![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা এবং ভালো-খারাপের দ্বন্দ্বের মাঝখানে নিরপেক্ষ কোনো অবস্থান নেই। যে বলে, ‘আমি নিরপেক্ষ’, সে শয়তান; সে মূলত মিথ্যা এবং খারাপের সহায়তাকারী।
পত্রিকা-টেলিভিশন-মঞ্চে যারা নিত্য বাগাড়ম্বর করে বেড়ান, সেসব ব্যক্তিকে নিত্য ঘটমান নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখি না। এসব বিষয়ে বললে কি তাদের প্রশ্রয়দাতার অখুশি হবেন না কি কোনো পেমেন্ট পাওয়া যাবে না? আমাদের বিশেষজ্ঞরা রাজনীতি-অর্থনীতি থেকে শুরু করে হেন বিষয় নেই যে বিষয়ে তাদের মন্তব্য ঝাড়েন না। কিন্তু সামাজিক অবক্ষয়ের ব্যাপারেই শুধু তাদের কোনো কথা নেই।
আমাদের বুদ্ধি নেই; আমরা বুদ্ধিজীবী নই। আমাদের বিশেষ কোনো অবস্থান নেই; আমারা বিশিষ্ট ব্যক্তি নই। আমরা যা বুঝি, তা হলো নীতি-নৈতিকতা না থাকলে, মহাপরাক্রমশালীর কোনো ভয় মনের মধ্যে না থাকলে, অব্যবস্থার তৈরি হলে অপরাধ বাড়বেই। আমাদের পিতা-মাতারা ফজরের নামাজ পড়ে কোরআন পড়া শিখিয়েছেন। আমরা কোরআন পড়ে শিখেছি, আমার গোপন-প্রকাশ্য সবকিছুই একজন জানেন। তাঁর সামনে আমার সবকিছুর হিসাব দিতে হবে। আমরা একটি বন্ধনের মধ্যে বড় হয়েছি। সেই বন্ধন আমাদেরকে শিখিয়েছে, তুমি এই বন্ধনে যা শিখেছো, তার বাইরে গেলে বন্ধনচ্যুত হবে; অসহায় হয়ে পড়বে; সবার চোখে হীন বিবেচিত হবে। এজন্য আমরা অপরাধের কথা মনে এলেও জঘন্য কিছু কখনো বাস্তবায়ন করতে পারিনি।
কিন্তু আমাদের বিশিষ্টজনরা এমনকি এই ব্লগের কিছু বিশেষজন বলতে চাচ্ছেন, ব্যক্তির মানসিকতাই অপরাধ দমনের জন্য যথেষ্ট। আমি প্রশ্ন করতে চাই, ব্যক্তির মানসিকতা কোত্থেকে তৈরি হয়, তাকে যদি কোনো শিক্ষা না দেয়া হয়? মানুষের মনে যখন ভয় বলতে কিছু না থাকে, তখন সে কেন অপরাধ করতে দ্বিধা করবে? আমাদের এইসব মহান ব্যক্তিরা ইসলামকেই সকল সমস্যার মূল বলে সাব্যস্ত করতে চান। আমি জানি না, তারা পড়ে-জেনে বলেন না কি শুধু বিরোধিতার খাতিরে বলেন। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, বিবাহিতের জন্য ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড; অবিবাহিতের জন্য বেত্রাঘাত এবং দেশান্তর। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, কোনো নারীর ওপর অপবাদ যে দেবে, সে যদি চারজন সাক্ষীর মাধ্যমে সে তা প্রমাণ করতে না পারে, তাহলে তাকে বেত্রাঘাত করা হবে; ভবিষ্যতে তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ওহে বুদ্ধিজীবীরা, আপনারা বলুন, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আপনাদের নাস্তিক্য ধর্মে আছে কি না। বিজ্ঞানে উচ্চমাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বাদ দেয়ার পক্ষের ওহে বিশিষ্ট ব্যক্তিরা, আপনার বলুন, ধর্ম কোন খারাপ জিনিসটা শেখায়?
ওহে বুদ্ধিজীবীরা, ইসলাম অপেক্ষা মানুষের চিন্তাভাবনা উন্নত করার উন্নত কোনো শিক্ষা এবং অপরাধ দমনের জন্য কঠিন শাস্তি যদি আপনাদের কাছে থাকে, তাহলে বলুন।
©somewhere in net ltd.