নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী

শেখ মেসবাহউদ্দিন আহমেদ

ভীড়ের মধ্যেও আমি একা।

শেখ মেসবাহউদ্দিন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আবিষ্কারের আগেই যারা জানতেন

০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৫

দুনিয়া কাঁপানো যে সব প্রযুক্তি গোটা বিশ্বকে এনেছে হাতের মুঠোয়, আলোড়িত অনেক ঐতিহাসিক ঘটনা যা মানুষের কল্পনার অতীত ছিল, এমন কিছু বিষয় কয়েকজন মনীষী তাদের লেখনী বা কল্পনাতে তুলে এনেছিলেন সৃষ্টির বহু পূর্বে। সংক্ষিপ্ত আকারে সেগুলোর কয়েকটি এখানে তুলে ধরছি। পাঠকদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, তথ্যসমূহ রিডার্স ডাইজেস্ট এর মে ২০১৪ সংস্করণ থেকে পাওয়া।



ইন্টারনেট : অসংখ্য টেলিফোন লাইনকে এক নেটওয়ার্কের আওতায় এনে সারা পৃথিবীতে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে উনবিংশ শতাব্দীতে পরীক্ষামূলক কাজে ব্যবহার্য উদ্ভাবিত ইলেকট্রনিক্স ডিভাইস Telectroscope এর ধারণার উপর ভিত্তি করে মার্ক টোয়েন ১৯০৪ সালে প্রকাশিত তার London Times নামক ছোট গল্পে ইন্টারনেট প্রযুক্তির থারণা প্রদান করেন।



চাঁদে অবতরণ : বিখ্যাত ফরাসী কল্প-বিজ্ঞান লেখক জুল ভার্ণ ১৮৬৫ সালে প্রকাশিত “From the Earth to the Moon” এবং “Around the Moon” বইয়ে যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা হতে কলম্বিয়াড নামক একটি স্পেসশিপ এর চাঁদে অবতরণ এবং ফিরতি পথে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার বিষয় বর্ণনা দিয়েছেন। প্রায় একশত বছর পর নাসা 1968 সালে কলম্বিয়া নামক একটি নভোযান চাঁদে প্রেরণ করে।



ফ্ল্যাট স্ক্রীন টিভি : ফ্ল্যাট স্ক্রীন টিভি’র সর্বপ্রথম বাজারজাতকরণ করা হয় 1997 সালে। কিন্তু এর বহু পূর্বে ১৯৫৩ সালে কল্প-বিজ্ঞান লেখক খ্যাত রে ব্রাডবুরি তাঁর ফারেনহাইট ৪৫১ উপন্যাসে মিলডার্ড চরিত্রের মাধ্যমে ফ্ল্যাট স্ক্রীন টিভি’র ধারণা তুলে ধরেন।



টেলিভিশন : যুক্তরাষ্ট্রের রেল বিভাগে কর্মরত একজন পুর প্রকৌশলী জন এলফ্রেত ওয়াটকিনস ডিসেম্বর ১৯০০ সালে প্রকাশিত Ladies Home Journal এ প্রকাশিত একটি নিবন্ধে টেলিভিশন সম্পর্কিত তাঁর ধারণা প্রতাশ করেন। নিবন্ধটিতে তিনি উল্লেখ করেন “ These prophecies will seem strange, almost impossible.------------------Man will see around the world. Persons of all kind will be brought within focus of cameras connected electronically with screens of opposite ends of circuits, thousands of miles at a span.” এর প্রায় ২৫ বছর পর লন্ডনে জন বেয়ার্ড লগি সর্বপ্রথম টেলিভিশনে ছবি সম্প্রচারে সফল হন।



ওয়াটকিনস আরও যেসব প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে ধারণা প্রদান করেন তা হল : ডিজিটাল কালার ফটোগ্রাফি, দ্রুতগামী ট্রেন, সামরিক ট্যাঙ্ক, গ্রীণহাউজে বিদ্যুতের ব্যবহার, এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাফী ইত্যাদি।



ব্লু-টুথ : ১৯৯৪ সালে ব্লু-টুথ আবিস্কারের পূর্বেই 1966 সালে Star Trek (Starship Enterprise) এর ক্রুগণ জাহাজ থেকে ব্লু-টুথ সদৃশ একটি ইয়ারপিস এর মাধ্যমে বার্তা প্রেরণ ও গ্রহণ করতে সক্ষম হন।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৪

সত্য৭৮৬ বলেছেন: ভাল পোষ্ট :) :) ধন্যবাদ

২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:১১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম..............



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২১

শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.