নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার মেলা

বাংলার মেলা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে একের পর এক চমক!

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

সর্বশেষ চমকঃ আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে নির্ধারিত

ঘটনা ১ঃ ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পার্টির ২২ জন নির্বাচিত। এই ২২ জনের মধ্যে ২১ জনের সিটে মহাজোটের আর কোন প্রার্থী ছিলনা। বরিশাল - ৩ আসনে টিপু মহাজোট প্রার্থী জেপির অভিকে হারিয়ে নির্বাচিত হল। বলা চলে সবগুলো আসনেই জাতীয় পার্টি আওয়ামী সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছে। এসব আসনে নৌকার কোন প্রার্থী থাকলে জাতীয় পার্টি এরশাদের সীটটাও পেত কিনা সন্দেহ আছে।

ঘটনা ২ঃ আওয়ামী সমর্থক ও ক্যাডাররা যেসব আসনে লাঙ্গলের প্রার্থীকে জিতিয়েছে, সেসব আসনে নির্বাচিত সংসদ সদস্যেরা বিরোধী দলে যেতে আগ্রহী নয়। জাপার সংসদীয় দলের সভায় সেরকমটাই সিদ্ধান্ত হয়েছে। দরকার কি বিরোধী দল হয়ে সরকারের ঠ্যাঙ্গানি খাওয়ার? তার চেয়ে সরকারের কাছ থেকে দু একটা মন্ত্রীত্ব বাগাতে পারলে আখেরে সেটাই লাভ। সেদিক বিবেচনা করে এরশাদের ভাই ও বউসহ সবাই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি সরকারেরই এঁটোকাটা খেয়ে সরকারে থাকবে। অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত!

ঘটনা ৩ঃ এই অনাচার কাগুর সহ্য হলনা। তোমরা সরকারের কোলে বসে মধু খাবা, আর আমি জেলে যাওয়ার ভয়ে সিএমএইচ - সিঙ্গাপুর দৌড় করব, তা হবেনা। পার্টি বানিয়ে কি ঠেকেছি নাকি? তাই সিঙ্গাপুর নিয়ে আমাকে যে ট্রেনিং দেয়া হয়েছে - তার বাইরে আমি যেতে পারব না - তাই জাতীয় পার্টি হবে বিরোধী দল - আর রাঙা মিয়া হবে চাবুক।

বেচারা এরশাদ! না পারে নিজে কোন সিদ্ধান্ত নিতে, না পারে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখতে।

এর আগের চমকঃ সুবর্ণ চরে মহিলা ধর্ষিত হওয়ায় ব্যথিত হয়েছেন ডঃ জাফর ইকবাল

নির্বাচনের পর পর জনৈক আওয়ামী লীগ নেতার ইন্ধনে এক গৃহবধু গণ ধর্ষণের ঘটনায় ব্যথা পেয়েছেন বাংলার অবিসংবাদিত বুদ্ধি ট্যাঙ্ক ডঃ জাফর ইকবাল। তার মনে হয়েছে, ২০০১ সালের নির্বাচনে জেতার পর জামায়াত নেতারা পূর্ণিমা শীলকে যে গণ ধর্ষণ করেছিল, সেটা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মত নধর দুগ্ধপোষ্যরা কিভাবে এরকম একটি ঘটনা ঘটাতে পারল? তাদের কি ধর্ষণের কোন পূর্ব অভিজ্ঞতা ছিল? না থাকলে তারা এটা করতে গেল কেন? এটি নাকি আওয়ামী লীগের গৌরব্জনক ইতিহাসকে কলঙ্কিত করেছে।

এখন বুঝতে পারছিনা, আমরা কোন ঘটনায় দুঃখ পাব? গণধর্ষণের ঘটনায়, নাকি জাফর ইকবালের ব্যাথা পাবার ঘটনায়?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ এই কথাটি ভুলে যান কেন?এদেশে সব কিছুই সম্ভব।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

শামীম সুজায়েত বলেছেন: আজব এক রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।
হিরোক রাজার দেশকে ছাড়িয়ে গেছে।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

মা.হাসান বলেছেন:
ধর্ষনের ঘটনা আমার কাছে বিশ্বাসযোগ্যনা। ঐ মহিলার মুখের কথার উপর বিশ্বাস করে কাউকে শাস্তি দেয়া উচিৎ হবে না। ভাল ঘরের মহিলা কেন ধানের শীষে ভোট দেবে? আমার কাছে ব্যাপারটা সাজানো মনে হয়। পূর্ব শত্রুতা ছিল, হয়তো প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাছাড়া দেশের ৯৯% জনগন এখন আওয়ামীলিগের সমর্থক। কাজেই দেশে দু-একটা ছোটখাট অপরাধ ঘটলে সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অাওয়ামীলিগের সমর্থক হতেই পারে, কিন্তু তাকে রাজনৈতিক কালার দেয়া উচিৎ না। নিরপেক্ষ পুলিশ বাহিনী, আমলা ও বিচার বিভাগ সুষ্ঠু পর্যালোচনা করে নিরীহ ব্যক্তিদের রেহাই দেবেন ও মিথ্যা অভিযোগ হয়ে থাকলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন আশা করি।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

সাইন বোর্ড বলেছেন: সময় হয়েছে চোখ থাকতেও কিছু না দেখা এবং কান থাকতে কিছু না শোনা ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: তবু আমি এই দেশটা নিয়ে অনেক আশাবাদী।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

ফেনা বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.