নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধারণা খুবই সাধারণ।বেশি কিছু জানতে বা চিন্তা করতে ভালো লাগেনা।নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি।

নিঃসঙ্গ বিসর্গ

নিঃসঙ্গ বিসর্গ › বিস্তারিত পোস্টঃ

হলিউডে আয়-ব্যায়ের দিক দিয়ে শীর্ষ পাঁচ।

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

হলিউডের বক্স অফিস নিয়ে আমাদের অনেক মাতামাতি।সাধারণত হলিউডের প্রায় সব মুভিই তার বাজেটের থেকে বেশি আয় করে অর্থাৎ হিট হয় বা ফ্লপ খায়না।১০০-২০০ মিলিয়ন ডলার বাজেটের মুভি আমাদের কিছুই মনে হয়না আবার এমন এমন মুভি আছে যাদের বাজেট ২৫০ মিলিয়ন ডলারেরও উপরে।আর বক্স অফিসের কথাতো নাই বললাম।অনেক মুভির ৪০০-৫০০ মিলিয়ন ডলারের বক্স অফিস বিজনেস আমাদের মন খুশি করতে পারেনা।



আমরা কখনো কি ভেবেছি এই সকল মুভির বাজেট আর আয় বাংলাদেশী টাকায় কত হতে পারে?

আসেন বাজেট এবং আয়ের দিক দিয়ে হলিউডের শীর্ষ ৫ মুভি গুলার বাংলাদেশী টাকায় আয়-ব্যায় দেখি।



বাজেটের দিক দিয়ে>>>:



১) Pirates of the Caribbean: At World's End(2007)

ব্যায়ঃ ২৩৩১,৪৫০০০০০৳ ( কথায় দুই হাজার তিনশত একত্রিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র)



২) Tangled(2010)

ব্যায়ঃ ২০২০,৫৯০০০০০৳ (কথায় দুই হাজার বিশ কোটি ঊনষাট লক্ষ টাকা মাত্র)



৩) Spider-Man 3(2007)

ব্যায়ঃ ২০০৫,০৪৭০০০০৳ (কথায় দুই হাজার পাঁচ কোটি চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র)



৪) Harry Potter and the Half-Blood Prince(2009)

ব্যায়ঃ ১৯৪২,৮৭৫০০০০৳ (কথায় এক হাজার নয়শত বিয়াল্লিশ কোটি সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র)



৫) Avatar(2009)

ব্যায়ঃ ১৮৪১,৮৪৫৫০০০৳ (কথায় এক হাজার আটশত একচল্লিশ কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র)



আয়ের দিক দিয়ে>>>:



১) Avatar(2009)

আয়ঃ ২১৬২২,৪৫১৪৯৯২৳ (কথায় একুশ হাজার ছয়শত বাইশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার নয়শত বিরানব্বই টাকা মাত্র)



২) Titanic(1997)

আয়ঃ ১৬৯৮৩,৬২০৮৪৫০৳ (কথায় ষোল হাজার নয়শত তিরাশি কোটি বাষট্টি লক্ষ আট হাজার চারশত পঞ্চাশ টাকা)



৩) The Avengers(2012)

আয়ঃ ১১৭৪৮,৬২৬৫৯৭৬৳ (কথায় এগার হাজার সাতশত আরচল্লিশ কোটি বাষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত ছিয়াত্তর টাকা মাত্র)



৪) Harry Potter and the Deathly Hallows – Part 2(2011)

আয়ঃ ১০৪২৫,৫৫৪৪৩৮৫৳ (কথায় দশ হাজার চারশত পঁচিশ কোটি পঞ্চান্ন লক্ষ চৌচল্লিশ হাজার তিনশত পঁচাশি টাকা মাত্র)



৫) Iron Man 3(2013)

আয়ঃ ৯৪২৮,১৪৪৯২৭৫৳ (কথায় নয় হাজার চারশত আটাশ কোটি চৌদ্দ লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত পঁচাত্তর টাকা মাত্র)



হুম...... মাথা স্তব্ধ হয়ে যাবারই কথা।এইরকম মুনাফা আমাদের দেশের সরকারের হলে শুধু পদ্মা না সব নদীর উপরই ২-৩ টা করে সেতু বানানো যেত।



১ডলার=৭৭.৫৳

সুত্রঃ Wikipedi

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

ময়নামতি বলেছেন: তথ্যবহুল পোস্ট।++++++++++++++

স্বাগমত নিউ ব্লগার সামহোয়্যারইন ব্লগে আপনার উপস্থিতি সমৃদ্ধ করবে এই ব্লগ জগতটাকে।
ভাল ভাল লিখা দিয়ে নিজে মূল্যায়িত হবেন,থাকবেন সকলের হৃদয়ে।

ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

নিঃসঙ্গ বিসর্গ বলেছেন: :)
ধন্যবাদ :)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

খাটাস বলেছেন: ব্লগে অভিনন্দন।
ব্লগার দের পছন্দের গানের তালিকার জন্য আপনার পছন্দের একটা গান সাজেস্ট করলে খুশি হতাম।
হ্যাপি ব্লগিং। !:#P !:#P

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

আছিফুর রহমান বলেছেন: just osam

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ডলারের দাম অনেক কমে গেছে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: good writing. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.