নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধারণা খুবই সাধারণ।বেশি কিছু জানতে বা চিন্তা করতে ভালো লাগেনা।নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি।

নিঃসঙ্গ বিসর্গ

নিঃসঙ্গ বিসর্গ › বিস্তারিত পোস্টঃ

কাল কুয়েট ভর্তি পরীক্ষা।

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাল কুয়েট ভর্তি পরীক্ষা।

পরিচিত কেও পরীক্ষা দিতেছেনা।আর থাকলেও আমি এই মাদ্রাসায় আসতে দিতামনা।

তারপরও যারা নিজ ইচ্ছায় নিজের কোরবানি নিতে চাইতেছে তাদেরতো আর আটকানো যায়না :v ।

ছোট ভাইয়েরা ভালো পরীক্ষা দেখ এটাই চাই।



"কুয়েট" নামক জায়গাটা বড়ই ধান্দাবাজ।তোমারে ভাবসাব এমন দেখাবে যে ৩ বছর ৮ মাসেই বের করে দিবে আসলে সময় লাগবে সাড়ে চার বছর।

হলে সিট দিবে দিবে বলে তোমারে ২ বছর ঘুরাবে তাও পাবে কিনা সন্দেহ।



এতো কিছুর পরও ভার্সিটির একটা সিটও খালি থাকেনা। সবাই ভর্তি হয়। কোনো দিন পত্রিকায় বিজ্ঞপ্তি বা অ্যাড চোখে পড়ে নাই যেখানে কাউকে ভর্তি হবার জন্য কুয়েট কাকুতি মিনতি করছে। আসলে সব কিছুর পাবলিসিটি লাগেনা ;) । ব্যাপারট বুঝতেই পারছেন সবাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বাগসবানি বলেছেন: শিক্ষকদের নীতি না থাকলে স্টুডেন্টরা নীতি শিখে কি করবে ? ছোটবেলা থেকেই এত কনফ্লিক্টিং পরিবেশে বড় হই যে, ...

২| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নিঃসঙ্গ বিসর্গ বলেছেন: আসলে বাংলাদেশের সব ভার্সিটিতে একই পরিস্থিতি।

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

অন্ধকারে কালো বলেছেন: ভাই, কুয়েটে ৪ বছর শেষ হওয়ার আগেই কোর্স শেষ করার অনেক রেকর্ড আছে।
তবে নানাবিধ কারনে বিগত চার বছর ধরে প্রায় সাড়ে চার বছরের মত লাগছে। তবে এখন যারা ভর্তি হবে আশা করি তারা ৪ বছর ± ২/১ মাসের মধ্যেই বের হতে পারবে।
বুয়েটে চার বছরের কোর্স কতদিনে শেষ হয় বলতে পারেন !
সব সময় শুধু সময় দিয়েই সব কিছু হিসাব করা যায় না।
আপনিই বলেছেন “এতো কিছুর পরও ভার্সিটির একটা সিটও খালি থাকেনা। সবাই ভর্তি হয়। কোনো দিন পত্রিকায় বিজ্ঞপ্তি বা অ্যাড চোখে পড়ে নাই যেখানে কাউকে ভর্তি হবার জন্য কুয়েট কাকুতি মিনতি করছে। আসলে সব কিছুর পাবলিসিটি লাগেনা”।
আর হ্যাঁ, কুয়েট মাদ্রাসাও বটে যার কারনে অনেকেই রেজাল্ট হওয়ার আগেই চাকরিতে জয়েন করে যদিও রেজাল্ট মাত্র এক দেড় মাসের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ এই মাদ্রাসারই অনেক ছাত্র/ছাত্রী থিসিস জমা দেওয়ার আগেই চাকরিতে প্রবেশ করে।
যে জার মত বুঝে নিক।

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

নিঃসঙ্গ বিসর্গ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে! কিন্তু কুয়েটের আবাসন সংকট আর মনেহয় সমাধান হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.