নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাবোধ থাকা উচিত সবার মাঝেই

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫

আমাদের অফিসের পিয়ন, আমি তাকে সিরাজ ভাই বলেই ডাকি। হয়ত বয়সে আমার চেয়ে দুই এক বছরের বড় হবে। যাই হোক আমি তাকে কখনই নাম ধরে বা তুমি সম্মোধন করে বলি না। তবে অফিসে অনেকেই তাকে নাম ধরে ডাকে অথবা তুমি করে বলে। তা বলতেই পারে। তবে আমি মনে করি, পিয়ন বা নিজের চেয়ে নিচের পোষ্টে সে চাকুরী করলেই তাকে যে তুমি বা নাম ধরে ডাকতে হবে তার কোন মানে নেই। তবে হ্যাঁ সে যদি একেবারেই বয়সে অনেক জুনিয়র হয় তবে বলা যায়।



তো যাই হোক, আমি এটা খুবই অপছন্দ করি। এছাড়াও আমাদের অফিসের এমনও অনেক পিয়ন আছে যে, তারা আজ প্রায় ৩০-৪০ বছর ধরে আছে। এরা তেমন কোন কাজ করে না। জাষ্ট দেখাশুনা করাই এদের কাজ। কে কোথায় কি করছে, মূলত: এরা অনেক বিশ্বাসী। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক মুরুব্বী টাইপের লোকজন আছেন, (যাঁরা বয়সের ভারে এখন নূহ্য, ঠিকমত হাঁটতেও পারেন না)।



একবার একটা ঘটনা শুনেছিলাম, আমাদেরই কোন এক উচ্চপদস্থ অফিসার আমাদের চেয়ারম্যান স্যারকে বলেছিলেন, "এদের তো কাজই নেই ইনাদের শুধু শুধু রেখে কি লাভ?" জবাবে আমাদের চেয়ারম্যান স্যার তাকে নাকি বলেছিলেন, "তুমি আজকেই আমার সামনে এই ধরনের কথা বললে, আর ভবিষ্যতে কোনদিন বলতে আসবে না, আজ তুমি যে এই সুন্দর ইনভায়রমেন্ট দেখছো, এত শান-সৌকত দেখছো এগুলো তাঁদেরই অবদান, তারা তাদের যৌবনের মূল্যবান সময়টাকে আমার এই ব্যাবসায় দিয়ে গেছে। আমি কি করে তাদের এই দানকে অগ্রাহ্য করি?"



যাই হোক, আমাদের সিরাজ ভাইয়ের কথা বলছিলাম, অনেক কথাই বলে ফেললাম। সে আমাকে মনে হয় একটু বেশী স্নেহ করে বা সন্মান করে। আমার কাজগুলো দেখি সে মোটামুটি গুছিয়ে রাখে। বৃষ্টিতে ভিজে বাহির থেকে অফিসে ঢুকলে হাত থেকে ছাতাটা নিয়ে মেলে দেয় শুকানোর জন্য। খাবার সময় প্লেট, গ্লাস এগিয়ে দেয়। সেগুলো আবার ধুয়ে রাখে। যদিও এগুলো তারই কাজ তবে দেখি একটু যন্তসহকারে করতে।



আবার একটা জিনিস খেয়াল করি, আমাকে চা বেশ কয়েকবার দেয়, অন্যকারো জন্য চা বানালে আমাকে সেখান থেকে দিয়ে যায়। আবার হয়ত দেখা গেলো কেউ (অন্য কোন ডিপার্টমেন্টে) তাকে কোল্ড ড্রিংসের বোতল এনে ভাগ করে দিতে বলল সবাইকে, সেই ভাগ থেকে একটু বাঁচিয়ে আমার জন্য রেখে দেয়। ওটা গ্লাসে করে একসময়ে আমাকে দিয়ে যায়। যদিও ব্যাপারটা ঠিক না। আমি তাকেই বলি খেয়ে ফেলতে। তারপরেও সে এই কাজগুলো করে। ছুটির প্রয়োজন হলে আমাকে আগে বলে, যদিও আমি তার ছুটি মঞ্জুর করার কেউ নই। কারণ আমার বস আছেন।



