নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

বাংলালায়নের স্পিড কি ডবল হয়ে গেলো?

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৪৭

ব্যাপারটা আজকে সকাল থেকেই খেয়াল করলাম। ডাউনলোড স্পিড ৫১২ কেবি পাচ্ছি। আমার লাইন ২৫৬ কেবি ছিল। গতকাল রাতেও যতদুর মনে পড়ে আমি ডাউনলোড স্পিড পেয়েছিলাম ২৫৬ কেবি।



কিউবির সাথে পাল্লা দিয়ে কি তারাও স্পিড ডবল করে দিলো? তবে আমি বেশীভাগ সময় ৫১২ কেবি'র অনেক বেশী পাচ্ছি। গতকয়েকদিন আগে তাদের কাষ্টমার কেয়ারে ফোন করলে, সুকন্ঠী কাষ্টমার ম্যানেজার জানিয়েছিল, হয়ত এমন ডবল স্পিডের অফার আসতেও পারে, তবে তিনি শিওর না।



আপনারা যারা বাংলালায়ন লাইন ইউজ করেন তাদের ডাউনলোডের কি অবস্থা?

মন্তব্য ৪৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫০

িসজার বলেছেন: হুমম,,,স্পীড ডাবল হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৯

মিলটন বলেছেন: যাক ভালো হয়েছে।

২| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫১

পৃথিবীর আমি বলেছেন: আমিও শুনলাম

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৪

মিলটন বলেছেন: আর আমি নিজে চোখে দেখলাম। :)

৩| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪

হৃদয়হীনা বলেছেন: এই ব্যাপারটা জানার জন্য একটা পোষ্ট দিতে লগ-ইন করেই দেখি আপনি পোষ্ষ্ট দিয়েছেন। যাই হোক সকাল থেকেই আমিও ৫১২ পাচ্ছি, সুষ্ঠু প্রতিযোগিতা!!

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৮

মিলটন বলেছেন: আমারও সকাল থেকে মনে খটকা লাগছিল। পোষ্ট দেবার তেমন সময় পাইনি। এখন পিসিতে বসে তাই পোষ্টটা দিলাম।

৪| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ভাইজান রাতে এসে টের পেলেন!!!!!
:-*
আজ সকাল থেকেই স্পিড ডবল পাচ্ছি, এখনও অফিসিয়ালি ঘোষনা আসেনি, নতুন মাসের শুরুতে এনাউন্স করবে বোধহয়। যাই হোক, কিউবির সাথে পাল্লা দিয়ে স্পিড ডবল করায় বাংলাবিলাই কে থ্যাংকু।

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০০

মিলটন বলেছেন: আমি যে টের সকালে পেয়েছি সেটা পোষ্টের প্রথম লাইনেই লেখা আছে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৫

হাসিব আনোয়ার বলেছেন: ডাউনলোডায়া সেইরাম শান্তি পাইতেসি B-) B-) B-) B-)

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৫

মিলটন বলেছেন: জ্বি আমিও পাচ্ছি

৬| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৬

হাসিব আনোয়ার বলেছেন: ডাউনলোডায়া সেইরাম শান্তি পাইতেসি B-) B-) B-) B-)

৭| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৯

স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমিও সকাল থেকে লক্ষ্য করালাম।

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৪

মিলটন বলেছেন: জ্বি, তবে ওরা কবে ঘোষনা দিবে জানেন কিছু?

৮| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০২

রাজসোহান বলেছেন: হেহে বাংলা বিলাই...খালি নকল করে :P

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৫

মিলটন বলেছেন: নকল করুক আর যাই করুন আমরা স্পিড ডবল পাচ্ছি সেটাই বা কম কিসে?

ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আপনি এখনও যা পাচ্ছেন তা আপনার পাওনা অধিকারের চেয়ে কম।

৯| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৩

আপন কথা বলেছেন: আমি সকালেই টের পাইছি
কিন্তু ভাবলাম শুকুবার অফিস আদালত বন্ধ তাই আমি একটু বেশিই পাচ্ছি।

যাই হোক এই স্পিড স্থায়ী হইলে ভাল। যদিও বেশি স্পিড পাইলে ব্যান্ডউইথ তাড়াতাড়ি খরচ হইয়া যায়।

আমার আবার ৫জিবিতেও হয় না।

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২২

মিলটন বলেছেন: আপনার ৫ জিবিতে হয়না? সিনেমা ডাউনলোড করেন নাকি?

১০| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৬

বটতলার টারজান বলেছেন: কিউবি, বাংলালায়নের ডাবল স্পিডের কারণ কি???
কেউ জানেন?? নাকি শুধু ব্যাবসা???

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

মিলটন বলেছেন: ট্যাক্স বোধ হয় কমিয়ে দিয়েছে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৬

আকাশের তারাগুলি বলেছেন: ভুয়া, সামু খুলতেই ৩বার লগ আউট যেখানে ৫১২ ছিলো আগে

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

মিলটন বলেছেন: ব্লগের কথা আর বলেন না, অবস্থা খুবই খারাপ। এই আছে তো এই নাই।

১২| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

বটতলার টারজান বলেছেন: কিউবি, বাংলালায়নের ডাবল স্পিডের কারণ কি???
কেউ জানেন?? নাকি শুধু ব্যাবসা???

