হেফাজতের নেতারা শাহাবাগের মঞ্চ দখল করতে চাইতো, তা হলে মনে হয় আর্মি ছারা আর কারো পক্ষে তা ঠেকানো সম্ভব হতো না।
মুল অবস্থার ০.০০১% বর্ণীত হল।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
কাজের কথা বলেছেন: বেশ চমৎকার উপলদ্ধি।