আসলে আমার মনে হয়, এই ব্যাপারগুলো আসে শ্রদ্ধাবোধ থেকে। আমাদের সবারই মনে রাখা উচিত, সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। পজিশনের দিক দিয়ে ছোট হলেই যে তাকে হুকুমের উপরে রাখতে হবে এমন কোন মানে নেই। এই ধরনের আচরন দেখা যায়, যারা নতুন চাকুরীতে ঢোকে, কিছু ডিজুস মার্কা ছেলেমেয়েদের মধ্যে। ব্যাপারগুলো সত্যিই খুব দৃষ্টিকটু।

মন্তব্য ৭১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০

বদরুল খান বলেছেন: আপনার শ্রদ্ধাবোধ দেখে ভালো লাগলো।

ইউনুস ভাইয়ের আনব্যান নিয়া আপনার কাছ থেকে কিছু আসা করেছিলাম।

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৩

মিলটন বলেছেন: ভাই বদরুল, আপনি সম্ভবতঃ ইউনুসের ভাই। ইউনুসের সাথে আমার পরিচয় বেশ কয়েকদিন হলো। আমি ঐ পোষ্টটা দেখেছিলাম কিন্তু ব্যাস্ততার জন্য পড়া হয়নি সেইজন্য দুঃখিত।

তবে কি কারণে তাকে ব্যান করা হয়েছে, সেটার সুস্পষ্ট ব্যাখ্যা কর্তৃপক্ষই দিতে পারবে। এক্ষেত্রে ব্লগে প্রাথমিক অবস্থায় অন্য ব্লগারদের কিছুই করার নেই। আর এই পোষ্ট দিয়ে তাকে আনব্যানের জন্য প্রোটেষ্ট করাটাও কোন নিয়ম না। তারপরেও অনেকে করে ফান হিসেবে।

আমার কমেন্টে দুঃখ পাবেন না, বরং বোঝার চেষ্টা রাখবেন আশা রাখি। ইউনুস যথেষ্ট ভাল লেখে, আমি ওকে পছন্দ করি।

ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মিল্টন ভাই, ভালো লাগলো আপনার লেখা পড়ে। আপনি আছেন কেমন?

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৫

মিলটন বলেছেন: জ্বী পান্না ভাই, ভালো আছি। আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬

লাল দরজা বলেছেন: আমি মাইসেরে সব সময় অপ্নে কইরা কই, কিন্তু মাইনসে প্রায়ই আমারে ধইরাই তুমি কইরা ডাকা শুরু করে :(

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৫

মিলটন বলেছেন: ক্যারে কবে আইলি কানাডা থন?

সরি তুই করে বললাম, মজা করলাম। কেমন আছেন?

৪| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬

আহমেদ হেলাল ছোটন বলেছেন: ধন্যবাদ।
অনেক সহজভাবে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮

মিলটন বলেছেন: হ্যাঁ আমি সবসময় সবকিছু সহজ ভাবেই চিন্তা করি এবং তাই বলি, সবাইকে পছন্দ করি, সবাই আমার বন্ধু। ছোটন আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬

সমকালের গান বলেছেন: সহমত। আমিও অফিসে কাউকে তুমি করে বলতে পছন্দ করিনা, তা সে ড্রাইভাই হোক বা অন্য কলিগ হোক। কোথাও এদের কাউকে পরিচয় করিয়ে দিতে হলে সবসময় বলি আমার কলিগ। ক্লিনার বলার কোন প্রয়োজন দেখিনা।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪১

মিলটন বলেছেন: সমকালের গান আছেন কেমন? ভালো থাকবেন।

৬| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬

ফেরারী পাখি বলেছেন: খুঁটিনাটি পর্যবেক্ষণ যারা সারাক্ষণ করতে পারেন, তাদের ভালো লেখক হবার সম্ভাবনা দারুণ। আপনার এই খুঁটিনাটি পর্যবেক্ষণের ভক্ত হয়ে উঠছি দিন দিন। শুভেচ্ছা আপনাকে।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০০

