![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচিত হোক কিংবা অপরিচিত- 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ: তার দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে। কিন্তূ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি- কাকে শ্রদ্ধা দেখানো হবে, কতটুকু দেখানো হবে- তা নির্ভর করে, ঐ ব্যাক্তির সামাজিক অবস্হান ( সেকি ডিসি এস পি নাকি রিকসা চালক), তার বিত্ত বৈভব (ধনী কিবা গরীব), তার রাজনৈতিক রঙ ( আওয়ামী লীগ/ বি এন পি/ জামাত), এমনি তার ধর্ম চিন্তার ওপর ( নাস্তিক/ আস্তিক)।
তাইতো দেখি, ব্লগার রাজীব খুন হওয়ার পর, জামাতীদের কট্রর অংশ বলে উঠে: শালার একটা নাস্তিক বিদায় হইছ। আবার কক্সবাজারে পুলিশের গুলিতে তিনজন মারা গেলে, আওয়ামী লীগ বা বাম দলীয় সদস্যদের কট্রর অংশ বলে উঠে: জামাতীদের এভাবেই গুলি করে মারা উচিত।
সভ্যতার পথ ধরে বহুদুর যেতে হলে- এই বিপদজনক প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাই কে। 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
মেট্রো মেঘ বলেছেন: ভ্রাতার প্রোফাইল পিক খানা তো সেই রকম দেখাচ্ছে!! আমি আছি এইতো বেশ.।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট দুইবার এসেছে ভ্রাতা । কেমন আছেন ?