নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ-মেঘনা বিস্তৃত তিয়াশা

মেট্রো মেঘ

পরাবাস্তব চশমায় খু্ঁজে ফিরি জীবনের রঙ

মেট্রো মেঘ › বিস্তারিত পোস্টঃ

সমস্যার মূল কোথায়, বুঝতে পারছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

পরিচিত হোক কিংবা অপরিচিত- 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ: তার দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে। কিন্তূ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি- কাকে শ্রদ্ধা দেখানো হবে, কতটুকু দেখানো হবে- তা নির্ভর করে, ঐ ব্যাক্তির সামাজিক অবস্হান ( সেকি ডিসি এস পি নাকি রিকসা চালক), তার বিত্ত বৈভব (ধনী কিবা গরীব), তার রাজনৈতিক রঙ ( আওয়ামী লীগ/ বি এন পি/ জামাত), এমনি তার ধর্ম চিন্তার ওপর ( নাস্তিক/ আস্তিক)।



তাইতো দেখি, ব্লগার রাজীব খুন হওয়ার পর, জামাতীদের কট্রর অংশ বলে উঠে: শালার একটা নাস্তিক বিদায় হইছ। আবার কক্সবাজারে পুলিশের গুলিতে তিনজন মারা গেলে, আওয়ামী লীগ বা বাম দলীয় সদস্যদের কট্রর অংশ বলে উঠে: জামাতীদের এভাবেই গুলি করে মারা উচিত।



সভ্যতার পথ ধরে বহুদুর যেতে হলে- এই বিপদজনক প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাই কে। 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ।পরিচিত হোক কিংবা অপরিচিত- 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ: তার দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে। কিন্তূ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি- কাকে শ্রদ্ধা দেখানো হবে, কতটুকু দেখানো হবে- তা নির্ভর করে, ঐ ব্যাক্তির সামাজিক অবস্হান ( সেকি ডিসি এস পি নাকি রিকসা চালক), তার বিত্ত বৈভব (ধনী কিবা গরীব), তার রাজনৈতিক রঙ ( আওয়ামী লীগ/ বি এন পি/ জামাত), এমনি তার ধর্ম চিন্তার ওপর ( নাস্তিক/ আস্তিক)।



তাইতো দেখি, ব্লগার রাজীব খুন হওয়ার পর, জামাতীদের কট্রর অংশ বলে উঠে: শালার একটা নাস্তিক বিদায় হইছ। আবার কক্সবাজারে পুলিশের গুলিতে তিনজন মারা গেলে, আওয়ামী লীগ বা বাম দলীয় সদস্যদের কট্রর অংশ বলে উঠে: জামাতীদের এভাবেই গুলি করে মারা উচিত।



সভ্যতার পথ ধরে বহুদুর যেতে হলে- এই বিপদজনক প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাই কে। 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

পথহারা সৈকত বলেছেন: সভ্যতার পথ ধরে বহুদুর যেতে হলে- এই বিপদজনক প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাই কে। 'মানুষ' কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে শুধু এই কারনে যে- সে একজন মানুষ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মেট্রো মেঘ বলেছেন: ধন্যবাদ,
সৈকত

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: বিপ্লবী জনতা , আপনাদেরকে বলিঃ

* নিজ নিজ একালায় জামাত শিবিরের লিস্ট করুন । তাদের সামাজিকভাবে বয়কট করুন । প্রয়োজনে প্রতিহত করুন । সেই লিস্ট স্থানীয় পুলিশের হাতে দিন ।

* নিজ নিজ এলাকায় জামাত শিবির বিরোধী বাঁশ ও লাঠির ক্লাব , সংগঠন গড়ে তুলুন । চাইলে গনধোলাই দিন । কিন্তু মেরে ফেলবেন না আবার ! পুলিশে সোপর্দ করুন ।

* দোকান মালিক ও ব্যাবসায়ীরা ভাইরা , চিহ্নিত জামাত শিবিরের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিন । তাদের সাথে সকল প্রকার ব্যাবসায়িক লেনদেন বন্ধ রাখুন ।


আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও বলিঃ

ভুলে যাবেন না , আজকে যে আন্দোলন হচ্ছে , তার জন্য প্রকারান্তে আপনারাই কিন্তু দায়ী । আপনারা ক্ষমতায় আছেন , আপনারা সরকার – নিয়ন্ত্রণ করেন সমগ্র বাংলাদেশ , সেখানে এরকম একটা হটকারী সিদ্ধান্ত হল , সেটার দায় কি আপনাদের না ? এতো কিছু হয়ে যাচ্ছে , জনগণ আপনার সাথে আছে , তারপরেও যদি আপনি ও আপনার প্রশাসন ত্বরিত ব্যাবস্থা নিতে ইতস্তত করে , তাহলে বুঝতে হবে আপনাদের মাঝেই ঘোল রয়ে গেছে । এখনও সময় আছে । সময় থাকতে থাকতে জামাত শিবিরের বিরুদ্ধে জনগনের রায়ে সাড়া দিয়ে অতি সত্বর কঠিন পদক্ষেপ নিবেন আশা করি ।

আর , শাহবাগ , প্রজম চত্বর , তোমাকে বলিঃ

অনেক হয়েছে । শাহবাগ থেকে আল্টিমাটাম চাই । আল্টিমেটাম দেওয়ার সময় হয়ে গেছে । আর কোন বিপ্লবী ভাইয়ের লাশ দেখতে চাই না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.