মিলটন বলেছেন: আপনার অনুপ্রেরনা হয়ত আমাকে সামনের দিকে ধাবিত করবে। জানিনা কতটুকু পারবো? আমি এমন কিই বা লিখি যা আপনাকে ভক্ত করেছে। নিশ্চই বাড়িয়ে বলছেন। তার পরেও আপনার প্রতি শুভকামনা থাকলো। ভালো থাকবেন। ধন্যবাদ।

৭| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪১

ওপেল বলেছেন: হ্যটস অফ মিলটন ভাই.........

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৮

মিলটন বলেছেন: ধন্যবাদ ওপেল।

৮| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪

প্রচেত্য বলেছেন: স্বম্বধোনে শ্রদ্ধাবোধ অবশ্যই আছে, 'তুমি' শ্রবনে কিছুটা শ্রুতিকটু মনে হতেই পারে, তবে মন্দ না !
মোট কথা আপনার অধস্তন বা উধস্তনদের প্রতি আপনার আচরণের বহি:প্রকাশ, আপনার প্রতি অন্যদের শ্রদ্ধাবোধ বিষয়টি সম্পৃক্ত।
কিভাবে আপনার ব্যবহারের মাধ্যমে তাদেরকে প্রভাবিত করছেন।

পোষ্টের বিষয়বস্তু খুবই চমতকার হয়েছে
আপনার বসের মন্তব্যকে সম্মান করি

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮

মিলটন বলেছেন: হ্যাঁ প্রচেত্য আপনার সাথে সহমত। কিন্তু আমি বলতে চেয়েছি, তুমি বলার সাথে ডোমিনেটিং টেনডেনসি গ্রো করে অনেকের মাঝে। ভালবেসে আদর করে তুমি বলা কিন্তু ভিন্ন জিনিস। আশা করি বুঝেছেন।

ভাল থাকবেন।

আচ্ছা আপনি একসময় প্যাঁচালীতেও লিখতেন তাই না?

৯| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৯

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আপনার বস এরে প্লাস।

আরেকটা ব্যাপার , অনেক মানুষ দেখি তার চাইতে বড় রিকশাওয়ালা কে তুমি বা তুই করে ডাকে,এটা কিভাবে করে আমি বুঝতে পারি না। রিকশাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে দরাদরি চেঁচামেচি আমিও করি, কিন্তু তাকে নিচুজ্ঞান করার অধিকারটা আমাদের কে দিয়েছে তুই/তুমি বলে?

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪২

মিলটন বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত। ধন্যবাদ আপনাকে পথিক।

১০| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩২

আন্ধার রাত বলেছেন: খুব ভাল লাগলো।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২০

মিলটন বলেছেন: ধন্যবাদ আন্ধার রাত।

১১| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪১

মানচুমাহারা বলেছেন: ঠিক এই ব্যাপারটাই অনেকরে বুঝাইতে পারি না।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

মিলটন বলেছেন: যারা বোঝেনা তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বোঝানো উচিত।

১২| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৬

নাঈম বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গির প্রতি আমার স্যালুট

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪১

মিলটন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৬

একরামুল হক শামীম বলেছেন: ভালো লাগছে আপনার দৃষ্টিভঙ্গি।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩

মিলটন বলেছেন: ধন্যবাদ শামীম।


অপটপিক: তোমাদের অফিসে দেখলাম নতুন গাড়ী কিনেছে।

১৪| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০

প্রচেত্য বলেছেন: জ্বী, ভাই
এখন তো সামহোয়ারেই আসা হয়না
এত্ত কাজের চাপ বেড়েছে আসলে এই এক শুক্রবার ছাড়া তেমন সময়ই হয়না

চেষ্টা করি তবও ব্লগের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে

৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

মিলটন বলেছেন: অ্যালবেট্রস?

১৫| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো।

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫

মিলটন বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০

নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...সহমত আপনার সাথে...

