![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
ঘটনা ডিপার্টমেন্ট এর এক সিনিওর এর, আমি জাস্ট চাক্ষুষ সাক্ষী।
ডিপার্টমেন্ট এর নিচেই "supar cut" (ইহা একটি ডাকাত ক্যাটাগরির নাপিতের দোকান) এর সেলুন। এই বেচারার চুল বড় হয়েছে তাই সেলুন দেখে চুল কাটানোর জন্যে ঢুকে পড়েছে। so যথারীতিতে তারা স্যার স্যার করে বসাল। তার পর শুরু হল আসল কাহিনী।
নাপিতঃ স্যার কি চুল কাটবেন?
সঃ হুম... পুরা মাথা ছোট কইরা দেন, সেম সাইজ, নো বড় ছোট।
নাপিতঃ স্যার স্কয়ার করে দেই, সুন্দর লাগবে।
সঃ সুন্দর লাগব? আইচ্ছা দেন।
চুল কাটা সমাপ্তির পর...।
নাপিতঃ সারের দাড়িওতো বড় হয়ে গেছে, হাল্কা জুলফি রেখে সেভ করে দেই, স্কয়ারের সাথে ভাল মানাবে।
সঃ মানাইব??? আইচ্ছা দেন (মনের সুখে পা নাড়ানাড়ি)
সেভ এর পর...
নাপিতঃ স্যার বোধয় অনেকদিন সেম্পু করেন না??
সঃ গত সাপ্তাহে করছিত !
নাপিতঃ আপনাদের সেম্পু আর আমাদের করা সেম্পুর মধ্যে স্যার অনেক পার্থক্য। সেম্পু করে দিব স্যার? আরাম পাবেন।
সঃ সেম্পু??? দেন, সব যখন করছি এইটাও করি (ভাবছে ৩ টাকার সেম্পু আর কি হইব)
সেম্পুর পর......
নাপিতঃ চুলেরত স্যার যত্নই নেননা, একিবারে রুক্ষ আর লাল হয়ে গেছে, এক কাজ করি, ব্লেক সাইনি করে দেই, সফট হবে আবার দেখতে ঝর ঝরেও লাগবে।
সঃ চুল পুরা কালা হইব?
নাপিতঃ অবশ্যই স্যার, এটা পুরা ন্যাচারাল।
সঃ তাইলে দেন (মনে মনে চিন্তা, আইজকাই ডেটিঙে যামু)
কালারের পর......
(আল্লাহ মাফ করছে নাপিতে কয় নাই, "স্যার **** খুলবেন নাকি? শরীরে চুলতো আরও আছে, সেগুলোরও একটা হিল্লে করে দেই?" আমি ডেম সিউর এই পোলা রাজি হইয়া যাইত।)
নাপিতঃ স্যারের এত সুন্দর মুখ ব্লেক হেডস এর কারনে বাজে দেখাচ্ছে, উঠিয়ে দিব???
সঃ এটা কি জিনিষ???
নাপিতঃ এই যে স্যার নাকের উপর কালো কালো দাগ এগুলো, স্ট্রিম করে মেসাজ করে দিলে দাগও উঠে যাবে আরামও পাবেন।
সঃ কালা কালা এগুলা উইঠা যাইব??? আইচ্ছা দেন।
অতঃপর নাপিত এই বেচারেরে ছাড়ল।
এইবার বিল দেওয়ার পালা।
ক্যাশে...।
সঃ ভাই কত হইছে (পকেটে হাত)
ম্যানেজারঃ স্যার আপনার মোট বিল হয়েছে ১৮০০ টাকা, আমাদের ডিস্কাউন্ট চলছে তাই আপনাকে পে করতে হবে টু থার্ড মানে ১২০০ টাকা।(মধুর হাঁসি)
সঃ ফাইজলামি করেন, চুল কাটাইছি এর লাগি ১২০০ টাকা।
ম্যানেজারঃ স্যার এই হচ্ছে ডেটেইলস বিল। (বিশাল এক কাগজ)
সঃ ভাই আমার কাছে মোটে আছে ১৫০ টাকা, তাও ভাঁড়া সহ, আমি এখন কি করুম??
