নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা নিয়ে নষ্ট মিডিয়ার ব্যাবসা X(

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

বাংলাদেশ এখন সব বিষয়ে পারদর্‌শি বা স্বাবলম্বি ! "করা যাবে না, যায় না বা অসম্ভব" বলতে কিছুই এখানে নেই। প্রত্যেকটা মানুষ একেকটা পাকা ব্যবসায়ী হয়ে উঠেছে, তার মূলধন যা-ই হৌক না কেনো। এমনকি রক্ত আর ইজ্জতের দামে কেনা স্বাধিনতা নিয়ে ব্যবসা করতেও কেউ এতটুকু ভাবে না !



আপনাদের সাথে আজ বহুদিন ধরে চালিয়ে আসা এক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দিব, যারা আমাদের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলে খেলে এখন পাকা খেলয়াড় ! তারা হলেন 'টেলিভিশন মিডিয়া' ! কী অবাক হলেন ? আসলে বিষয়টা অবাক হওয়ার মতোই, কিন্তু সৎ-জ্ঞান হওয়ার পর থেকে এই বাংলাদেশের মানুষের (!) কার্‌যকলাপ দেখে যেই নার্‌ভটা অবাক হতে সাহায্য করে তা ভোঁতা হয়ে গেছে !



এবার আসল কথায় আসি ! গত কয়েকবছর ধরে এই টেলিভিশন মিডিয়ার একটা বিষয় খুব সাবধানতার সাথে দেখে আসছি। আর এই স্বাধীনতার মাসে ও তা খুব ভাল করে দেখছি। এইতো এই ১৬ তারিখে আমাদের স্বাধীন বাংলাদেশের ৪২তম জন্মদিন পালিত হবে। আমরাও বিয়েয়সটাকে মহা আড়ম্বরে উদযাপন করবো। সেটা অবশ্যই ভাল দিক। কিন্তু খুব খারাপ দিক হলো আমাদের এই মিডিয়ার ও ডিসেম্বর প্রীতি ! স্বাধীনতা যুদ্ধে ২ লক্ষের অধিক নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন, ৩০ লক্ষ প্রাণ ঝরে গেছে ! হুম এটা ঠিক সবার নাম-ধাম জন্ম-মৃত্যু তারিখ কারই জানার কথা না। এইযে আমরা যারা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তারা বইয়ে পড়ে কিংবা মুরুব্‌বিদের কাছ থেকে শুনে স্বাধীনতা চিনেছি, জেনেছি। আমরাও এমন মহান মহান শহীদের জন্মদিন জানি যাঁরা এই ডিসেম্বর মাসে নয়, বছরের অন্যান্য দিনে জন্মেছেন।



এতো গেলো শহীদদের কথা, এবার গাজীদের কথায় আসি। যাঁরা দেশ স্বাধীন করেছেন কিন্তু যুদ্ধে বিজয়ী হয়ে অন্য সময় মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যাও কিন্তু কম না। ইনাদের জন্ম-মৃত্যু দিবস জানা সবার কর্‌তব্য। আমরা সাধারণ মানুষেরা অনেকাংশেই এইসব দিবস জানতে টিভি মিডিয়ার উপর খুব ভাল করে ডিপেন্‌ড করে থাকি। কেনোনা আমরা যারা ব্যস্ত মানুষ তারা দিবসগুলো ঠিক সময়ে মনে রাখতে পারি না।



এইতো এই মহান মাসে প্রতিদিনই দেখি এই ব্যাবসায়ীরা তারিখ অনুসারে কোন না কোন শহীদের জীবন বৃত্তান্ত আলোচনা করে। যা দেখে মনে হয় যে স্বাধীন বাংলা গড়তে যারা নিজেকে বিলিয়ে দিয়েছেন তারা সবাই এই ডিসেম্বরে জন্মেছে আর মারা গেছেন ! আর শেখ মজিব আর জিয়াউর রহমান ছাড়া সারা বছরে কেউ জন্মেওনি আর মরেওনি !!!

তারা যদি সত্যিই স্বাধীনতার চেতনা ধারণ করে এগুলো প্রচার করে থাকেন, তাহলে অন্তত ছোটবেলায় পাটহ্য পুস্তকে পড়া সেই মহা নায়করা যারা

*বীর শ্রেষ্ট

*বীর উত্তম

*বীর বিক্রম

উপাধীতে ভূষিত হয়েছেন। তাদের জন্ম-মৃত্যু দিবস পালন করে আমাদের এই কলঙ্ক থেকে মুক্তি দিতে পারতেন যেঃ- শেখ মজিব আর জিয়া ছাড়া ও এই বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছেন তারা ডিসেম্বর ছাড়া অন্য মাসে আমাদের থেকে হারিয়ে গেছেন !



ব্যবসা আমরা সবাই বুঝে গেছি ! তাই বলে এই স্বাধীনতাটারেও ছাড় দিমু না !!

অনেকে বলবেন এতে ব্যাবসা দেখলেন কই ? আছেরে ভাই আছে, তা না হইলে সারা বছর শহীদদের জন্ম-মৃত্যু ভুইল্লা শুধুমাত্র এই মহান মাসে এই টিভি মিডিয়ার এতো মহান হয়ে ওঠার কারনটা কি ?

আপনার কাছে কি বিষয়টা এখনো অস্পষ্ট ???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ভাই দু:খ লাগে কিভাবে স্বাধীনতাটাকে ধর্ষণ করা হচ্ছে। এক টেলিকম বাটপার কোম্পানী আওয়াজ দিসে মানুষ জমায়েত কইরা নাকি মানব পতাকা বানাইবে। আর এক মাদারচোদ পত্রিকা কয় ৩০০০০০ লোক দিয়া জাতীয় সংগীত গাওয়াইয়া নাকি রেকর্ড ভাঙবো। আমাগো স্বাধীনতা আর চেতনা তাইলে এতই সস্তা! আর পত্রিকাগুলা দেখল তো মনে হয় কয়দিন পর জাতীয় পতাকার ডিজাইনে আন্ডি আর ব্রেসিয়ার পরা স্টাইল হইব। কত সস্তা করা যাইতে পারে জাতীয় চেতনা আর ঐতিহ্যরে তার মনে হয় একটা প্রতিযোগিতা চারদিকে! পন্যবাদ আর পুজিবাদ সব দেশেই আছে আর সব জাতীয়তারে পচাইসে কিন্তু আমাদের মনে হয় কোন মূল্য নাই আত্মসম্মান নাই। জাতীয় সংগীত, জাতীয় পতাকা, জাতীয় দিবস সব মনে হয় ব্যবসার উপকরণ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মুহামমদ মিনহাজ বলেছেন: জ্বি ভাই ! আমাদের স্বার্বভৌমত্য বলতে কিছুই এখন আর বাকি না। যে যেভাবে পারে সেভাবেই আমাদের ব্যবহার করে যাচ্ছে আর আমাদের হাতে শুধু হাতে মুরি ধরাইয়া দিতাছে, হুকনা মুরি X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.