নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১



‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য এটি।৩ ডিসেম্বর। আজ একই সঙ্গে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।দেশে প্রাথমিক পর্যায়ে জরিপভুক্ত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৭১৬ জন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির’ জরিপে গত অক্টোবর মাস পর্যন্ত তাঁরা অন্তর্ভুক্ত হয়েছেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার পৃথক বাণী দিয়েছেন।

প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের পিছনে ফেলে রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’ প্রতিবন্ধী ব্যক্তিগণ সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত ও একীভূত করতে হবে। তাদের সকল সুযোগ-সুবিধা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিবন্ধীদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে যথাযথ পরিচর্যা করলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে।’ শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানববৈচিত্র্যেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তার সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।’
‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য এটি।৩ ডিসেম্বর। আজ একই সঙ্গে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।দেশে প্রাথমিক পর্যায়ে জরিপভুক্ত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৭১৬ জন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির’ জরিপে গত অক্টোবর মাস পর্যন্ত তাঁরা অন্তর্ভুক্ত হয়েছেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার পৃথক বাণী দিয়েছেন।

প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের পিছনে ফেলে রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’ প্রতিবন্ধী ব্যক্তিগণ সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত ও একীভূত করতে হবে। তাদের সকল সুযোগ-সুবিধা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিবন্ধীদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে যথাযথ পরিচর্যা করলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে।’ শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানববৈচিত্র্যেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘তার সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।’

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর পৃথিবী গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার বিকল্প নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.