![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবার মাফ চাওয়া কি ভালো না খারাপ?
ডিপেন্ডস। জবাবটা আসলে সহজে দেয়াটা এত সহজ না।
সুমাইয়ার একটা বদ অভ্যাস আছে চট করে রেগে যাওয়ার। কিন্তু রাগ করে ফেলার তাৎক্ষণিক বা বেশ কিছু পরে সে সরি হয়, কটু কথা বলে ফেললে তার জন্য মাফ চায়। ওর বান্ধবী ঝুমি চট করে মাফ কে দেয়, প্রতিবারই। কিন্তু রিমু একটু মাইন্ড করে, ও কী পাইসে, আড়ালে বলেও, কিন্তু সুমাইয়া এমনভাবে সরি বলতে থাকে যে একটা পর্যায়ে সে হেসে দিতে বাধ্য হয়। ওদের গ্রুপে একসময় নিয়মিত আড্ডা দিতে আসতো ফারজানা। এখন আসেনা, তিন মাস হলো। সেটাও সুমাইয়ারই একদিনের রাগের হঠাৎ বেদম প্রকাশের জন্যই। ও একটু বেশিই মাইন্ড করেছে। সুমাইয়া অবশ্য চেষ্টা করে যাচ্ছে, ঠিক করেছে ফারজানার জন্মদিনে জটিল একটা সরি বলবে। মাঝে মাঝে যখন একা হয়, নিজে নিজেই খুব ভাবে ও, মাঝে মাঝে এরকম হয় কেন ওর? নামাজে খুব দোয়া করে আল্লাহ যেন ওর রাগ করার এই বদঅভ্যাসটা দূর করে দেন। মানুষ কষ্ট দেয়াটা তো খুবই খারাপ! ওর বান্ধবীরা যখন সুমাইয়া থাকেনা তখন আলাপ করে, কেউ কড়াভাবে সমালোচনা করে, কেউ মৃদু, কেউ কেউ ডিফেন্ডও করতে চায়, কিন্তু সবশেষে সবাই এটুকু স্বীকার করে যে মেয়েটার মনটা খুব ভালো, যতবারই সরি বলুক, প্রত্যেকবারই যে আন্তরিকভাবেই বলে এটা আসলে পরিস্কার।
এদিকে প্রান্ত, সুমাইয়ারই এক কলেজমেট, বন্ধুদের বিশ্বাসের সুযোগে তাদের নানা মূল্যবান বস্তু হাতানোর ভয়ঙ্কর একটা বদঅভ্যাস তৈরী করে ফেলেছে নিজের ভেতরে। ধরাও পড়েছে বেশ কতবার, এবং সুমাইয়ারই মতো প্রতিবারই করি টরি বলে মাফ চাইতো সে। বন্ধু বা কলেজমেট বলে দুএকটা চড় থাপ্পড় এর উপর দিয়েই পার পেয়েছে সে। বারবার করি বলার এই বুদ্ধিটা সে কিন্তু সুমাইয়াকে দেখেই শিখেছে।
ইন্টারেস্টিং, তাই না?
আমি কিন্তু প্রান্তকে এড়িয়ে চলি, অথচ সুমাইয়াকে যথেষ্ট পছন্দ করি।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মহা সমন্বয় বলেছেন: হুমমম ইন্টারেস্টিং