নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভেঙে চুরমার

জ্যাক ড্যানিয়াল

হেটেছি হৃদয়ের টানে, পিছু হাটার কৌশল আমি জানি না, জানতেও চাই না।

জ্যাক ড্যানিয়াল › বিস্তারিত পোস্টঃ

ম্যাগনিফাইড

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

নতুন তোমাকে ভাবিয়ে তুলে, ভাল কথা
পুরনোও যদি নতুনকে আলিঙ্গন করে, আপত্তি কেন?
এই সমীকরণ কি শুধু সার্থই নিরধারন করে?
ভাল কথা; সার্থের মালিকানা কি শুধুই তোমার?
তুমি রানী মৌমাছির গল্প জানো ?
তোমার গল্পের সাথে মিল খুঁজে পাও কিছু?
পাবে না; আমি পাই, কিভাবে সেটা না বলাই থাক।
কিছু কথা বলতে গেলে থেমে যাই বার বার
হারাতে চাই না বলে; তুমি মাদক সেটা জানো?
যতই বলি ফিরে যাব সেই উন্মাদ স্নায়ুকোঠায়
ততই আরও শান্ত হয়ে ফিরি, আরও অসহায় হই
তখন তোমার অবহেলায়ও প্রেম খুঁজে পাই সেটা জানো?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

জ্যাক ড্যানিয়াল বলেছেন: চেষ্টা করি কেবল। আপনাদের ভালোলাগা অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ ☺

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

কামরুননাহার কলি বলেছেন: দারুন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

জ্যাক ড্যানিয়াল বলেছেন: ভাল লেগেছে জেনে অকৃত্তিম এক শুখানুভুতি পেলাম। ধন্যবাদ আপনাকে ☺

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

জ্যাক ড্যানিয়াল বলেছেন: আপনার ভাল লাগা আমার কলমের জ্বালানী হিসেবে তোলা থাকবে। ধন্যবাদ ভাই ☺

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে। ভালবাসার মানুষ মাত্রই মাদক।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১০

জ্যাক ড্যানিয়াল বলেছেন: হ্যা ভাই, মাদক। সেবনে বাধা যত বাড়ে, আসক্তি ততই বাড়তে থাকে। ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.