![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিল্লীর রাস্তা ও ঢাকার রাস্তার বিশেষ কি কোনো পার্থক্য আছে ??
জী হ্যাঁ একটু ছবিটা লক্ষ্য করুন ।
যাহোক ছবি যে কথা বলে তা একটু দেখে নিন , প্রয়োজনে গুগল মামার সাহায্য নিতে পারেন।
ঘটনা : ১: স্থান : ঢাকা
এই বেটা কালও কম দিছিলি আজ পাঁচটা ডালি তোর , ৫০ টাকা দিবি।
স্যার কালকেরই সব মাল । ব্যাচবার পারি নাইক্যা ।
দুই ডালি স্ববজি ফালাই দেওন লাগে তোর। ব্যাবসা করবি টেকা দিবিনা পাইছোস কি?
স্যার ক্যাইলকা বুইজা লইয়েন আইজকা খুব খারাপ অবস্থা । কি আর করা আরো দশ টাকা বের করে দিয়ে রক্ষা পেলো লোকমান ।
আসলে তারা যেখানেই বসুক না কেনো টাকা কিন্তু বয়ায় হয়ই । তবে কেনো ফুটপাত?
ঘটনা : ২: স্থান : দিল্লী
এক কাপড় ব্যাবসায়ী সবে তার কাপড় গুলো নামিয়ে সাজাতে যাবে রাস্তার ধারে ফুটপাতে । বাজ পাখীর মতও ছোবল দইয়ে নিয়ে তার সব কিছু ১ মিনিটের মধ্যেই । একজন বাংলাদেশি হয়ে প্রথমে কষ্ট পেলাম বটে পরে মনে হলো , এটাই আইনের শাষন। আইন শুধু থাকলেই হয়না আইনের বাস্তবায়ন না থাকলে দেশ কিভাবে এগুবে।
দিল্লীর রাস্তার ছবি যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন ..।সেখানে ফুটপাথ দখলমুক্ত। কোনো বিলবোর্ড নাই । নীট & ক্লীন সিটি। যা শুধুমাত্র আইন মানার কারনেই সম্ভব হয়েছে।
আমদের দেশের সব যোগাযোগ মন্ত্রিই সফল ...... কিন্তু কি , কিংবা কার সাথে যোগাযোগ সেটাই দেখার বিষয়।
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১
একে৪৭ বলেছেন: ভাই, এইরকম কিছু রাস্তা কিন্তু অামদেরও অাছে! অার অামাদের চেয়েও বাজে কিছু রাস্তা এই দিল্লীতেই অাছে।
এসব দিক দিয়ে অামরা প্রায় একই রকম.........
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০
সোজা সাপটা বলেছেন: আমাদের কি আছে তাতও দেখতেই পাচ্ছেন । আড় দিল্লীতে কোনো বিলবোর্ড পাইছেন?
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২
চুক্কা বাঙ্গী বলেছেন: একে৪৭ ভাই এর সাথে আমি একমত। ট্রেনে করে পাহাড়পুর স্টেশনে নামলেই নিউ দিল্লির চেহারা পরিষ্কার হয়ে যায়। ভয়ানক ঘিঞ্জি আর টাউট বাটপারে ভর্তি। আমাদের এয়ারপোর্টের রাস্তা আমার কাছে দিল্লির যে কোন রাস্তার চাইতে অনেক পরিচ্ছন্ন এবং উন্নত লাগে। বিলবোর্ডের ব্যাপারটা আমার মনে নাই কিন্তু অফিস ছুটির টাইমে ঢাকার মত নিউ দিল্লিতেও কিন্তু ভয়ানক জ্যাম হয়। ওল্ড দিল্লির কথাতো বাদই দিলাম।
আমার কাছে তফাৎ খুব একটা লাগেনাই সোজাসাপ্টা ভাই।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
তিক্তভাষী বলেছেন: হিল্লী-দিল্লী ব্যাপার না। মােদ্দাকথা হলো, রাস্তা-ঘাট ও ফুটপাত যানবাহন আর মানুষের চলাচলের জন্য। ওগুলো সেভাবেই রাখতে হবে। ঢাকাতে সেভাবে রাখা হচ্ছে না।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০
একে৪৭ বলেছেন: ভাই, অাপনি যদি ঐশ্বরীয়/প্রিতি জিন্তার ছবি দিয়ে বলেন- "ভারতের মেয়েরা এই রকম সুন্দর, অার অামাদের মেয়েরা অসুন্দর"! তবে কি-ই বা বলার অাছে???
রাস্তাঘাট, খাদ্যাভ্যাস, কথাবার্তা, স্বভাব-চরিত্রে অামরা প্রায় একই রকম! ১৯/২০। অাচ্ছা ঠিক অাছে, অাপনি বড় ভাই! ১৯/২৫ ই ধরলাম!!!
২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৭
সোজা সাপটা বলেছেন: আমি রাস্তার পরিস্থিতির চেয়েও বেশি চিন্তিত আমাদের মানসিকতার। আমরা চাইলে আরো বেশি উন্নত হতে পারি শুদঃু মানসকতা পরিবর্তন দরকার
৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯
মদন বলেছেন: পুরাই ঝকঝকে...