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৩

মিলটন বলেছেন: ধন্যবাদ হাছিব, আছেন কেমন?

১৭| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২০

অশোক দেব বলেছেন: সম্মান করলেই তা পাওয়া যায়। কেউ বস বা পিয়ন হয়ে জন্মায় না। আপনার শ্রদ্ধাবোধের প্রতি সম্মান জানালম।

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩

মিলটন বলেছেন: "সম্মান করলেই তা পাওয়া যায়। কেউ বস বা পিয়ন হয়ে জন্মায় না।"

সহমত। ধন্যবাদ।

১৮| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

কাল্পনিক বলেছেন: আমি একবার আমার খালাতো বোনের বান্ধবীকে প্রথম দেখায় আপনি বলেছিলাম। আপনি ডাক শোনার পর সে আমাকে "তুমি" বলে ডাকা শুরু করলো। বোঝেন অবস্থা!

মিলটন ভাই, কি করবো বলুন?

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০

মিলটন বলেছেন: কি আর বলবো বলেন?

১৯| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

কাঙাল বলেছেন: আজ তুমি যে এই সুন্দর ইনভায়রমেন্ট দেখছো, এত শান-সৌকত দেখছো এগুলো তাঁদেরই অবদান, তারা তাদের যৌবনের মূল্যবান সময়টাকে আমার এই ব্যাবসায় দিয়ে গেছে। আমি কি করে তাদের এই দানকে অগ্রাহ্য করি?

ভাল লাগল

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪১

মিলটন বলেছেন: ধন্যবাদ।

২০| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

রাঙা মীয়া বলেছেন: মিলটন ভাই সহমত++++++++++++++

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

মিলটন বলেছেন: ধন্যবাদ রাঙা মীয়া।

২১| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৬

প্রবাস কন্ঠ বলেছেন: আমাদের সবারই সবার প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত +

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

মিলটন বলেছেন: ধন্যবাদ।

২২| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৬

সুন্দর সমর বলেছেন: মানবিক মূল্যবোধ সম্পন্ন ভাল পোস্ট।+++++++++++...

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

মিলটন বলেছেন: ধন্যবাদ সুন্দর সমর আপনাকে।

২৩| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৯

মুহিব বলেছেন: আপনা শ্রদ্ধাবোধ দেখে ভাল লাগল। তবে আমি দ্বিমত। পিয়নকে বা কাজের লোককে আমি তাদের মতই দেখি। খুব বেশী সিনিয়র নাহলে তুমি করেই বলী।

৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪

মিলটন বলেছেন: স্মার্ট বয়।

২৪| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লাগলো ।
আমিও নিয়মটা মেনে চলার চেষ্টা করি । বয়সে খুব ছোট না হলে আপনি করেই বলি সবাইকে

৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

মিলটন বলেছেন: ভালো লাগলো আপনার কথাটা।

২৫| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০২

চিকনমিয়া বলেছেন: কতা হাচা
মিলটন পুলাডা ভালা আচে

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১২

মিলটন বলেছেন: জেডায় দেখি ভালই কথা কয়।

২৬| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯

মুহিব বলেছেন: আমাদের এমডি আমার চেয়ে বয়সে ছোট। তাকে কি এখন তুমি করে বলতে পারব? অনেক জুনিয়রকেই তো বলি।

২৭| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৮

মেসবাহ য়াযাদ বলেছেন: ভালো লিখেছেন (অবশ্য আপনি সব সময়ই ভালো লিখেন), ধন্যবাদ আপনাকে...

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২১

মিলটন বলেছেন: ধন্যবাদ, মেসবাহ।

২৮| ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৮

শুকলা দাস বলেছেন: ভালো লাগলো লেখাগুলো পড়ে।
ভারসিটির বিভিন্ন বুড়ো কর্মচারীদের প্রতি আমি ও একই রকম শ্রদ্ধা দেখাই।
সাধারণ কথাগুলো অসাধারণ করে তুলে আনার জন্য ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০

মিলটন বলেছেন: ধন্যবাদ শুকলা, আপনাকে মনে হয় প্রথম দেখলাম আমার ব্লগ পেইজে। আপনাকে স্বাগতম।


ধন্যবাদ।

২৯| ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯

জেরী বলেছেন: আপনার সাথে আমি একমত।আমি সিনিয়র-জুনিয়র সবাই কে ভাই ডাকি।বোনাস হিসেবে তারা ও আমাকে অনেক খ্যাতির করে।

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৯

মিলটন বলেছেন: আমি আপনাকে কি বলে ডাকবো?

