নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

গাসসান কানাফানি : ফিলিস্তিনি প্রতিরোধ সাহিত্যের জনক

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

কানাফানিকে আজ অনেকেই আর চেনেন না, যদিও ‘প্রতিরোধ সাহিত্য’ তারা ঠিকই চেনেন । এটাও জানেন না যে, বিশ্বব্যাপী সাহিত্যের এই বিপ্লবী ধারার জন্মদাতা লোকটা কে, কী তার নাম-ধাম ।

কানাফানি যখন ‘ফিলিস্তিনি প্রতিরোধ সাহিত্য’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন, তিনি তাঁর বইয়ে লেখেন— “আমি আমার গল্পগুলোর চরিত্রসমূহকে কোনো ধরনের মনোভাব সংবরণ ছাড়াই তাদের অবস্থান ব্যক্ত করার স্বাধীনতা দিয়েছি ।” এরপর মাহমুদ দারবিশ, সামিহ আল-কাসিম, ফাদওয়া তুক্কান প্রমুখ কবিরা একই ধারণা নিয়ে এগিয়ে আসেন ।

১৯৪৮ সালের নাকবা (Palestinian exodus) এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মধ্যবর্তী সময়ে ‘ফিলিস্তিনি প্রতিরোধ সাহিত্য’ই ফিলিস্তিনিদের আত্মপরিচয়ের মুখে ভাষা এনে দেয়— যখন সশস্ত্র প্রতিরোধ মুখ থুবড়ে পড়েছিল । কানাফানি তার Palestinian Resistance Literature Under Occupation (الأدب الفلسطيني المقاوم تحت الاحتلال) গ্রন্থে লেখেন— “সশস্ত্র প্রতিরোধের মতোই ফিলিস্তিনি প্রতিরোধ সাহিত্য ঐতিহাসিক ধারাবহিকতায় একটি নতুন মাত্রার সংযোজন করে আছে, যা ফিলিস্তিনিদের জীবন থেকে গত অর্ধশতাব্দিতেও বিচ্ছিন্ন হয় নি।”

প্রতিরোধের এই বীজাণু কী করে তাঁর ভেতর স্থান করে নিল, তা নির্দিষ্ট করে বলা না গেলেও একটু অতীতে গেলেই পাওয়া যাবে তার বাবা মুহাম্মাদ ফায়েজ আব্দুর রাজ্জাক ছিলেন একজন লইয়ার এবং ব্রিটিশ গভর্নমেন্ট যখন ফিলিস্তিনে ইসরায়েলের অনুপ্রবেশে তা দেয়, তখন ব্রিটেনের বিরুদ্ধে দাঁড়ানো প্রথম সারির সক্রিয় লিডার—যদিও কানাফানি তখন মাত্র শৈশবে ।

নাকবা সময়টাতে আক্কা (Acre)-তেও আন্দোলন ছড়িয়ে পড়লে অস্ত্রের মুখে তার পরিবারকে নির্বাসনে যেতে বাধ্য করা হয় । সেই ১০ বছর বয়সে ১৭ কিলো হেঁটে আসেন লেবানন, তারপর দামেষ্কতে, থাকেন গিয়ে সিরিয়াতে—চিরজীবনের মতো উদ্বাস্তু হয়ে ।

কানাফানির জীবন বিশাল পরিক্রমায় ঘুরেছে । ১৯৬২ সালে রিজাল ফিশ শামস (Men in the Sun) উপন্যাস নির্মাণের আগেই তিনি খ্যাতি পেয়ে যান । তারপর ‘মাতাবাকা লাকুম’ (All that's Left of You, 1966) উম্মু সা’দ (১৯৬৯) এবং ‘আয়িদ ইলা হাইফা’ (Return to Haifa, 1970) লিখতে লিখতে ফিলিস্তিন আন্দোলনের সিংহাসনে আরোহণ করেন । যদিও আরও প্রায় ১০ খানা গ্রন্থ তিনি লিখে ফেলেছেন । এমনকি তার মধ্যে বিশ্বাবিদ্যালয় পাঠ্যভুক্ত বইও আছে অন্তত ৩ টা । গল্পগ্রন্থ আছে ৫ টা । তাকে নিয়ে আরবি ও ইংরেজিতে কাজ হয়ে কত, তার ইয়ত্তা নেই ।

