নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নিল সময়গুলো যাচ্ছে বয়ে...

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

এই আমি মীরা

"দলা পাকানো কাগজ ও চুমোয় ভরা মগজ নিয়ে ঘুমোও, মেঘের বেগে রেগে গিয়ে অসম্ভবের সম্ভাবনা ড্রিমাও, তাও না হলে কাওকে বলে বিষন্নতার ছলে বসে ঝিমাও, বা অন্য কিছু ধন্য করার আশায় মাথায় চিন্তা ঠাসা থামাও।" -- কপিরাইট: মীরার ছোট্ট মগজ

এই আমি মীরা › বিস্তারিত পোস্টঃ

জোড়া কাহিনী

১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৭

ছোটবেলায় আমার মা শুনেছে জোড়া কলা খেলে নাকি জমজ সন্তান হয়। একসময় মার খুব শখ ছিলো জমজের, তাই শোনা কথায় কান দিতে নেই জেনেও কান দিতো। সে ইচ্ছেটা একটু বদলে আমার মধ্যে চলে এসেছে। জমজের শখ না হলেও, আমার জমজ ভাইবোনদের দেখতে খুব মজা লাগে। বাংলাদেশে চেনা জানা কেও ছিলো বলে মনে পড়ছে না, তবে এখানে আসার পর বেশ কয়েক জোড়ার সাথে ভালো ভাবে পরিচয় হয়েছে।



হাই স্কুলে ওঠার পর জাস্টীন ও রোসেট, আর রেবেকা ও এ্যশলিকে দেখলাম। প্রথম দু'জনের হাব ভাব যদিও সম্পূর্ণ আলাদা, দ্বিতীয় জনদের পাশাপাশি দেখেও আলাদা করা কঠিন। ওরা একই ভাবে কথা বলে, একই কাপড় পরে ও একই ব্যাগ নিয়ে ঘুরে। দু'জনেরই রাগ হয় একই কারনে ও রাগ ভাগে একই ভাবে। তবে ওরা ভিন্ন ক্লাসে ছিলো বেশিরভাগ সময়েই - এর জন্যই এতোদিন ওদের সাথে থেকেও বেঁচে আছি সবাই!



অস্ট্রেলিয়ায় আসার পর প্রথম পরিচয়ের বাঙ্গালিদের মধ্যে আছে ফি আপু ও কি আপু (পুরো নাম নয়)। ওদের মাঝে পার্থক্য করতে পারতাম না শুরুতে। কয়েকদিন পরে খেয়াল করলাম একজনের দাতের ব্রেস আছে ও আরেকজনের নেই। একজন কাজল দেয় ও আরেকজন দেয় না। তখনও এ দুটো ছাড়া ওদের আলাদা করা আমার সাধ্যের বাহিরে। কয়েক বছর পর এক বোন ব্রেস ছাড়লো ও অন্যজন ধরলো। আবার নতুন করে শুরু হলো সমস্যা। :| অবশ্য এখন ওগুলো ছাড়াই চিনতে পারি। ছয় বছরে আরও অনেক পার্থক্য বের করে ফেলেছি।



জমজদের মধ্যে সবচেয়ে মজার হচ্ছে ইমু ১ ও ইমু ২। ওরা অসম্ভব মিল সহ চেহারার একুশ বছরের ভাই বোন। বাসায় সারাক্ষন কথা হয়, তবুও একজন আরেকজনের ফেসবুকে ম্যাসেজ রেখে যায়। ওদের ইমু এক ও দুই ছাড়াও অনেক নাম আছে - যেমন দা গার্ল, দা বয়।



একটু অপ্রাসঙ্গিক কথা: আজকেও প্রচন্ড বৃষ্টি হলো। আগের বার মার সাথে ভেজার ইচ্ছে ছিলো, এবার ভিজেছি। আপুনি এমন দিনে ভুল গান ধরলো - হলুদিয়া পাখি, সোনারই বরন, পাখিটি ছাড়িলো কে...