৩০| ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩১

শুকলা দাস বলেছেন: ভাইয়া আমার নাম শুক্লা ,শুকলা না।আসলে আমি প্রথম দিকে টাইপে যুক্তাক্ষর লিখতে পারতাম না তো তাই আমার নাম শুকলা হয়ে গেছে।

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪২

মিলটন বলেছেন: ওকে শুক্লা, আমার শুক্লা মৌলিক নামে একজন প্রিয় বান্ধবী আছে। আমি ওকে প্রচন্ড মিস করি।

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২

ঝুমী বলেছেন: অসাধারণ লাগলো লেখাটা! আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক আগেই ছিল। আর আজ এই লেখা পড়ে তা দ্বিগুণ হলো। +:)

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬

মিলটন বলেছেন: ধন্যবাদ ঝুমী। কেমন আছেন? একেবারেই যে বাদ দিলেন এখানে আসা? ব্যাপার কি? আমরা কি এতই পর হয়ে গেলাম?

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪

ঝুমী বলেছেন: হাঃ হাঃ এই অভিযোগ কেন ভাইয়া! সাইন ইন করে আর কারো ব্লগে না হোক, আপনার এখানে একবার উকিঁ দেই!!! :)

এই কয়েকদিনে আপনি অনেক লেখা লিখেছেন। তাই বাড়ির কাজ মনে করে রোজ একটা করে পড়ার চেষ্টা করি। :-B

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৪

মিলটন বলেছেন: প্রথম প্যারার জন্য ধন্যবাদ।

দ্বিতীয় প্যারা:
বাড়ীর কাজ? (টাশকিত)

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

একজন ব্লগার বলেছেন: ঠিকই বলেছেন মিলটন ভাই। শ্রদ্ধাবোধ থাকা উচিত সবার মাঝেই! কিন্তু এখন সেটা সবার মাঝে দেখা যায় না!+++ :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

মিলটন বলেছেন: আসলে এটা আসে চর্চা থেকে। কেন নেই আমাদের মাঝে জানেন? আমরা কেউই সহনশীল না। ছোট হোক বড় সবারই কিন্তু একটা সন্মান আছে, তাইনা? অন্ততঃ আমি তাই মনে করি। যার যার সন্মান তাকে দেওয়া উচিত।

তারপর আছেন কেমন বলেন?

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

ঝুমী বলেছেন: হাঃ হাঃ বাড়ির কাজ মানে ছেলেবেলায় স্কুল থেকে ফেরার পর রাতে খাতায় টিচারদের দেয়া বাড়ির কাজ করতাম। আর এখন ব্লগে সবার লেখাগুলোও রাতেই বেশিরভাগ সময় পড়ি! তাই ফান করে ওভাবে বলেছিলাম।:)

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪০

মিলটন বলেছেন: ওওওওওওওওওওওওওওওও

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫০

একজন ব্লগার বলেছেন: একদম ঠিক বলেছেন। আমিও এটাই মনে করি। আমি আমার বয়সে ছোটদের সালাম দিতে পছন্দ করি।:)

হা হা । বাড়ীর কাজ! ভাল বলেছেন তো!@ঝুমী। :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫২

মিলটন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫১

একজন ব্লগার বলেছেন: ছোটদেরও***

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

জেরী বলেছেন: @মিলটন ভাই,জেরীকে নাম ধরে ডাকতে পারেন।চাইলে আপু ও ডাকতে পারেন।
জেরী বয়স অবশ্যইআনুমানিক ৩৫ বছরের নীচে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.