ম্যানেজারঃ কাউকে খবর দিন, টাকা নিয়ে আসুক, ততক্ষন আপনি বসেন আমাদের এখানে(রাগত কণ্ঠে, স্যার এবং বিগলিত ভাব উধাউ)
পরের ঘটনা আমি আর না বলি, বেচারাকে অলরেডি যথেষ্ট বলাৎকার করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর ছাড়া পেয়েছে, তাও পুরো টাকা দিয়ে।
মোরাল অফ দা স্টোরিঃ "ডাকাতির সীমা থাকা উচিত"
"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা"
"আমি এবার সন্ন্যাসী হমু, সইল্লের কোন চুলি কাটুম্না"(last one for victim)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
মহাবিরক্ত বলেছেন:
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
তারেক হিমু বলেছেন: সো স্যাডিত।
আমিও একবাব নাপিতের বিপাকে পড়েছিলাম। তখন কেবল মুখে দুই একটা করে ব্রন উঠা শুরু হইসে। আর তাতেই চোখ পড়লো নাপিত বেটার। আর যাই কোথায়। পাম টাম মেরে ১০ মিনিটের ফেসিয়াল এ ব্যাটা আমার ২০০ টাকা খসায়া দিলো। ছিলাম ছোট। কি আর করা....
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
মহাবিরক্ত বলেছেন:
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
মাছুম পলাশ বলেছেন: মিয়া ভাই। আপেনর বিল কত হইছিল? মানে চুল কাটাইেত গেছিলেন না এমনি চাক্ষুস ঘটনা দেখলেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মহাবিরক্ত বলেছেন: চুল কাটাইেত গেছিলাম.. ১৫০ টাকা
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
নষ্ট কাক বলেছেন: ১২০০ টাকার শোধ উঠানোর জন্য আগামী ৫ মাস বাহিরে বসে চুল কাটানো লাগবে ছেলেটার। এইটা ভেবেই হাসি পাচ্ছে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
মহাবিরক্ত বলেছেন:
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
লিন্কিন পার্ক বলেছেন:
সেলুনে গিয়া কিছুদিন আগে ভাল রকম ধরা খাইসিলাম !! এলাকার মধ্যে ত আটকায়া রাখে নাই টাকা পরে দিয়া গেছিলাম
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
মহাবিরক্ত বলেছেন: াপনার কোপাল ভালো এলাকায় ঘটছে ঘটনা
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
অপরিচিত অতিথি বলেছেন: আহারে.....
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
মহাবিরক্ত বলেছেন:
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
মহাবিরক্ত বলেছেন:
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
কেএসরথি বলেছেন: একবার ৩৫০ টাকার সিল খাইসিলাম
ঐ বারের পর শিক্ষা হইসে, যদিও প্রতিবার চুল কাটাতে গেলে একবার করে যুদ্ধ করতে হয়।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
মহাবিরক্ত বলেছেন: চুল কাটা বাদ দিয়া সন্ন্যাসী হইয়া যান
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
আদার ব্যাপারি বলেছেন: Goto romjaner eid er ager ghotona.....
Napit: sir, eid e bari jaben na?
Me: ha, jamu.
Napit: chul e akta vitameen maira dei. Chul hoibo silky.
Me: na vai. Amar chul emni onek silky ase.
Napit: sir facial korben na? Eid er agee to sobai koree.
Me: na. Ami facial korai na kokkhono. Oita maiago kam.
Napit: sir taile chulee akta special shampoo maira dei.
Me: tumi jodi ar akta kotha bolo tobe kintu ami evabei uthe chole jabo. Kotha na bole ja korteso tai koro.
Er pore napit ar kotha bole nai.
