![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক প্রবাসী বন্ধুকে বললাম , আচ্ছা দোস্তো এই রিক্সা এত্ত স্লো তার পরও কেনো আমরা রিক্সাকে নিষিদ্ধ করছিনা। বিশ্বের কোনো দেশেইতো রিক্সা চলেনা , তারা যদি চলতে পারে এগিয়ে যেতে পারে আমরা কেনো এগোতে পারবোনা?
ওর খুব সহজ সরল উত্তর .. আরে দোস্তো , আমিতো দেশে আসি লুংগি পরতে আর রিক্সাই ঘুরতে....।
যদি প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি এক জায়গায় বসে থেকে পুড়ে যায়। সময়মত কাজে যোগদান না করতে পারার কারনে অর্থনৈতিক ঝুকি বেড়ে যায় প্রতিষ্ঠানগুলোতে আর তাড়াতাড়ি কাজ করতে গিয়ে বা গাড়ি চালাতে গিয়ে যদি দুর্ঘটনার কবলে পড়তে হয় মানুষকে তাহলে কেনো এর কোনো ব্যাবস্থা নেয়া হচ্ছেনা?
আমি মোটেও রিক্সা বিরোধী নই কিন্তু জ্যাম বিরোধী, বিধায় আমার কিছুটা কষ্ট হলেও ট্রাফিক মুক্ত বাংলাদেশ চাই ।
কয়েকটি পত্রিকার শিরোনাম ছিলো এই রকম..
অচল ঢাকা, চরম জনদূর্ভোগ...........।
যানজট নিরসনে তাহলে প্রতিদিন হরতালই কি সেরা সমাধান?
ঢাকায় লাইসেন্সপ্রাপ্ত রিক্সা ৭৯ হাজার, রাস্তায় সাত লাখ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
সোজা সাপটা বলেছেন: ঢাকাকে বিকেন্দ্রীকরন করা ছাড়া কোনো উপায় নেই।
আর হ্যাঁ রিকশা একটা অমানবিক যানবাহন। আমি তাই বিরোধিতা করছি।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
মোঃ নবিন আলী বলেছেন: ঠিককথা বন্ধের দাবি জানান দরকার।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
সোজা সাপটা বলেছেন: হমম
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
ডি মুন বলেছেন: লেখক বলেছেন: ঢাকাকে বিকেন্দ্রীকরন করা ছাড়া কোনো উপায় নেই।
সহমত।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
হেডস্যার বলেছেন:
রিকশা এত্ত স্লো দেইখাই তো রিকশা নিষিদ্ধ করা উচিত না।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
খান সাব বলেছেন: সকল প্রাইেভট কারের জন্য সিএজি বন্ধই উত্তম।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
নিয়ামুল ইসলাম বলেছেন: প্রাইভেট কারের জন্য সি এন জি বন্ধ করে দেন দেখবেন ৮০% জ্যাম নাই হয়ে গেছে। একমাত্র সস্তা সি এন জি সুবিধার কারনে যে না সেই গাড়ি কিনে, আর রাস্তার অবস্থা নাই করে রাখে