![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা বাতিলের মানে কি এইবার বুঝছেন? না বুঝলে সেই ‘কুকুরের লেজে পাইপ সোজা করা’র গল্পটা আবার পড়েন ।
তারপরও যদি না বোঝেন, তাইলে প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও মনোযোগ দেন— কোটা সংস্কার ছাত্রদের বিষয় না। এটা সরকারের নীতিনির্ধারণী বিষয়।...আন্দোলনে যারা ছিল, তাদের ছবিটবি সংরক্ষণ করা আছে। তখন দেখা যাবে। ওই জেলার কারা কারা আন্দোলনে ছিল, সেটিও আমরা দেখব। তারপর যদি এসে কান্নাকাটি করে, আমাদের কিছু করার থাকবে না।...
“পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে, তারা নামকাওয়াস্তে পয়সা দিয়ে পড়ে। তাদের আমরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াই। তারা যে হলে থাকে, যে টাকা দিয়ে তারা ভাড়া দেয়, খাবার পায়, ক্লাস করে—সেই টাকা দিয়ে সম্ভব? যদিও পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, তারপরও সরকারের পক্ষ থেকে খরচ চালানো হয় ।”
পড়েছেন? এইবার নিজেরে নিজে প্রশ্ন করেন— “আমরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াই” এই বাক্যে “আমরা” কারা? এবং “সরকারের পক্ষ থেকে খরচ চালানো হয়” এই বাক্যে “সরকার” কে?
আরও ভাবেন— এই “আমরা” ও “সরকার” শব্দে আপনার কোনো অংশগ্রহণ আছে কি না? আপনি-আমি যে হাগতে-মুততে, খাইতে-ঘুমাইতে, এমনকি বউ-বান্ধবীর সঙ্গে পিরিত করতে গিয়েও যে ভ্যাট দিই, কিংবা ট্যাক্স পরিশোধ করি, সেই অর্থের মালিকানা কার?
ফ্যাসিবাদ শব্দটা কঠিন মনে হলে এই কয়টা প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে সহজে খোলাসা করতে পারবেন বলেই মনে করি । কিন্তু আসল কথা হলো ‘বঙ্গবন্ধু’ আর ‘মুক্তিযুদ্ধের সরকারি চেতনা’কে মনের কুঠুরিতে জায়গা দিতে না পারলে কোনো প্রশ্নের উত্তরই আপনার বুঝে আসবে না ।
খালি ছবি মাথায় নিয়া ফাল পারলেই চেতনা হয় না, হু হু...
সংবাদ সূত্র : https://bit.ly/2FB2765
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৮
মনযূরুল হক বলেছেন: "অামরা" মানে জনগন,, বক্তব্য দেয়ার সময় কথাটা পুরোপুরি ভুলে গেছেন মনে হয় উনি। পুরাপুরি... ছাত্রদেরকেও তো গোণায়ই ধরে নাই... মনে হয় যেন, তাদের বাপ-মায় তাগোরে খর্চা দিতে না পেরে এতিমখানায় পাঠাইছে...
২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফ্যাসিবাদ শব্দটার অর্থ খোলাসা এরপরও না হলে আর কি করা!!!
তথাকথীত চেতনার বটিকা সেবনে উত্তেজিত হওয়াই সার!
এত মিথ্যা অহংকার আর মিথ্যাচার এত বড় পদে বসে???
৬৯ ৭১এ ছাত্ররা যদি আন্দোলন না করতো উনি কি এই চেয়ারে বসতে পারতেন?
গোলাম যখন মনিবের পাঠ লয় তখনই পতনের শুভারম্ব শুরু হয়!
অসহায় আমজনতার শুধূ দেখার পালা - - -
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৭
মনযূরুল হক বলেছেন: সেই সকল ছাত্র আন্দোলনের কথা তার মনে নেই । এমনকি এই দেশের মানুষ যে মুক্তিযুদ্ধকে গর্বের ধন ভাবে, ব্যবসার পূঁজি না, সেইটাও তিনি স্পষ্ট করে বঝতে পেরেছেন বলে মনে হয় না । এইবার যখন মতিয়া চৌধুরী রাজাকার বলার পরে অনেকে ‘আমি রাজাকার’ ট্যাগ লাগিয়ে বের হয়েছে, তেমনি সামনের দিনে দেখবেন বঙ্গবন্ধুও অপমানিত হবে..। এসব আমাদের জন্য দু:খজনক । সরকারই ধীরে ধীরে চরমপন্থার দিকে নিয়ে যায়, তারপার আবার চরমপন্থী বলে বিচারের ব্যবস্থা করে ।
৩| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৫
তাওহিদ হিমু বলেছেন: "আপনি-আমি যে হাগতে-মুততে, খাইতে-ঘুমাইতে, এমনকি বউ-বান্ধবীর সঙ্গে পিরিত করতে গিয়েও যে ভ্যাট দিই, কিংবা ট্যাক্স পরিশোধ করি, সেই অর্থের মালিকানা কার?"
