![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদ কাছে আসে না, আকাশে ভাসতে থাকে। চাঁদ আর চাঁদের দেশটা কেমন এ নিয়ে মানুষের অনেক কৌতূহল।দূর থেকে চাঁদকে আমরা ডাকি। চাঁদ আমাদের কাছে আসে না কিন্তু মানুষ চাঁদে গিয়েছিল।তারা হল আমেরিকার 'নীল অর্ামস্ট্র,'মাইকেল কলিনস,'এডুইন অলড্রিন জুনিয়ার'। তাদের মধ্যে বাংলাদেশের 'মেমন ইসলাম'একজন। 2006 সালের 7 জুন অ্যাপোলো-12তে করে চাঁদের পথে পাড়ি দেই। মহাকাশে প্রায় 2 লক্ষ 39 হাজার মাইল পথ পাড়ি দিয়ে 12 জুন রাত 11টা 41মিনিট 33 সেগেন্ডে চাঁদে পা রাখি। কি সুন্দর। প্রায় 2/3 ঘন্টা থেকে আমি দেশের পথে রওনা দেই।চাঁদ থেক আমি নুড়ি,পাথর,বালি ও অনেক ছবি তুলি।যাওয়ার পথে আমি ইংলিশ গান শুনলিছা ম ও'Walk in the clouds'' বইটা পড়তে ছিলাম। হঠাৎ করে আমমুবলে উঠে,'মেমন তাড়াতাড়ি ওঠে সাড়ে নয়টা বাজে '। মিস হয়ে গেল আমার সপ্নটা ।এত সুন্দর সপ্নকি বারবার আসে।যাহোক ,আমার কাছে এসেছে তো........ অবশেষে চাঁদ দেখা হলো আমার............. শুধুই সপ্নে.............................
২| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৩৪
অতিথি বলেছেন: শুধু কি চাঁদের দেশ ???
আরো কত জায়গায় ঘুরে আসি
৩| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৯:২০
অতিথি বলেছেন: অভিনন্দন।
আমি স্বপ্নটপ্ন দেখি না। যা দিনকাল পড়েছে।
৪| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৯:২৯
অতিথি বলেছেন: স্বপ্ন দেখার মজাই আলাদা।
আমি আবার স্বপ্ন দেখি............
৫| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৩১
অতিথি বলেছেন: স্বপ্ন দেখা তো দোষের কিছু না............
৬| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৩৬
অতিথি বলেছেন: হাহাহাহা... ভালো স্বপ্ন...
৭| ২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৫০
অতিথি বলেছেন: হাহাহাহা...হতো হবে না।
৮| ২৮ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:০৩
এফ আই দীপু বলেছেন: ভাই একবার সুর্যের দেশ থেকে ঘুরে আসুন না।
হা হা হা ......
৯| ২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৫২
ত মা ল বলেছেন: চাদের দেশে মেঘের গান !! আজিব !!
১০| ২৮ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৫০
অতিথি বলেছেন: দীপু,
সুর্যের দেশে যাওয়া মানে আমি শেষ।
তবে যেতে পারি শুধুই স্বপ্নে।
১১| ২৮ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৫৫
অতিথি বলেছেন: তমাল মামা,
চাঁদের দেশে যে চাঁদের গান শুনতে হবে এইটা কোন কথা নেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৩২
সাদিয়া বলেছেন: ভালই স্বপ্নে স্বপ্নে চাদেঁর দেশটা পর্যন্ত ঘুরে আসলে????