![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেম একটি বহমান চেতনা। স্হান বা কালের গন্ডিতে একে সীমায়িত করা যায় না। '৭১-এ এই চেতনা যেভাবে প্রজ্বলিত ছিল, ২০১৩ তেও ঠিক সেই রকমই থাকা চাই। ইদানিং কিছু তরুনকে দেখছি, ফেলানী হত্যাকান্ড কিংবা রামপালে বিদ্যুৎ নির্মানকেন্দ্র ইস্যুতে, ইনিয়ে বিনিয়ে ভারতীয় স্বার্থের গীত গাইছে।আমি নিশ্চিত, এইসব মীরজাফরের পোনাগুলো যদি '৭১ এ তরুন থাকত, তখনও রাজাকারগিরিই করত।
©somewhere in net ltd.