‘ইজজদ্দীন আল কাসসাম’ বিষয়ক তার আর্টিকেল প্যালেস্টাইন রিসার্চ সেন্টার ম্যাগাজিন ‘শুঊন ফিলিস্তিনিয়া’ প্রকাশ হলে ফিলিস্তিনি সশস্ত্র সংগ্রামের পূর্বসূরিদের পরিচয় জনগণের সামনে চলে আসে এবং এখনকার হামাসের যেই ‘আল-কাসসাম ব্রিগেড’, সেটা সেই সূত্র ধরেই গড়ে তোলা হয়েছে ।

১৯৭২ সালের ৮ জুলাই কানফানি বৈরুতে হত্যা করা হয়, বয়স তখন তার ৩৬ বছর । অস্টিন ১১০০ মডেলের কার-এর বাম্পার বারের পিছনে ৩ কেজি প্লাস্টিকের বোমা বিস্ফোরিত হয় । দেখা যায় সতেরো বছর বয়সী ভ্রাতুষ্পুত্র লামিস নাজিমকে কোলে চেপে ধরে তিনি নিথর পড়ে আছেন । বহু বাকযুদ্ধের পরে মোসাদ অবশেষে হামলার দায়িত্ব স্বীকার করে ।

লেবাননের ডেইলি স্টার লিখেছে— “তিনি ছিলেন এমন একজন কমান্ডো, যে কখনও বন্দুক দিয়ে গুলি করে নি; তার অস্ত্র ছিল বল-পয়েন্ট কলম এবং রণাঙ্গন ছিল নিউজপেপার ।”

আজ ৯ এপ্রিল । ১৯৩৬ সালের এই দিনে ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিনের আক্কায় (Acre) ফিলিস্তিনি প্রতিরোধ সাহিত্যের জনক গাসসান কানাফানির জন্ম হয়, যা এতদিনে ইসরায়েলে অধীনে চলে গেছে । আসুন, ফিলিস্তিনের এই উত্তাল দিনগুলিতে আমরা আমাদের প্রার্থনায় তাকেও শরিক করি ।...

সূত্র :
১. https://bit.ly/2JwzFFY
২. https://bit.ly/2JwzFFY
৩. https://bit.ly/2HiObjH
৪. https://bit.ly/2Jv2sdP
৫. https://bit.ly/2IGF1x8

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন অনন্য এক সাহিত্য যোদ্ধাকে পরিচিত করিয়ে দেয়ায় কৃতজ্ঞতা।

তার প্রতি সশ্রদ্ধ স্যালুট। প্রতিরোধ সাহিত্য কনসেপ্টটা খুবই ভাল লাগল

মোসাদ তাঁর দেহকে দুনিয়া থেকে সরাতে পেরেছে- চেতনাকে পারেনি। পারবেনা। এইটাই সফলতা।

তার আত্মার শান্তি ও মুক্তির প্রার্থনা রইল

+++++

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

মনযূরুল হক বলেছেন: আমাদের দেশে ফিলিস্তিনি গল্প ও কবিতা নিয়ে আলোচনা হলেও ফিলিস্তিনি লেখক-সাহিত্যিকদের নিয়ে আলোচনা খুবই কম ।
তার প্রতি সশ্রদ্ধ স্যালুট..

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

মোহাম্মদ শাহ্জামান বলেছেন: লেখককে ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকেও..

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ এরকম একজন সাহিত্যিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

মনযূরুল হক বলেছেন: পাঠ পরবর্তী মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.