![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড্রয়িং রুমে রজনীগন্ধার ডালা সাজিয়ে, সি ডি প্লেয়ারে রবীন্দ্র সঙ্গীত চড়িয়ে দিয়ে, হাতে একখানা নোয়াম চমস্কির বই নিয়ে ব্যালকনিতে বসে পা দোলালেই - শুদ্ধ মানুষ হওয়া যায় না। শুদ্ধ মানুষকে ক্ষনে ক্ষনে পরীক্ষা দিতে হয় , প্রতি মুহুর্তে ফিরে ফিরে আসতে হয় বিবেকের কাছে, ন্যায়বোধের কাছে।
রাজনৈতিক হীন স্বার্থে যখন বাসে পেট্রোল বোমা মারা হয়, তখন যেরকম প্রতিবাদী হয়ে উঠে একজন শুদ্ধ মানুষ , ঠিক একই নীতিতে - যখন, রাষ্ট্রের চাকর পুলিশ বাহিনী 'বন্দুক যুদ্ধের' নামে নাগরিকদের একের পর এক ঠান্ডা মাথায় খুন করতে থাকে, তখন ও জ্বলে উঠতে হয় শুদ্ধ মানুষকে - হতে হয় প্রতিবাদে উচ্চকন্ঠ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: জেনে নেবেন, আপনাকে গাছ থেকেই নামিয়ে আনা হয়েছিল!
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
মেট্রো মেঘ বলেছেন: আমাদের বিবেক আছে, তবে তা 'খন্ডিত' !