![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপরও আমি ভাঙাতে চাই নি তোমার পবিত্র নিদ
শীতের কুয়াশার আস্তর ভেঙে জোছনা নামলো
হুল ফোটানো প্রকোপ এড়াতে খসিয়ে দিলাম চামড়ার খোলস
আরো একটু নির্জনতা পেতে অন্ধকারের গভীরে
আশার চাদর পেতে দিলাম স্করপিয়ন গুহায়...
তোমার আগমন ভোরে হবে ভেবে একটু তন্দ্রা,
আর একটু আচ্ছন্নতার মেকাপ মেখে ঠায় বসে রইলাম
তুমি আজকাল কোথায় থাকো, বলতো?
আমাকেইবা আসতে বললে কেনো?
বলেছিলে, রাতে তোমার ঘুম বেশ গাঢ় হয়
আসতে সামান্য দেরি হলে হতেও পারে
ভাবছি.. এখন রাত ক’টা বাজে, কটি প্রহর কেটে গেলো আরো
একটু পর পর ভাবছি..আর ঘুমের প্রলেপ নাকে-মুখে ঘষছি কেবল
তারপর, অনেক অনেক সময় পার হওয়ার পর,
কিংবা অনেক অনেক শতাব্দি..ভাবছি..
এখন ভোর হয়েছে..তুমি জাগবে..ওয়াশরুম নেবে
তারপর হাওয়ায় ভেসে, স্কেট করে, দৌড়ে, অথবা হেঁটেও হতে পারে
তুমি আসবে, আঁধারে আমি তো দেখতে পাবো না,
তাতে কি, আসবে তো?
ভাবছি, আমি তো কবির মতো হাঁটতেও শিখি নি
হাজার বছর বসে কাটাতে কি পারবো?
আচ্ছা, কতদিন হলো বলতো ?
শেভিং ক্রিম ফুরানো থেকে এই যে আমার বটবৃক্ষ হয়ে যাওয়া,
আমার আশ্রম-ছায়ায় ঋষি-তীর্থ থেকে দীক্ষা নেয়া হাজার শাগরেদ
তারা কি কিছু জানে?
তুমি কেন আসলে না আর ? নাকি এসেছো?
নাকি আসবে না ? তুমি কি এখনো ঘুমিয়ে?
হে অমর কবিতা,
এই অনাহুত আঁধারে, রাত আর দিনের সঙ্গমে
তুমি কার জন্মযন্ত্রণার প্রতীক্ষায় আছো ?
ভুল আর শুদ্ধ থেকে দূরে, সত্য আর মিথ্যার ওপারে
এখানে, ঠিক এইখানে এই গভীর নিশীথ গুহায় এসো
তোমার আমার মহামিলনের আনন্দবিক্রম হবে
নতুন পৃথিবীর মহাঅভ্যুত্থান হবে এখানেই
জগদীশ্বরের নবজন্মও হবে এখানে
--------------------------------------
Away...
beyond all concepts of
wrong-doing and right-doing
There is a field...
I’ll meet you there
--Rumi
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
মনযূরুল হক বলেছেন: তা আপনার মূর্ধন্য-ণ দেখেই বোঝা যাচ্ছে
২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: তিন বার পড়লাম , বড় কষ্টের কবিতা । মনে হয় জীবন অনন্ত কাল ধরে এ ভাবেই চলছে ।কখন হাসি কখন কান্না । ভাল থাকুন ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
মনযূরুল হক বলেছেন: জীবন অনন্ত কাল ধরে এভাবেই চলছ...ভাবছি, মানুষ না হয়ে যদি কবিতাই হতে পারতাম...
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । চমৎকার ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...খুশি হলাম...
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মেহেদি হাসান নয়ন বলেছেন: ভালো
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
মনযূরুল হক বলেছেন: + না - ?
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
সুমন কর বলেছেন: শেষে ইংরেজীর কি দরকার ছিল? আমার কাছে, ঐটুকু বাদ দিলেই ভালো লাগত।
ভালো হয়েছে। +।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
মনযূরুল হক বলেছেন: ঐটুকুই হলো কবিতাটার প্রাণ...ব্লগে লিখেছি বলে উপাত্তর মতো ঐটুকু তুলে দিলাম....
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল্লাগছে। +++
কাব্যিক ছিল বেশ। কথাগুলোও খুবই সত্য ছিল।
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
মনযূরুল হক বলেছেন: কবিতায় কবিতাটা না থাকলে আর হয় না...বারবার শুনতে মনে চাচ্ছিলো, এখানে একটা কবিতা আছে কি না...আপনি বলেছেন কাব্যিক ছিলো বেশ...আমি বর্তে গেলাম...ধন্যবাদ...
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৯
কিরমানী লিটন বলেছেন: হে অমর কবিতা,
এই অনাহুত আঁধারে, রাত আর দিনের সঙ্গমে
ভুল আর শুদ্ধ থেকে দূরে, সত্য আর মিথ্যার ওপারে
তোমার আমার মহামিলনের আনন্দবিক্রম হবে
নতুন পৃথিবীর মহাঅভ্যুত্থান হবে এখানেই... অনেক কথার মরনের পর,একি-কবিতা,এতো সে অতল তল থেকে উঠে আসে হৃদয়ের কলিজার হাহাকার কান্না -অসাধারণ ভালোলাগা রেখে গেলাম আপনার কবিতায়- সতত শুভকামনা...
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
মনযূরুল হক বলেছেন: শুভকামানা রইলো আপনার জন্যও....
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
হে অমর কবিতা,
এই অনাহুত আঁধারে, রাত আর দিনের সঙ্গমে
তুমি কার জন্মযন্ত্রণার প্রতীক্ষায় আছো ?
চমৎকার।
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ....
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০
জেন রসি বলেছেন: ভাবছি, আমি তো কবির মতো হাঁটতেও শিখি নি
হাজার বছর বসে কাটাতে কি পারবো?
জটিল প্রশ্ন!!
চমৎকার কবিতা। ভালো লেগেছে। শুভেচ্ছা।
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
মনযূরুল হক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা..অনেক অনেক..
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
পড়ে হয়রাণ হয়ে গেলাম