![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি গাইবান্ধা শহরের নতুন বাজারের একটি দোকান থেকে উদ্ধার হওয়া ‘প্লাস্টিকের চাল’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর আগেও নকল বা প্লাস্টিক চাল নিয়ে অনেক তর্ক-বিতর্ক হতে দেখা গেছে। এছাড়া প্লাস্টিকের ডিম বা নকল ডিম নিয়েও ফেসবুক-ইউটিউবে অনেক ভিডিও দেখা গেছে।
গাইবান্ধার নকল চাল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন। এছাড়া গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আসলেই কি প্লাস্টিকের চাল বা প্লাস্টিকের ডিম বলতে কিছু আছে?
ফেসবুকে আমার টাইমলাইনে সরাসরি না হলেও অন্যদের শেয়ার করা বেশকিছু ভিডিও আজকাল দেখতে পাচ্ছি। জনৈক ফেসবুকার উত্তেজিত স্বরে বলছেন, এত দিন বিশ্বাস না করলেও আজ নিজের চোখে প্রমাণ পেয়েছেন প্লাস্টিকের চাল বা প্লাস্টিকের নকল ডিম।
প্রমাণ হিসেবে দেখানো হয় কিছু জিনিস। তার সঙ্গে যোগ হয় এখনকার ব্যবসায়ীরা কত খারাপ, এর ওপরে চলছে কমেন্ট্রি। আসলেই কি বাজার ভরে গেছে প্লাস্টিকের চালে? কিংবা প্লাস্টিকের ডিমে?
এই গুজবটা নতুন না। অনেক দিন ধরেই নানা দেশে প্লাস্টিকের চাল বা ডিমের গুজবটা ছড়াচ্ছে। নকল ডিমের "প্রমাণ" হিসেবে ইউটিউবের একটা ভিডিও দেখানো হয় যাতে কোনো এক ফ্যাক্টরিতে এ রকম ডিম বানানোটা ধাপে ধাপে দেখানো হয়।
ঘটনা কি তাহলে সত্যি?
প্রথমেই আসি নকল ডিম বানানো সম্ভব কি সম্ভব না সেই প্রসঙ্গে। অবশ্যই সম্ভব, মোম এবং এই জাতীয় নানা দ্রব্য মিশিয়ে ডিমের মতো দেখতে কিছু অবশ্যই বানানো চলে। চীনে নানা উৎসবে এ রকম ডিমের ব্যবহার আছে বলে অনেক জায়গায় পড়লাম।
আবার স্থানীয়ভাবে অসাধু ব্যবসায়ীরা চীনে এগুলো বিক্রি করার সময় ধরা পড়েছে, তাও পড়লাম দু-এক জায়গায়। তাহলে কি বাংলাদেশে আসছে চীনা নকল ডিম? ফেসবুকে দেখা ভিডিওতে গজগজ করতে থাকা ফেসবুকারটির কথা কি ঠিক?
এ রকম অনেক ভিডিও আছে। তবে আমি যেটা দেখেছি সেটা এ রকম- বাংলাদেশের একজন ক্রেতা বাজার থেকে ডিম কিনে এনে দেখেছেন ভেতরের কুসুমটা অদ্ভুত হয়ে গেছে।
আর ডিমের খোসার ঠিক নিচে একটা কাগজের মতো কিছু, প্লাস্টিক প্লাস্টিকভাব লাগছে। এটাকে মোক্ষম প্রমাণ হিসেবে তিনি পেয়েছেন। এতেই প্রমাণিত হয়ে গেছে যেন এটা নকল ডিম, খোদ চীন থেকে পাঠানো।
ভিডিওটা দেখে অনেকক্ষণ হাসলাম। হাসতেই থাকলাম। কারণ বিজ্ঞ পোস্টদাতা বা দাত্রী জীবনে কখনো পচা ডিম দেখেন নাই, তা বোঝা গেল।
বাংলাদেশের গরমে দোকানে বাইরে ডিম বেশিদিন রাখলে তা পচবেই, আর পচা ডিমের কুসুমও অবধারিতভাবেই ও রকম দেখাবে। কিন্তু খোসার নিচের "প্লাস্টিক" এর আবরণটা?
