![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত!!!!!২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে । ইশরাক অভিযোগ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন একজন মেয়র প্রার্থী। ইশরাক হোসেনের নির্বাচনী কর্মী, এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। ইশরাক হোসেনের পোস্টার ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের সদস্যরা। তাঁর নির্বাচনী প্রচারে ব্যবহৃত মাইক ভাঙচুর করা হয়। এ নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি। সুত্র ঃ যুগান্তর
২০২০ সালে নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছিল , তাতে ফজলে নুর তাপসকে এক নাম্বার ও ইশরাক হোসেনকে দ্বীতিয় দেখানো হয়েছিল। সুত্র ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০ ( উইকিপিডিয়া )
আওয়ামিলীগের সব কয়টা বিতর্কিত ইলেকশন তথ্য প্রমানের ভিত্তিতে আদালত অবৈ্ধ ঘোষনা করতে পারে । কিন্তু আওয়ামিলীগের পতনের পর আদালত কোন আইনের বলে একটা বিতর্কিত ইলেকশনের ফলাফল বদল করার ক্ষমতা রাখে? আদালতের এই ঘোষনাতো খুবই ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তারা আইন কানুনের কোন তোয়াক্কাই করছে না। তাদের ইচ্ছেমত নির্বাচনী ফলাফল পরিবর্তন করে রায় ঘোষনা করছে !! এরপরেতো ২০১৮ সালের মিডনাইট ইলেকশনের ফলাফল পরিবর্তন করে বিএনপিকেও জয়ী ঘোষনা করে রায় দিয়ে ফেলতে পারে।
এনসিপির ছাত্রনেতা উদ্দেশ্যে বলতে চাই যে, অনুদানের টাকায় ইফতার পার্টি ,গাড়ী নিয়া শো দাউন বাদ দিয়া জনগনের কন্ঠস্বর হয়ে উঠুন। আমরা জানি যে এনসিপির আখতার হোসেন ও মাফফুজুল আলম ঢাবির আইন বিভাগ থেকে পাশ করা আইনজীবি। স্বৈরাচারের পতনের পরেও যদি আদালত এখনও রাজনৈ্তিক দলের ইঙ্গিতে চলা আজ্ঞাবহ দাস হয়ে থাকে , তবে তার বিরুদ্ধে জোড়ালো আওয়াজ তুলুন। মানুষের অনেক আশা ভরসা আপনাদের উপড়। মানুষের আস্থার জায়গাটা মূল্যায়ন করতে শিখুন।
২| ২৭ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ কুতুব বলেছেন:
৬ আগস্ট ২০২৪ আমি জেল থেকে ছাড়া পাই। ৭ আগস্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক Ehasan Mahamud মাহমুদ আমার বাসায় আসে। আমরা স্কুল জীবনের ক্লাসমেট হলেও এহসান আমাকে ভাই বলেই ডাকে।
আমার বাসার থার্ড বেডরুমে বসে বসে দুই জন অনেক কথা হচ্ছিল। এহসান সে সময়ে উপদেষ্টা নাহিদ আর আসিফকে এসকর্ট দিচ্ছিলো। বিএনপির পক্ষ থেকে এই দুজনের উপদেষ্টা হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব ছিলো।
কিন্তু এহসান জানায় আরো চমকপ্রদ তথ্য, এরা দুজন বর্তমান উপদেষ্টা পরিষদে থাকার পাশাপাশি ভবিষ্যতে বিএনপির নেতৃত্বাধীন সরকারেও এরা থাকতে চায়। আমি জানতে চাইলাম সেটা কীভাবে? বললো, তারা থাকতে চাইছে। এই নিউজ এহসান মির্জা ফকরুলকে জানালে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তাহলে তাদের রাজনৈতিক দল গঠন করতে বলো। উল্লেখ্য এহসান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্নেহধন্য একজন সাংবাদিক। বিএনপির গবেষণা সেলের অনেক বিষয়ে লেখালেখি করেন কিন্তু রাজনীতির প্রতি তার কোন আগ্রহ নেই। একই কথা, আমারো রাজনীতির প্রতি কোন আগ্রহ নেই।
বাসায় বসে সেদিন ক্ষমতার ভাগাভাগি নিয়ে এই নিউজ শোনার পর আমি কিছুটা অনুমান করেছিলাম যে, ২৪ এর আন্দোলনের ফসল সবাই ঘরে তুলতে পারবে না তবে কেউ কেউ চরম ক্ষতিগ্রস্ত হবেন।
এহসান ৩ দিন তাদেরকে ঢাকার একটি বা একাধিক বাসায় রাখেন। মোট কথা পরিচর্যা করেন।
এভাবেই হচ্ছে সব! আপনি আমি কাইজ্যা করছি শুধু শুধু !
