![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর মাত্র কয়েক দিন পর আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতিবছরই শ্রমিক দিবসে আমাদের দেশের সাধারণ শ্রমিকদের ন্যয্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের রাষ্ট্র পরিচালনাকারী নীতিনির্ধারকরা নানা প্রতিশ্র“তি দিয়ে থাকেন। এবারও হয়তো দেখা যাবে ও রকম কোনকিছু......। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার নামে মেতে উঠেন লোক দেখানো মিছিল র্যালি এবং নানা কর্মসূচিতে। কিন্তু বাস্তবে সেই কথিত প্রতিশ্র“তি কেবলই কথার-কথাই থেকে যায় কথার জালেই আবদ্ধ থাকে থাকে তাদের সকল প্রতিশ্র“তি। খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের জন্য তাদের মমতার ব্যপ্তিকাল থাকে শ্রমিক দিবসের সূর্যাস্ত পর্যন্ত। তার পরেই সবই ভুলে যায়.....(!) কিছুই মনে রাখার চিন্তা করে না। অথচ আমাদের দেশের দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধ এই খেটে খাওয়া মানুষগুলোর উপরেই নির্ভর করে। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনাকারীরা এদেশের সাধারণ শ্রমিকদের প্রতি কতটা আন্তরিক ও মমতামী তা প্রমাণ করে দেয় উল্লেখযোগ্য কিছু বিভিষিকাময় ঘটনা দিয়ে। তাতেই বোঝা যায় আমাদের দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের শ্রমিকদের প্রতি তাদের ভালবাসার চাইতে নির্মমতাই বেশী। তাদের শরীরে ঝড়া ঘামের ন্যায্য হিস্যা প্রতিষ্ঠাতো দূরের কথা তারা তাদের শরীরের রক্ত দেখার জন্যই যেন মরিয়া.........। বছর ৫ আগে সাভারের বাইপেলের কাছে “স্পেক ট্রার্ম” গার্মেন্টের বহুতল ভবন ধসে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারায় কয়েক হাজার খেটে খাওয়া সাধারণ শ্রমিক। যাদের ঘাম ঝড়ানো কষ্টে অর্জিত টাকা দিয়ে যোগান দিয়ে যেত তাদের নিজ নিজ পরিবারের চাহিদা নির্বাহ করতো তাদের পরিবারের সদস্যদের জীবিকা। একজন শ্রমিকের ওপর নির্ভর করে তার পরিবারের অন্যান্যদের জীবিকা তথা বেঁচে থাকা। সেই নির্মম ঘটনার নির্মমতার ক্ষত চিহ্ন বুকে নিয়েই আজও বেঁচে আছে তাদের পরিবারের সদস্যরা। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সাধারণ শ্রমিকদের পরিবারের পুনর্বাসনের জন্য তৎকালীন সরকারের তথা দেশ পরিচালক, প্রতিনিধিদের মুখে ধ্বনিত হয়েছে অনেক আশার বাণী। কিন্তু আজ সাভারের “রানা প্লাজা” ধসে পড়ার মতো ঘটনার মধ্যে দিয়ে ঘটলো ঐ নির্মম ঘটনার আরও একটি পুনরাবৃত্তি। আসলে এস সব ঘটনার জন্য দায়ী কে ? ঐসব খেটে খাওয়া সাধারণ মানুষ, না এদেশের সরকার? কি অপরাধ ছিল ঐ সাধারণ খেটে খাওয়া শ্রমিকগুলোর ? তাদের জীবনের নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা করার দায়ভার কার ? আপনারা একবারও কি ভেবে দেখেছেন কতটা নির্মম আমরা........(!)। আজ এই নির্মম ঘটনার মর্ম যাতনা আবেগপ্লুত হয়ে তাদের উদ্দেশ্যে কয়েক লাইন লিখতে আমাকে উদ্ধুদ্ধ করলো.....। তাদের নিয়ে আমার এই ভাবনাও হয়তো আজকের পরেও থাকবে না। আমিও ভুলে যাব তাদের....। আর এর জন্য দায়ী-ই বা কে? নিঃসন্দেহে বলতে পারেন এর জন্যও দায়ী নির্দয়তা। কারণ আমাদের চারপাশে নির্দয়তার আজ অবাধ বিচরণ। মানুষের প্রতি মানুষের নির্দয়তা দেখতে দেখতে আমরা নিজেদের থেকে সদয়তাকে অনেক দূরে সরিয়ে রাখছি। জানিনা আদৌ পারবো কি না সদয়তা নামের সৎ ভাবনাটুকু আমাদের মনে ফিরিয়ে আনতে............ ?
©somewhere in net ltd.