ঘটনা হলো ডিমের ভেতরে খোসার ঠিক নিচে একটা পাতলা মেমব্রেন বা আবরণ থাকে বটে। ডিম কড়া রোদে বেশিদিন থাকলে সেটা শুকিয়ে কাগজের মতো হতে পারে। তাই বলে তাকে প্লাস্টিক বা কাগজ মনে করাটা ছেলেমানুষি রকমের হাস্যকর।
একই ঘটনা প্লাস্টিকের চালের ক্ষেত্রেও চলে। আরেকটি ভিডিওতে দেখলাম একজন ভাত রান্না করার পরে ভাতের চেহারা দেখে বলছেন এটা নির্ঘাত প্লাস্টিকের চাল। ভাতের মাড় নাকি শুকিয়ে প্লাস্টিকের মতো হয়ে গেছে, আর ভাতটাকে বল বানিয়ে বাউন্স করানো যাচ্ছে।
পোস্টদাতা কি কখনো ভাতের মাড় শুকানোর পরে কেমন হয় দেখেননি? চাল পুরনো হলে পচতে পারে বটে, আর সেই পচা চালের মাড় নানা অবস্থায় হাঁড়ির গরমে পড়ে প্লাস্টিকের মতো চেহারা হতে পারে বটে।
কিন্তু ওই যে মোক্ষম 'প্রমাণ' ভাতের বল বাউন্স করা? প্লাস্টিক না হলে কি সেটা হতে পারে? হঁ্যা অবশ্যই পারে। ভাত মূলত কার্বহাইড্রেট, আর ভাতের স্থিতিস্থাপকতা অনেক সময়ে বরাবরের মতো হওয়া সম্ভব পদার্থবিজ্ঞানের সব নিয়ম মেনেই।
তার জন্য প্লাস্টিক হওয়ার দরকার নেই। কাজেই ভাতের বল বাউন্স করলেই সেটা প্লাস্টিক হওয়ার প্রমাণ নয় মোটেও।
যাহোক এ রকম আরও কথা বলে তথাকথিত প্রমাণগুলোর বিভ্রান্তি ধরিয়ে দিতে পারি। কিন্তু তার বদলে অন্যভাবে ব্যাপারটা দেখা যাক। এক কেজি চালের খুচরা দাম কত? ৬০ টাকা? ১০০ টাকা?
আর এক কেজি প্লাস্টিকের দাম কত? মোটামুটি নিম্নমানের ১ কেজি প্লাস্টিকের দাম কোনো অবস্থাতেই ১৫০-২০০ টাকার কম হবে না (আমেরিকার বাজারে প্লাস্টিকের পাইকারি দাম দেখে বললাম)।
আর সেই প্লাস্টিক কাঁচামালকে দিয়ে চাল বানিয়ে সেই চাল চীন থেকে বাংলাদেশে জাহাজে বা স্থলপথে আমদানি করে এবং বেশ কয়েকজন মধ্যস্বত্বভোগী পেরিয়ে মুদির দোকানে পৌঁছাতে পৌঁছাতে তা কখনোই ২০০-৩০০ টাকা কেজির কমে দেয়া সম্ভব না। সেই অবস্থায় কীভাবে ক্রেতা সেটা ৬০ টাকা কেজিতে কিনতে পারবেন? একই যুক্তি খাটে ডিমের ক্ষেত্রেও। বাংলাদেশের বাজারে একটা ডিমের দাম ৮ টাকার মতো।
এখন ভেবে দেখুন, একটা নকল ডিম বানাতে যা লাগে, সেটা কয়েক হাজার মাইল দূরে চীন থেকে বাংলাদেশে রফতানি করার খরচসহ ৮ টাকার কমে কি দেয়া সম্ভব?
দোকানদার আপনাকে ৮ টাকায় একটা ডিম বেচলে অবশ্যই লাভ রেখে বিক্রি করছে। কাজেই তার কেনা দাম ৮ টাকার অনেক কম। তাই হিসাবটা কি মিলে? দুনিয়ার সব ডিম ব্যবসায়ীরা কি অনেক টাকা লস দিয়ে নকল ডিম বিক্রি করবে, যেখানে আসল ডিম সস্তায় মুরগির কাছ থেকে পাওয়া যায়?