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
মহাবিরক্ত বলেছেন:
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
আসিক ইসলাম বলেছেন: vai.....ami e shai lok.....
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
মহাবিরক্ত বলেছেন: জনসম্মুক্ষে নিজেরে বেইজ্জত করলেন ভাই??? বিনোদিত হইলাম
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
দি সুফি বলেছেন: চুল কাটতে গেলে নাপিতগুলা যেই জ্বালান জ্বালায়
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
মহাবিরক্ত বলেছেন: আইজ থেইকা চুল কাটা বাদ
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০
ড. জেকিল বলেছেন: দিনে দুপুরে ডাকাতি, এর চাইতে সন্ন্যাসী হওয়া ভালো
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
মহাবিরক্ত বলেছেন:
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: আমার পাড়ার মোড়ের ৫০ টাকার সেলুনই ভালো।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
মহাবিরক্ত বলেছেন: মনের মত কথা
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
মহাবিরক্ত বলেছেন: তবে ব্যাঙ্গেরও যে চুল কাটন লাগে জান্তাম্না
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২১
মাগুর বলেছেন: হা হা হা! মজা পেলাম, আবার সিনিয়র ভাইয়ের জন্য মায়াও লাগছে!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
মহাবিরক্ত বলেছেন: Click This Link
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩
তিতাস একটি নদীর নাম বলেছেন: এমনও হয়!!
যাতা অবস্থা!!!
আসিক ইসলাম বলেছেন: vai.....ami e shai lok.....
আপনি আরো কিছু বলেন!!! আপনার মনের অবস্থা!!!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
মহাবিরক্ত বলেছেন:
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: নাপিত গুলো খুবই বদ হইসে। চুল কাটাতে গেলে চুলে হার্ট এ্যাটাক হয়েছে এরকম ভাব করে, যেন তখনি আইসিইউ তে নিয়ে চিকিৎসা না দিলে আর বাঁচানো যাবেনা। ফেসিয়াল করলে নাকি মুখের দাগ সব চলে যাবে, আসলে ফেসওয়াশ আর স্ক্রাব ঘষা ছাড়া কিছুই করেনা। কখনোই তাতে দাগ যাবেনা। আবার বিল দেয়ার সময় সেগুলো হয়ে যায় "গোল্ড ফেসিয়াল", ভাব এমন যে সোনা মিশিয়ে ফেসিয়াল করেছে। আর ওরা যা করে তা নিজে বাসাতেই করা যায় অনায়াসে। যে টাকায় চুলে একবার কালার করবেন, তার অর্ধেক টাকায় সেই কালার কিনে তিনবার রং করা যায় বাসায়, আর কালারের কোয়ালিটিও অনেক ভালো হয়, ওরা লাগায় সস্তা রং। আমি আগে সেলুনে গিয়ে এসব করে টাকার অপচয় করতাম, এখন সবই নিজে করি বাসায়, শুধু চুল কাটাই সেলুনে।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১
মহাবিরক্ত বলেছেন: চুল কাটাতে গেলে চুলে হার্ট এ্যাটাক হয়েছে এরকম ভাব করে
আনন্দ পাইলাম উধারন দেইখা
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
স্বপ্ন নীল বলেছেন: হাহাহাহা আমি সিলেট গিয়া ধরা খইছিলাম
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
মহাবিরক্ত বলেছেন: আপ্নেত মিয়া ইজ্জত মাইরা দিলেন, সিলেট!!!!
১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭
ভবঘুরে তানিম বলেছেন: কথা সত্য ।
আমার ভাইয়ার সাথে এমন হয়ছিল, সেলুন কাছে হওয়াতে বাসায় গিয়ে টাকা এনে তারপর রেহায় পাইছিল।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫
মহাবিরক্ত বলেছেন: আপনার ভাইয়ের কপাল ভাল
১৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
কালোপরী বলেছেন:
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
মহাবিরক্ত বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: