![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৬
জসীম দ্য গ্রেট বলেছেন: জিরো কুপন বন্ড হল যে বন্ড-এ কোন কুপন দেয়া হয়না।
সাধারণ যে কোন বন্ড-এ ছয়মাস পর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট-এর ইন্টারেস্ট কুপন আকারে দেয়া হয়, আর ম্যাচুরিটির পর প্রিন্সিপাল অ্যামাউন্ট-টা ফেরত দেয়া হয়। এই ধরণের বন্ড আপনাকে ফেস ভ্যালু-তেই কিনতে হবে।
কিন্তু জিরো কুপন বন্ড এর ক্ষেত্রে আপনাকে কোন ইন্টারেস্ট বা কুপন দেয়া হবে না। এই বন্ড এর ক্ষেত্রে আপনার লাভ অন্য জায়গায়। সেটা হল, এই বন্ড কেনার সময় আপনাকে ফেসভ্যালু-তে নয়, বরং একটা ডিসকাউন্টে কিনতে দেয়া হবে। আর ম্যাচুরিটির পরে পুরো ফেসভ্যালুটাই পাওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এসিআই এই রকম জিরো কুপন বন্ড মার্কেট এ নিয়ে আসছে। বিস্তারিত: http://www.aci-bd.com/ এখানে পাবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
ফয়সালরকস বলেছেন:
হ...আমিও জানবার চাই!