১৩| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

কাক ফ্রাই বলেছেন: আমার আছে বাংলার বিলাই ওরফে ভাংগা লিংক ...এই সপ্তাহে স্পিড হইছে অর্ধেক ।

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

মিলটন বলেছেন: বাংলালিংক, গ্রামীনের দিন আর নাই রে ভাই।

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

মিলটন বলেছেন: বাংলালিংক, গ্রামীনের দিন আর নাই রে ভাই।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৪

Neelpoddo বলেছেন: পোস্টপেইডে হয় নাইক্যা।

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

মিলটন বলেছেন: আমি তো পোষ্টপেইডেই পাচ্ছি।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৫

বাঘা তেঁতুল বলেছেন: রপ্তানী করার আগে যদি ঢাকার পোলাপানরে একটু স্পিড না দেয় তাহলে তো ঝাতি পাগলা হয়ে যাবে , সমস্থ খালের পাড়ের লোকদের আপনাদের সমপরিমান স্পিড আশা করছিখাল পাড়ের লোক আমি আমাদের টা একটু দেখেন

৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

মিলটন বলেছেন: হতেও পারে

১৬| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৫

স্বপ্নকথন বলেছেন: ওয় হোয়.............আমিতো ব্রডব্যান্ড এ এই সুবিধা পাইতেছি গত ২মাস ধইরা।ভয়ে কাউরে কইনাই যদি দোকানদারগো ভুল ধরা পরে!! এখন দেখি এইটাই সবাই পাইতেছে।সরকার কর কমায় দিয়া ভালই করছে। আমার স্পিড ৩ডবল হইছে!!!!!!!!!

০২ রা মে, ২০১১ রাত ১০:২৪

মিলটন বলেছেন: ৩ ডবল?

১৭| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৭

সুমাইয়া শেলী বলেছেন: আমাদের কি হবে?আমরা তো ব্রডব্যান্ড ব্যবহার করি। ???

১৮| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

ইলুসন বলেছেন: সুমাইয়া শেলী বলেছেন: আমাদের কি হবে?আমরা তো ব্রডব্যান্ড ব্যবহার করি। ???

আমারো একই প্রশ্ন।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪০

আমি পাগলা বলেছেন: @সুমাইয়া শেলী ...Why you r waiting?get a banglalion Modem...Mine was 512 kbps now i am getting speed of 1mbps with Monthly rate 1437 taka only...Download speed around 100KB.....

২০| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ভাই, যারা ১জিবি ইউজ করে, তাদের কি সুবিধা-অসুবিধা।

২১| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২০

িবদ্রোহী বলেছেন: কিউবির সাথে পাল্লা দিয়ে স্পিড ডবল করা
..... বাংলাবিলাই কে থ্যাংকু।

তবে, ৩ ডবল করলে এগিয়ে যেতো........ 8-|

২২| ৩০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

একাকী পথচারী বলেছেন: ডাবল ডাবল :) :)

২৩| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৭

বোকা ছেলে বলেছেন: তাই নাকি, আমি তো মাত্র তিনদিন হলো লায়ন ছেড়ে কিউবি নিলাম। :( :( ভুল হইয়া গেল মনে হয়।

২৪| ০২ রা মে, ২০১১ বিকাল ৩:৪৫

স্পেলবাইন্ডার বলেছেন: সুস্থ প্রতিযোগিতা। মোবাইল কোম্পানীগুলো তাহলে ঢাকাসহ শহরাঞ্চলগুলোতে ইন্টারনেট ব্যবসায় ধরা খাবে। অবশ্য খাওয়াই উচিত। সব ব্যবসা ওদের করতে দেয়া ভাল দেখায় না। কবে যে থ্রিজি চালু হবে...:)

২৫| ০৩ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: আহ! বংলালায়নের মত যদি আমাদের ক্রিকেট টাইগারদের স্পীড বেড়ে যেতো!

২৬| ০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শুরুতে এ রকম থাকে। তারপর আসল চেহারা বের হয়। দরকারী কিছু ডাউন লোড করুতে শুরু করুন। এক সময় দেখবেন আসল চেহারা বের হয়ে গেছে।

০৪ ঠা মে, ২০১১ বিকাল ৪:০৩

মিলটন বলেছেন: না আমি অবশ্য ২৯ এবং ৩০ তারিখ টানা ডাউনলোড করেছি। কিন্তু স্পিড ঠিকই পেয়েছি। দেখা যাক কি হয়। তবে ওরা এখনও বোধহয় অফিসিয়ালি ঘোষনা দেয়নি।

২৭| ০৪ ঠা মে, ২০১১ রাত ৮:৪৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: আমার কাছেতো লায়নেরে বিলাই বিলাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.