২৭ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৪
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামী লীগের বিগত ১৫-১৬ বছরের শাসনামলে যাঁরা নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাঁরা গত বছরের ৫ আগস্ট অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আর যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ, তারা হয়তো সব সময় স্বাধীন ছিল। আগের আমলে ছিল, এখনো আছে। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না; তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা।
@ সৈয়দ কুতুব , নাহিদের আজকের মন্তব্য আপনার কমেন্টের সাথে যায় না
৩| ২৭ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আদালতের অনেক রায় প্রশ্নবিদ্ধ ! বিএনপির কিছু সাজাপ্রাপ্ত নেতা + কিছু চরমপন্থীর মুক্তির ব্যাপারে সরকারের আরো সতর্ক থাকা উচিত ছিলো।
২৭ শে মার্চ, ২০২৫ রাত ৮:১৫
মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি পন্থী আইনজীবিদের দখলে এখন আদালত। কোন এক সকালে উঠে শুনব যে, বিএনপি ক্ষমতাসীন দল। আদালত তাদের ২০১৮ সালের নির্বাচনে জয়ী ঘোশনা করেছে !!
৪| ২৭ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৫
কলমনাই বলেছেন: @ঢাবিয়ান @মেঠোপথ২৩
তুমি বিম্পির আন্ডারপেন্ট পইরা
অত দিন কইছ তুমি বিম্পি সাপুট কর
অহন দেখাতাছি তুমি জামাতের খাছ লুক
সরাসারি জান্নাতি শিবির
@ঢাবিয়ান @মেঠোপথ২৩
২৮ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
মেঠোপথ২৩ বলেছেন: কয় নাম্বার নিক ? @ আর ইউ/ জনারন্যে একজন / মুল নিক কে সবাই জানে
৫| ২৭ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪৪
আদিত্য ০১ বলেছেন: আচ্ছা কোনভাবে আদালতে মাধ্যমে তারেককে প্রধান মন্ত্রি, শফিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি, পিনাকিকে রাষ্ট্রপতি, ইল্লুকে মন্ত্রি ঘোষনা করা যায় না? এরা এই রাত দিন খাটছে তাদের তো দরকার
২৮ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
মেঠোপথ২৩ বলেছেন: সেরকম কিছু দেখলেও অবাক হবার কিছু নাই। ক্ষমতার জন্য পাগল হয়ে উঠেছে এরা। এদের কিছু মেডিসিন দেয়া দরকার।
৬| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১২:০৭
কলমনাই বলেছেন: @ঢাবিয়ান @মেঠোপথ২৩
বিম্পি ক্ষেমতায় গেলে
তুমি খুশি অইবার কতা
কিন্তু তুমি খুশি না
কেলা?
তুমি জামাতের খাছ আদমি
@ঢাবিয়ান
বিম্পির আন্ডারপেন্ট
পইরা তুশি ভেক ধরছ
তুমি বিম্পি কর
মাগার তুমি
এক লম্বর জামাতি খাছ আদমি
@মেঠোপথ২৩
৭| ২৮ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমান সরকার আগের সরকারের সবকিছুই বদলিয়ে উল্টোটা করে দিচ্ছে।
কেবলমাত্র বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলার রায়টাকে বদলায়নি।
আর বদলায়নি বিমানবন্দরের নাম।
তবে এখনো অক্ষত আছে বঙ্গভবনের নাম।
আর অক্ষত আছে বঙ্গবাজারের নাম।
আশা করতে পারি খুব তাড়াতাড়ি এগুলোকেও পরিবর্তন করে দেবে।
২০১৮ সালে নির্বাচনে বিএনপি'র যে সকল প্রার্থী অংশ নিয়েছিলেন তাদেরকে আদালত বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করবে।
৮| ২৮ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে- আদালত চাইলে এখন ২০১৮ সালের নির্বাচনে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তাদেরকে বিজয়ী ঘোষণা করতে পারে। এতে করে বিএনপি অচিরেই সরকার গঠন করতে পারে। নতুন করে আর নির্বাচন করার দরকার পরবে না।
বিষয়টি নিয়ে জ্ঞানীরা ভেবে দেখতে পারেন।
৯| ২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
চেংগিস খান বলেছেন:
এক ডাকাতের যায়গায় অন্য ডাকাত আসছে; খোকার ছেলে খোকা থেকেও বড় ডাকাত।