কাজেই ফেসবুকে ঢুকে ঘুরে বেড়াচ্ছেন বলেই যা তা বিশ্বাস করবেন না। কমনসেন্সকে সিন্দুকে তালা মেরে রেখে আসবেন না। নকল ডিম আর প্লাস্টিক চালের গালগল্প বিশ্বাস করা বা শেয়ার করার আগে একবার ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন, এগুলো কি আসলেই সম্ভব কি না।
অর্থনীতির হিসাব বলছে, সেটা সম্ভব না। ফেসবুকিং করছেন বলেই কি সবার কাছে কানপাতলা বিশ্বাসপ্রবণ হিসেবে নাম কিনবেন এসব শেয়ার দিয়ে? মানসম্মানের খাতিরে হলেও কমনসেন্স প্রয়োগ করুন, কান শক্ত থাকুন অনলাইনে, অফলাইনে, সর্বত্র।
[জনস্বার্থে যুগান্তর পত্রিকা হতে কপি-পেস্টিত]
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
গরল বলেছেন: প্লাষ্টিকের চাল বা ডিম বলে কিছু আছে এটা সত্য তবে তার ব্যাবহার ভিন্ন। অনেক দেশেই রেষ্টুরেন্টের প্রমাণ সাইজের মডেল মেনু সাযিয়ে রাখা হয় যাতে আপনি বুঝতে পারেন খাবারটা দেখতে কেমন হবে, কতটুকু পাবেন বা আপনার পেট ভরার জন্য যথেষ্ঠ কিনা। সেখানে এসব কৃত্তিম ডিম বা মাংসই না মাছ সবজি থেকে সব কিছুই রান্না ও কাঁচা সব ভাবেই সাজানো থাকে। আর একটা কাজে লাগে সেটা হল কুলিনারী প্রশিক্ষণে অনেক কিছু কেটে কুটে নষ্ট করতে হয়, সেখানে ডেকোরেশন প্র্যাক্টিসের জন্যও এসব ব্যাবহার করা হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
বাংলার মেলা বলেছেন: ছবি দিন - তাহলে আরও বেশি বিশ্বাসযোগ্য হবে ব্যাপারটা
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
আরোগ্য বলেছেন: খুব ভাল একটি পোস্ট। অনেক ধন্যবাদ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুজব, সব গুজব।
প্লাস্টিকের চেয়ে চালের দাম বেশী। লাভ হবে না।
গড়লের মন্তব্যটা কোট করছি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২
বাংলার মেলা বলেছেন: প্লাস্টিক চালের ভার্জিন ম্যাটেরিয়াল পলিপ্রোপাইলিন গ্রানুলের পাইকারি দাম প্রতি কেজি দেড় ডলার বা ১২৬ টাকা। ১ কেজি দিয়ে ধরলাম ৯০০ গ্রাম চাল বানানো যাবে। প্রডাকশন কস্ট যদি ১০ টাকাও হয়, অন্যান্য কস্ট আরও ১০ টাকা। তাহলে ১কেজি চাল মার্কেটে পৌঁছাতে খরচ হবে মিনিমাম ১৪৬ টাকা। লাগে বিক্রি করতে হলে মিনিমাম দেড়শ' টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এদেশে এমন কে আছে, ১ কেজি চাল দেড়শ' টাকায় কিনবে?
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: সব গুজব।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭
ঢাবিয়ান বলেছেন: ব্লগার গড়ল ভাল ব্যখ্যা দিয়েছেন।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
গরল বলেছেন: ভিডিওটা দেখলেই বুঝবেন কিভাবে লাইফ সাইজ খাদ্যের ডামি ব্যাবহার করা হয়।
Life size food models in Japanese restaurants
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
নাহিদ০৯ বলেছেন: এগুলা ফেসবুক এর কল্যানে দেখা যায়। বাস্তবে একবার চিন্তা করে দেখুন তো মানুষ কেন ৫-৬ টাকার ডিম এত কষ্ট করে বানিয়ে রিস্ক নিতে যাবে! আর প্লাস্টিক বা মোমের চাল বানিয়ে আদতেও লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
বাংলার মেলা বলেছেন: এখানে একটা বাণিজ্যিক উদ্দেশ্যও আছে। ধরুন আপনি প্লাস্টিকের চাল দেড়শ টাকা দিয়ে বানিয়ে ৫০ টাকায় বাজারে ছাড়লেন, তারপর কাউকে দিয়ে প্রমাণ করালেন যে আসলেই ঐটা প্লাস্টিকের চাল। তারপরে গরম খবর করবেন যে প্লাস্টিকের চালে বাজার ছেয়ে গেছে। সবাই যখন চিলের পেছনে দৌড়াবে তখন আপনি ৩৫ টাকায় কেনা আসল চাল বাজারে ৬০ টাকায় বিক্রি করতে যাবেন, সবাই হুমড়ী খেয়ে পড়বে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
যায্যাবর বলেছেন: ভালই যুক্তি দেখিয়েছেন। ব্যাপারটি আমারও ঠিক বিশ্বাস হতে চায় না।