![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উনার বয়স প্রায় আশি বছর । এয়ার এম্বুলেন্সে করে লন্ডনে গেছেন চিকিৎসা করাতে। যাক সেই সব খরচের টাকার উৎস জানতে চাচ্ছি না। মির্জা ফখরুল বলেছেন যে , দক্ষিন এশিয়ায় নাকি এসব প্রশ্ন করাটা ঠিক নয়!
আজকে খবরে এসেছে যে, এয়ার অ্যাম্বুলেন্সে করে রোববার খালেদা জিয়া দেশে আসছেন। কিন্ত কথা হচ্ছে একজন বৃদ্ধা জটিল রোগীর উন্নত চিকিৎসা বন্ধ করে অকস্মাৎ এয়ার এম্বুলেন্সে করে দেশে পাঠানোর রহস্য কি ? খালেদা জিয়া কি স্বেচ্ছায় ফিরছেন নাকি জোড়পুর্বক পাঠানো হচ্ছে ? তারেক রহমান অনলাইনে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন আমরা দেখছি।যদিও এখন বিশ্বব্যপী কোন মহামারি চলছে না। কিন্তু তারপরেও অনলাইনেই তিনি রাজনৈ্তিক দল পরিচালনা করছেন!! বিএনপি যেহেতু ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে , তাহলে তাদের ভবিষ্যত প্রধানমন্ত্রী ওয়ার্ক ফ্রম হোম ক্ষান্ত দিয়ে দেশে আসছেন না কেন? এ কেমন ধারার রাজনীতিবিদ? নাকি উনার মতলব অন্তবর্তী সরকারকে চাপ দিয়ে নির্বাচন দেয়ার ব্যবস্থা করে মাকে নির্বাচনে দাড় করিয়ে দেয়া ? এরপর নির্বাচনে পাশ করলে তিনি বীরের বেশে দেশে ফিরবেন এবং বিএনপি নেতারা স্বতঃস্ফুর্তভাবে উনাকে বিনা ইলেকশনেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবেন! কারন আওয়ামিলীগের মত বিএনপিও বিনা ভোটের ইলেকশনে বিশ্বাষী । নতুন মেয়র ইশরাক অবৈ্ধ ইলেকশনের বৈ্ধ মেয়র নির্বাচিত হয়েছে আদালতের রায়ের মাধ্যমে! সুতরাং সামনেও বিএনপির অনুগত আদালত প্রধানমন্ত্রীর বিষয়েও নতুন রায় জারী করে দিলেই হবে!
সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!!!! কি বিচিত্র এই দেশের আইন আদালত!! ডক্টর ইউনুস এই বিচিত্র আইন আদালত, পুলিশ, প্রসাষনের সংস্কারের কথা বললেই তাই বিএনপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠে!!
০২ রা মে, ২০২৫ রাত ১০:২০
মেঠোপথ২৩ বলেছেন: পোস্ট পছন্দ হয়েছে ?
২| ০২ রা মে, ২০২৫ রাত ১০:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার আসনে এনসিপি প্রার্থী দিয়েছে?
০৩ রা মে, ২০২৫ রাত ৮:১৭
মেঠোপথ২৩ বলেছেন: আমিতো ভাই জনগন। আমরা ইলেকশনে দাড়াই না। বর্তমানে আমরা ইলেকশন চাচ্ছি না। ডক্টর ইউনুসকে জুলাই বিপ্লবের প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষমতায় রাখতে চাচ্ছি অন্তত পাঁচ বছর ।
৩| ০৩ রা মে, ২০২৫ ভোর ৬:৫১
কামাল১৮ বলেছেন: ইউনুস নিজেই অবৈধ সরকার।ইউনুসের সংস্কারও অবৈধ।
৪| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: আচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২৫ রাত ১০:১৮
যামিনী সুধা বলেছেন:
আপনার পোষ্ট পড়লে সিন্গারা ও চা স্বাদ লাগে!