![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রীমান মহাসেন,
এই বঙ্গদেশে আপনার আগমনের বার্তা পেয়েছি। ভুমিকা না করিয়া বলিতে চাই যে অন্তত এই অবেলায় এই ভূখন্ডে আসিবার পরিকল্পনা পরিত্যাগ করুন। এইমূহুর্তে এই ভূখন্ডে বড়ই শয়তানের উত্পাত! তারা আপনাকে এমুনভাবে আদরের ট্যাগ দিবে যে তাহা আপনি শতজনমেও শ্রবণ করেন নাই।
যেমুন এই ধরুন, আপনাকে বিএনপি এবং তাদের চামচা বাহিনী যুবদল ডাকিবে, "মখাসেন"!
আওয়ামীলীগ ও তাদের চামচা বাহিনী বলিবে, ইহা বিএনপির পরিকল্পনা যাহা দেশকে অচল করিয়া দিবে।
হেফাজত বলিবে, ইহা হেলিকপ্টার শফির কেরামতি!
আস্তিক বলিবে, ইহা নাস্তিক দমনের লীলা!
নাস্তিক বলিবে, আরে আরে আরে! শালার মানবতা তুমি কই? মহাসেন এল বলে কথা!
উপকুলবাসী জেলে বলিবে, ওহ মর খোদা! এই ছিল মোর কপালে?!
রাহাত খান মাসুদ রানাকে বলিবে, সেই উ সেন এর পর মহাসেন! সোহানার চাইতে তোমার নিজের কাজের উপর বেশি নজর দেয়া উচিত্।
আর বলিব না, আপাতত এইটুকুন জানিয়া রাখুন যে আর যাইহোক! এই বঙ্গদেশের মানুষ বড়ই বেয়াড়া! এরা মহাগুণীর কদর করিতে পারেনা। তাই আপাতত DGM! মহাসেন থেকে উহাসেন আর আহাসেন পয়দা করিয়া তাদেরসহিত বঙ্গদেশে বছরদশেক পর আসুন। আমরাও বাংলাদেশ ক্রিকেট টীমের মত কামব্যাক করে তারপর আপনার সাথে সানন্দে মোলাকাত করিব! কেমুন?
ইতি,
বঙ্গদেশের এক অভাগা বাঙ্গাল।
৩০বৈশাখ, ১৪২০।
২| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:১৩
মিজভী বাপ্পা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
আলাপচারী বলেছেন: শাবাশ!!! হা হা হা