![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনের আগের দিন প্রথম আলো লিখেছিল 'ক্ষমতাসীনরা কখনও হারেনা'। আরও একবার তা প্রমাণিত হল।
বিএনপি জিতবে - এটা খোদ খালেদা জিয়াও আশা করেনি - তারপরেও বিএনপি কেন নির্বাচনে গেল? কারণ না গেলে আওয়ামী লীগ আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে - জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।
এবারের নির্বাচনে সবচেয়ে ক্ষতি হয়েছে জাতীয় পার্টির - ৪২ থেকে তাদের এমপি সংখ্যা ২৩ এ নেমে গেছে। নৌকা প্রতীক ছিল - এরকম কোন আসনেই লাঙ্গল জিততে পারেনি।
এবারের নির্বাচনে জামায়াতের কোন প্রার্থীই জিততে পারেনি। তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার সম্মান রক্ষা পেয়েছে।
নির্বাচনে কোন কোন ভোট কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে। এটা একটা নতুন রেকর্ড।
দীর্ঘ ৪৪ বছর পর কক্সবাজার ১ আসনে নৌকার পাল উড়েছে। এর মাধ্যমে স্বাধীনতার ৪৭ বছর পরে চকোরিয়া স্বাধীন হয়েছে বলে ধরে নেয়া যেতে পারে।
খুলনা বিভাগে যারা নির্বাচিত হয়েছে, তারা সবাই নৌকার প্রার্থী - এর মধ্যে জাসদের ইনু (তথ্যমন্ত্রী) ও ওয়ার্কার্স পার্টির লুতফুল্লাহও আছে।
সবশেষে সামুর পাঠকদের জন্য একটি নির্বাচনী ট্রল
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
বাংলার মেলা বলেছেন: মানুষ ভোট দিয়ে নৌকাকে এভাবে বিজয়ী করলে আপনি কি করতে পারবেন? দেশ বিদেশের সমস্ত পর্যবেক্ষকেরা বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
জাহিদ হাসান বলেছেন: সুপ্রিম লিডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১
বাংলার মেলা বলেছেন: এই চিড়িয়াটা কে?
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই নির্বাচনের পর আওয়ামীলীগের প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও রইলো না। যে সন্ত্রাসীরা আওয়ামীলীগের কল্যাণে ক্ষমতায় গেলো এদের আটকানোর সাদ্য আর কারো নেই।
যে দেশে ক্ষমতাসীনদের বিপক্ষে কথা বললেই রাজাকার ট্যাগ দেওয়া হয়, হামলা মামল করা হয় সেই দেশে কেউ অন্যায়ের প্রতিবাদ করে না।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
বাংলার মেলা বলেছেন: আওয়ামী লীগের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আমার কখনোই ছিলনা তাদের অতি আক্রমণাত্মক আচরণ, বিরোধী রাজনীতির প্রতি সম্মানহীনতা এবং ভারতের প্রতি দাসত্ব দেখানোর জন্য। তবে এই নির্বাচনের পর তাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে এই দেখে যে তারা দেখিয়ে দিয়েছে একই সাথে কিভাবে জনগণ, বিরোধী রাজনীতিক এবং আন্তর্জাতিক প্রেসার গ্রুপকে শায়েস্তা করে নিজের ক্ষমতা দেখানো যায় এবং প্রশাসনকে কিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা যায়।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন:
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
মানুষমানব বলেছেন: " যে সন্ত্রাসীরা আওয়ামীলীগের কল্যাণে ক্ষমতায় গেলো এদের আটকানোর সাদ্য আর কারো নেই।"
ভাই আটকানোর দরকার কি? সবাই যদি আওয়ামী লীগ হয়ে যাই তাহলেতো আর ক্ষমতাসীনদের বিপক্ষে কথা বলার দরকার হবে না; কোন সমস্যা থাকবে না।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
হাবিব বলেছেন: ..
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সবচেয়ে মজার বিষয় হলো জাতিয়পার্টি হলো গৃহপালিত বিরোধীদল। এনারা থাকলেই কী না থাকলেই কী? এক সময়ের এত প্রখ্যাত একজন স্বৈরশাসক আজ মহাজোটে। যার চেয়ারম্যান কোন মুক্তিযোদ্ধাও নয়।
এইস এম এরশাদ
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫
বাংলার মেলা বলেছেন: গৃহপালিত হলেও তো একটা কথা ছিল, কিন্তু জাতীয় পার্টির ২০ টি আসন পাওয়া গেছে আওয়ামীদের ভোটে। ওখানে নৌকা ছিলনা বলেই বাধ্য হয়ে লাঙলকে জেতাতে হয়েছে। বিরোধী দল - তাও গঠিত হয়েছে সরকারী দলের ভোটে। এরশাদ এমন এক নেতা, স্বার্থের জন্য যে কিনা নিজের পশ্চাদ্দেশ বিক্রি করতেও রাজী। স্বাধীনতার পরে তার ন্যাক্কারজনক ভূমিকার কারণে তাকে রাজনীতিতে নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছিল - কিন্তু এটা ঠিক এরশাদ না থাকলে আওয়ামী লীগের জন্য বড় বড় সংকটগুলো কাটিয়ে ওঠা খুব কঠিন হত।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: মোঃ মঈনুদ্দিন বলেছেন: সবচেয়ে মজার বিষয় হলো জাতিয়পার্টি হলো গৃহপালিত বিরোধীদল। এনারা থাকলেই কী না থাকলেই কী? এক সময়ের এত প্রখ্যাত একজন স্বৈরশাসক আজ মহাজোটে। যার চেয়ারম্যান কোন মুক্তিযোদ্ধাও নয়। - এইডাই বলছিলাম আমার পোস্টে।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইতিহাসের সবচাইতে ব্যতিক্রমধর্মী এই নির্বাচনে ভোট প্রদানের ( ! ) আপনাকে অভিনন্দন | দুর্ভাগ্য আমার, প্রবাসে থাকার কারণে এই দুর্লভ ঘটনার প্রতক্ষ্যদর্শী হতে পারলাম না | মনে পড়ছে সেই গান "আমার বলার কিছু ছিল না...." !
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: এতো মাঝির চাপ কি নৌকা সইতে পারবে? আমি নৌকার বিজয় চেয়েছিলাম, কিন্তু এভাবে না।