এই কথা সুন্দর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্ষিক খরচ দেড় হাজার কোটি টাকা। আমরা প্রশ্ন তুলি না। পাবলিক প্রশ্ন তোলার সাহস পায় না। অথচ পাবলিক ভার্সিটির লাখ লাখ শিক্ষার্থীর জন্য বরাদ্দ মাত্র হাজার পাঁচেক কোটি টাকা। সেটা জন্য প্রধানমন্ত্রী এমনভাবে বলছেন, যেন টাকাটা তার শ্বশুরবাড়ির ভাঁড়ার থেকে যোগানো হয়। পাবলিকের টাকা পাবলিকে খাবে, মন্ত্রী-প্রধানমন্ত্রীরা বেতনভোগী লুটেরা চাকর মাত্র- এটা তাদের স্বরণে থাকা উচিত।
ফ্যাসিবাদ জিন্দাবাদ
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫০
মনযূরুল হক বলেছেন: ‘সেবক যখন ভক্ষক হয়’-এর থকেও বড় সমস্যা হলো, ভক্ষক যখন আইনি তরিকায় তার ভক্ষণের নৈতিকতা পেয়ে যায়, তখন তার বিরুদ্ধে কথা বলাও প্রকারন্তরে তার মালিকানাকে স্বীকৃতি দেওয়ার মতোই ।
আমাদের দুর্বলতা, আমার বলতে পারি না । যারা বলতে পারে, তাদের কাছে নিজের জীবনের মূল্য নৈতিকতার থেকে অনকে বেশি..
ফ্যাসিবাদ জিন্দাবাদ
৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪১
কানিজ রিনা বলেছেন: আন্দলনে যারা ছিল ছবি সংরক্ষন করা
হয়েছে। ছাত্ররা কোটা আন্দলন করেছে
সরকার তাদের ছবি দেখে চিহ্নিত করে
সায়েস্তা করবে। সরকারের হাতে কোটার
নীতিনির্ধারকতায় চলবে। আমরা ভ্যাট দেই
আয়কর দেই সরকার সেসব টাকার মালিক।
ছাত্ররা সরকারী টাকায় খায় পড়াশুনা করে
তাই তাদের ছবি সংরক্ষন করা হয়েছে।
এখন এসব আন্দলনরত ছাত্রদের কি হয়
সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫২
মনযূরুল হক বলেছেন: কী আর হবে? অপেক্ষা করেন । তাদের ছবি দেখে দেখে চাকরি থেকে বাদ দেওয়া হবে, সেইখানে কোটার লোকদের বসানো হবে, ব্যস.. উপযুক্ত শিক্ষা পাবে জাতি..।
৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা একটা নিরব বিপ্লবের অপেক্ষায়....
০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৪৫
মনযূরুল হক বলেছেন: রাজনৈতিক বিপ্লব নীরবে হয় না, নীরবে হয় স্বপ্ন-বিপ্লব..
৬| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছাত্ররা কোটা সংস্কার চাইলো, তিনি করলেন বাতিল। তিনার বাতিল করার প্রক্রিয়া দেখেই সন্দেহ হয়েছিলো, ইস্যু জিতিয়ে চেষ্টা করছেন।
নোংরামি, বিবেকহীনতার একটা সীমা থাকা দরকার। শুধু তারেক, খালেদা আর জামাত জামাত বিদ্বেষী মনোভবই - দেশপ্রেমিক প্রমাণের মূলতত্ত্ব নয়।
০৩ রা মে, ২০১৮ দুপুর ২:০৮
মনযূরুল হক বলেছেন: শুধু তারেক, খালেদা আর জামাত জামাত বিদ্বেষী মনোভবই - দেশপ্রেমিক প্রমাণের মূলতত্ত্ব নয়। এইটা পছন্দ হইছে..
৭| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৫২
আল ইফরান বলেছেন: শেখ হাসিনা এইটা ভুলে গেছেন যে ওনার বেতনটাও আমার ট্যাক্সের টাকা থেকেই আসে।
প্রতিটা কথার মধ্যে অহংকারের ছাপ স্পস্ট, আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না।
০৩ রা মে, ২০১৮ দুপুর ২:০৯
মনযূরুল হক বলেছেন: আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না এই ভাবে বইলেন না, তিনি আপনার থেকে বড় বুজুর্গ
৮| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো, সামনে হরতালের সময়, মিছিলে গিয়ে, ভাঙচুর করে, আপনিই পারেন আমাদের এই বিল্পব সফল করতে।
আসলে সবাই বিল্পবের ভাষা বুজতে পারে না।
এই সময়ে আমরা সবাই নিরবে বিপ্লবী হতে পারি, কিন্তু ক'জন আপনার মতো, রণযুদ্ধে নামবে- বলতে পারেন।
--------------------
আমার যুক্তি সুবিধার না, আপনাকে সমর্থন।
০৩ রা মে, ২০১৮ দুপুর ২:১০
মনযূরুল হক বলেছেন: ভাঙচুর-রক্তপাত ছাড়াও বিপ্লব সম্ভব, কিন্তু নীরবে না..
৯| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:০০
আখেনাটেন বলেছেন: কী দাম্ভিক উক্তি!! ক্ষমতার দম্ভ বিবেচনাবোধকে লোপ করে দিয়েছে। দেশকে নিজের বাপ-দাদার তালুক মনে করছে। মনে হচ্ছে ছাত্ররা, জনগণেরা উনাদের কেনা গোলাম। অাপসোস।
ইনাদের পেছনেই আমরা যুগের পর যুগ...।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৭
মনযূরুল হক বলেছেন: যুগের পর যুগ নম নম করছি..
১০| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: মাথা কাজ করছে না। তাই মন্তব্য করলাম না।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৩০
মনযূরুল হক বলেছেন: কাজ করার কোনো প্রয়োজন নেই, চুপ থাকেন তা-ই ভালো..
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১৯
তারেক_মাহমুদ বলেছেন: আমি শুনেছি কথাগুলো, কথাগুলোর মধ্যে ক্ষমতার দম্ভ রয়েছে। অহংকার দম্ভ পতনের মুল।