নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান › বিস্তারিত পোস্টঃ

ডক্টর কি ডাকতর নাকি??

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৯

এমবিবিএস বা বিডিএস পাশ করার পরেই সবাই ডক্টর লেখা শুরু করে। আবার পিএইচডি সম্পন্ন করার পরেও সবাই ডক্টর লেখে। ইংরেজি বানান একইরকম। উচ্চারনে আমরা চিকিৎসককে ডাক্তার বলি আর পিএইচডিধারীকে ডক্টর বলি। তারপরেও সমস্যা থেকেই যায়। এটা নিয়েই আজকের গল্প।



ডক্টর শব্দের ব্যবহার এত বেড়ে গেছে যে, এটা নিয়ে প্রায়ই বিপদে পড়তে হয় অনেককে। বিশেষ করে নামের আগে ড. লেখা থাকলে ডাক্তারও বুঝায় আবার ডক্টরও বুঝায়। যারা পড়ালেখা জানে তারাও বিভ্রান্তিতে পড়ে যায়। বাংলায় শুধু ড. লেখা থাকলে কী যে বিপদ! ইংরেজিতে Dr. এরূপ উল্লেখ থাকলে শিক্ষিত মানুষেরই যেখানে বুঝতে আদিঅন্ত উদ্ধার করতে হয় তখন একজন অশিক্ষিত মানুষের কী অবস্থা হয় সেটা সহজেই অনুমেয়।



একবার পুরান ঢাকার একজন আধাশিক্ষিত ও একজন অশিক্ষিত মানুষ কথা বলছিল। তাদের বিষয় ছিল ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? উনি কিসের ডাক্তার? উল্লেখ করা প্রয়োজন একদা পুরান ঢাকার বিখ্যাত জিনিস ছিল দুটি। একটি নবাবদের আহসান মঞ্জিল আর অন্যটি বেগমবাজারের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। তো আলোচনারত অশিক্ষিত ব্যক্তিটির বদ্ধমুল ধারনা ছিল ডঃ শহীদুল্লাহ একজন ডাক্তার মানে চিকিৎসক। এরূপ যার ধারনা উপরন্তু সে যদি হয় অশিক্ষিত তখন তাঁকে বুঝানো সত্যিই দুঃসাধ্য কাজ!

তবে এই বিষয়ের সমাধানে আধাশিক্ষিত ও অশিক্ষিত দুজনের আলাপচারিতা নিন্মরুপঃ

আধাশিক্ষিতঃ ডাকতর শহীদুল্লাহ ডাকতর; মাগার বিমারের ডাকতর না।

অশিক্ষিতঃ তয় কিসের ডাকতর?

আধাশিক্ষিতঃ উনি বিমারের ডাকতর না। আমি জানি। কারন, একবার আমাদের পাড়ার ফ্যাতনার মা'র ডেলিভারি পেইন উঠছিল মাসকয়েক আগে। অবস্থা বেগতিক দেখে ফ্যাতনার খালু বেগমবাজারে শহীদুল্লাহ সাহেবের বাড়ির নেমপ্লেটে 'ড.' শব্দটা দেখে বাড়িতে ঢুকে কাঁদতে শুরু করেছিল মরনাপন্ন রোগীকে বাঁচানোর জন্য। সব শুনে শহীদুল্লাহ সাহেব মাথা নেড়ে বলেছিলেন- 'অ্যাঁ, বুঝলে, অ্যাঁ, আমি ঐ ডাক্তার না, বুঝলে... '

অশিক্ষিতঃ বুঝলাম তিনি বিমারের ডাকতর না। তয় কিসের?

আধাশিক্ষিতঃ লফজের ডাকতর, লফজের। মানে ভাসার ডাকতর। ঐ যে রাষ্ট্রভাষা বাংলা চাই, ঐ ভাসার ডাকতর, বুঝসস?

অশিক্ষিতঃ ভাসাতো বুঝলাম, মাগার ভাসার ডাকতর ব্যাপারডা কী?

আধাশিক্ষিতঃ হোন তয়। আমাগো পাড়ার ঐ যে ফ্যাতনা আছেনা? ঐ ফ্যাতনা যে ইস্কুলে পড়ে, হেই ইস্কুলে যে মাষ্টার আছেনা?

অশিক্ষিতঃ আছে

আধাশিক্ষিতঃ ঐ মাষ্টারের যে মাষ্টার আছেনা?

অশিক্ষিতঃ হ আছে

আধাশিক্ষিতঃ এই মাষ্টারের যে মাষ্টার আছে

অশিক্ষিতঃ হুহ?

আধাশিক্ষিতঃ তাঁর যে মাষ্টার?

অশিক্ষিতঃ হুম

আধাশিক্ষিতঃ এইবার এমনি কইরা পঞ্চাশ তলায় উইঠা যা। যারে পাইবি, হেই অইল ডাকতর শহীদুল্লাহ।

অশিক্ষিতঃ ওরে বাবা!! এইবার বুঝছি।

আধাশিক্ষিতঃ হ এইডাই হইল ডাকতর শহীদুল্লাহ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৪

আকিব হোসেন বলেছেন: বাংলায় ফিজিশিয়ান বোঝাতে সবাই ডা: লিখেন

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৩

মিলন পাঠান বলেছেন: হুম। কিন্তু ইংরেজি বানানে সমস্যা। তাছাড়া যারা এটা নিয়ে বুঝাবুঝি করেছে তাঁদের কথা ভেবে দেখুন কী অবস্থা!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২০

রাফাত নুর বলেছেন: :D

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৩

মিলন পাঠান বলেছেন: ;) ;)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৪

রাখালছেলে বলেছেন: হুম ....ডাকতর আর ডক্টর প‌্যাচ লাগছে । ডক্টর শেখ হাসিনা কি ডাকতর না ডাকাত .../

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৪

মিলন পাঠান বলেছেন: ব্যাফুক প্যাঁচ।

আপনিও কিন্তু লেখতে পারেন :-0

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২০

রেজা রাজকুমার বলেছেন: ........ এইবার এমনি কইরা পঞ্চাশ তলায় উইঠা যা। যারে পাইবি, হেই অইল ডাকতর শহীদুল্লাহ।
মজা পাইসি। :P :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৪

মিলন পাঠান বলেছেন: :) :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৪

দিগন্ত নীল বলেছেন: মজাপাইলাম ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৫

মিলন পাঠান বলেছেন: :) :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৪

নিঃসঙ্গ গাংচিল বলেছেন: ব্যাপক মজাক পাইলেম.।।। =p~ =p~ =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৫

মিলন পাঠান বলেছেন: :) :)

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৯

হিবিজিবি বলেছেন: চমৎকার লিখছেন! ব্যাপক মজা পাইলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১১

মিলন পাঠান বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.