নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I told my love, I told my love

মিলটনরহমান

[email protected] Never seek to tell thy love, Love that never told can be; For the gentle wind does move Silently, invisibly.

মিলটনরহমান › বিস্তারিত পোস্টঃ

বিশ শতকের ইউরোপীয় লিটলম্যাগ আন্দোলন; প্রসঙ্গ \'অস্ট্রিয়া\' /মিলটন রহমান

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

বিশ শতকে ইউরোপের লিটলম্যাগ আন্দোলন কেমন ছিলো সে বিষয়ে জানার খুব আগ্রহ ছিলো। চলতি শতকের মাত্র একটি দশক অতিক্রান্ত হলো। এই সময়ের মধ্যে ব্রিটেনে যে পরিমানে লিটলম্যাগ প্রকাশিত হয়. তার অধিকাংশই গত দশকের ধারাবাহিকতা। এর পরিমান এবং মান উল্লেখ করার মত। তাই আমার ইচ্ছে জাগলো ইউরোপের অন্য দেশগুলোর লিটলম্যাগ আন্দোলন সম্পর্কে জানার। সম্প্রতি অস্ট্রিয়ার বেশ ক'টি লিটলম্যাগ হাতে পেয়েছি। এগুলো পাঠোত্তর দু'টি ধারনা আমার হয়েছে। এক. বিশ শতকের অস্ট্রিয়াতে লিটলম্যাগ আন্দোলন জোড়ালো হয়েছে শতকের দ্বিতীয়ার্ধে দুই. লিটলম্যাগ আন্দোলনের লক্ষ্য। প্রাসঙ্গিকভাবে উল্লেখযোগ্য কয়েকটি লিটলম্যাগের নাম উল্লেখ করা যেতে পারে। ইন(InN) প্রথম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। লিটারেসার এন্ড ক্রিটিক(Literatur und kritik) প্রথম প্রকাশিত হয় ১৯৬৬ সালে। ডাই রাম্প(Die Ramp) প্রথম প্রকাশিত হয় ১৯৭৫ সালে। সালজ(SALZ) প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। স্টের্জ(Sterz) প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে এবং সম-সাময়িক ওয়েসপেনেস্ট(Wespennest)। এই লিটলম্যাগগুলোর প্রধান উদ্দেশ্য ছিলো সম-সাময়িক লেখকদের প্রতিষ্ঠিত করা। নতুন লেখকদের স্থান করে দেয়া এবং নিজ ভাষার সাহিত্যকে প্রতিষ্ঠত করা। এইসব বিষয়ে ছোট কাগজগুলো বলতে গেলে ছিলো একেবারেই গোড়া। কালেভদ্রে দুই একটি কাগজ ভিনদেশী লেখকের লেখা ছাপতো অনুবাদ করে। তাও যদি প্রাসঙ্গিক গতো। তা না হলে নিজ ভাষা এবং সাহিত্যেকে প্রধান্য দিয়েছে তারা। অস্ট্রিয়ার অফিসিয়াল ভাষা জর্মন। এছাড়াও আনঅফিসিয়াল ভাষা হচ্ছে অস্ট্রো বেভেরিয়ান। এছাড়া আঞ্চলিক ভাষাও রয়েছে। যেমন-বার্জেনল্যান্ড ক্রোয়েশিয়ান. স্লোভেনি.হাঙ্গেরিয়ান. চেক. স্লোভাক এবং রোমানীসহ আরো বেশ কয়েকটি। লিটলম্যাগগুলোতে আঞ্চলিক ভাষা ব্যবহার হয় নি। সবগুলো প্রকাশিত হয়েছে জর্মন ভাষায়। তবে দু'একটিতে মাঝে মাঝে আঞ্চলিক ভাষার ব্যবহার রয়েছে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি বিদেশী লেখকদের লেখা প্রকাশে তাদের আন্তরিকতাহীনতা দেখে। বিশ্বসাহিত্যের সংযোগ ছাড়া কোন সাহিত্য ঋদ্ধ হওয়া আদৌ কি সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.