নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ-মেঘনা বিস্তৃত তিয়াশা

মেট্রো মেঘ

পরাবাস্তব চশমায় খু্ঁজে ফিরি জীবনের রঙ

মেট্রো মেঘ › বিস্তারিত পোস্টঃ

সুস্হ চিন্তাকে -'হ্যা' বিকৃত রুচিকে - 'না'

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

কথা পরিষ্কার। বাংলাদেশ যেমনি আমার প্রিয় স্বদেশ, ইসলাম তেমনি আমার ধর্ম। আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে অবস্হান নেন (সেটা ১৯৭১ এ হোক আর ২০১৩ তে হোক), মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি হব উচ্চকন্ঠ প্রতিবাদী মশাল। সমচেতনভাবে, আপনি যদি যুক্তি বিশ্লেষনের ধার না ধেরে, অশ্লীল উপায়ে ইসলামকে আক্রমন করেন - আমি ও ছেড়ে কথা বলব না।



আপনি নাস্তিক - বেশ তো, হোন না; আমি তাতে ক্ষুন্ন হবো না- কারন সেটা আপনার ব্যাক্তিগত চয়েস। যুক্তি দিয়ে, জ্ঞান গর্ভ আলোচনায় ধর্মের বিরুদ্ধে মসী ঘোরান -সেটা ও মেনে নিচ্ছি। কিন্তূ, যুক্তি বিশ্লেষনের বালাই নাই, জ্ঞানের কথা নাই, শুধুই হিস্টিরিয়াগ্রস্ত মানসিক রোগীর মত, অশ্লীল আর বিকৃত লেখনীতে ধর্মকে আঘাত করবেন - তা হবে না।



ব্লগার রাজীবের কিছু পুরানো পোস্ট পড়ছিলাম কৌতুহলবশত। বিষ্ঠার পন্কে সাঁতার কাটতে পারলাম না বেশিক্ষন; ফিরে এলাম।

রাজীব, আপনাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেই বলছি : দুঃখিত। আপনার জন্য সামান্যতম 'সম্মানবোধ' ও অবশিষ্ট নেই আমার। আপনাকে সম্মান দেখানো মানে, জগতের তাবৎ 'অশুভ'কে, অশ্লীলতাকে উৎসাহিত করা। আপনাকে সম্মান দেখানো মানে, আমার ভেতর যে মনুষত্ববোধটি সদা জাগ্রত - তাকে গলা টিপে মেরে ফেলা।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ওঙ্কার বলেছেন: না, আপনার ভেতরে সদাজাগ্রত মুসলিমটির কথা বলছেন, তাকে ঘুমুতে ফেরতৎ পাঠান।

প্রথমে ঢঙের আলাপ দিয়ে পরে আবার উগ্র সউদি এজেন্টের মতো কথা বলা হিপোক্রেসি

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইমদাদুল হোসেন বলেছেন: ব্লগার রাজীবের কিছু পুরানো পোস্ট পড়ছিলাম কৌতুহলবশত। বিষ্ঠার পন্কে সাঁতার কাটতে পারলাম না বেশিক্ষন; ফিরে এলাম।
রাজীব, আপনাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেই বলছি : দুঃখিত। আপনার জন্য সামান্যতম 'সম্মানবোধ' ও অবশিষ্ট নেই আমার।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

মেট্রো মেঘ বলেছেন: যুক্তি দিয়ে, জ্ঞান গর্ভ আলোচনায় ধর্মের বিরুদ্ধে মসী ঘোরান -সেটা ও মেনে নিচ্ছি। কিন্তূ, যুক্তি বিশ্লেষনের বালাই নাই, জ্ঞানের কথা নাই, শুধুই হিস্টিরিয়াগ্রস্ত মানসিক রোগীর মত, অশ্লীল আর বিকৃত লেখনীতে ধর্মকে আঘাত করবেন - তা হবে না।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

পীপিলিকা বলেছেন: আপনার ভেতরে সদাজাগ্রত মুসলিমটির কথা বলছেন, তাকে ঘুমুতে ফেরতৎ পাঠান।

প্রথমে ঢঙের আলাপ দিয়ে পরে আবার উগ্র সউদি এজেন্টের মতো কথা বলা হিপোক্রেসি

ওঙ্কার ভাই, এরা নিজেদের পিঠ বাচাঁতে ব্যস্ত তাইতো মনুষ্যত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠেছে...

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ভ্রমন কারী বলেছেন: ১০০% সহমত লেখকের সাথে। একেবারে মনের কথাটা বলেছেন। ++++

দেখবেন এই সুন্দর মতামতের মাঝেও কিছু শাখামূগ ডালে ডালে ঝুলবে আর রাজাকার, ছাগু, ইত্যাদি বলে চিল্লাচিল্লি করবে। তাদের মতের সাথে সামান্য অমিল হলেই আপনি রাজাকার। তা সে আপনি তছলিমা হন, মুক্তিযোদ্ধা হন বা মুক্তিযোদ্ধার সান্তান হন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

রাসেল মেটামোরফোজ বলেছেন: যুক্তি দিয়ে, জ্ঞান গর্ভ আলোচনায় ধর্মের বিরুদ্ধে মসী ঘোরান -সেটা ও মেনে নিচ্ছি। কিন্তূ, যুক্তি বিশ্লেষনের বালাই নাই, জ্ঞানের কথা নাই, শুধুই হিস্টিরিয়াগ্রস্ত মানসিক রোগীর মত, অশ্লীল আর বিকৃত লেখনীতে ধর্মকে আঘাত করবেন - তা হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.