মন্তব্য ২০ টি রেটিং +১০/-৭

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩

মাহবুবা আখতার বলেছেন: আমার সাথে পড়ত কেয়া আর কণা- দুই জমজ। কিন্তু এদের কোন মিল ছিল না।
কেয়া ছিল ভালো ছাত্রী, কণা ততটা ভালো ছিল না। কেয়া বসত সামনে কণা পিছনে। কেয়ার ফ্রেন্ডরা ছিল ভালো ছাত্রী, আর কণার ফ্রেন্ডরা পেছনের দিকের ছাত্রী। দু'জনের চিন্তা ভাবনা, কথা বার্তাও বেশ আলাদা ছিল।
আমি দেখেছি জমজ ভাই বোনদেরই বরং ততটা মিল থাকে না।
আমার কাছে সবচেয়ে মজার লাগে হ্যারি পটারের দুই জমজ- ফ্রেড আর জর্জকে। এরকম বাস্তবে আছে কিনা জানি না।
তবে মজাই লাগে।
+দিয়েছি।
লেখা ভালো লাগল।

২| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৩

সবুজ সাথী বলেছেন: আমার দুই খালাতো বোন জমজ। হীরা আর মীরা। আমি কোনদিনই তাদেরকে আলাদা করতে পারতাম না। এবার ঈদে নানা বাড়ীতে তাদের সাথে দেখা হলো। হীরার বিয়ে হয়েছে। কয়েক মাস হলো একটা সুন্দর ছেলেও হয়েছে। মীরার এখনও বিয়ে হয়নি। এখন কিছুটা হলেও আলাদা করা যায়। তবুও আমার মা ভুল করে ফেলল। আসার দিন মা হীরার ছেলের জন্য গিফ্‌ট দিতে গিয়ে মীরার হাতে গিফ্‌ট দিয়ে তার জন্য দোয়া করতে লাগল। দুষ্টু মীরা (তুমি না কিন্তু) শোনে আর মিট মিট করে হাসে, কিছু বলে না। তার হাসি দেখার পর মা তার ভুল বুঝতে পেরে হেসে উঠে। আমিও আর হাসি ধরে রাখতে পারিনা। জমজদের নিয়ে এরকম অনেক মজার কাহিনি আছে।
+++

৩| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮

তেলাপোকা বলেছেন: জোড়া কাহিনীর সাথে মগের মিল আছে। বৃষ্টির সাথে মিল নাই।
তোমাকে একটা গান শুনাই, এটা প্রাসংঙ্গিক গান, তোমার ভালো লাগবে (যদি হিন্দির কিছু বুঝো) : গানটা এখানে পাওয়া যাবে- ইয়ে ডারদ

হিন্দি কি বিছিরিরে বাবা...

১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৯

এই আমি মীরা বলেছেন: হিন্দিতো বুঝিনা, তবে গানের মূল কথাটা বুঝিয়ে দিলে গান ভালো লাগতে পারে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪

বিবেক সত্যি বলেছেন: জোড়া কলা খেলে নাকি জমজ সন্তান হয়..

-এইটা ঠিক না.. :)

৫| ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৮

বিবেক সত্যি বলেছেন: আমি চিনি একজোড়াকে... রিফাত-সিফাত

ছোটবেলা থেকেই একরকম জামা-জুতা পড়তো । একই ধরনের ব্যাগ নিয়ে স্কুলে যেতো..

এখন অবস্থা হচ্ছে.. একটা সায়েন্সে, একটা কমার্সে..একটা এ + পাইছে..আরেকটা এ+ পায় নাই.. ;)

অনেকদিন থেকে দেখিনা ওদের-জানিনা আর কি কি অমিল তৈরী হইছে..

৬| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৫

আওরঙ্গজেব বলেছেন: "জোড়া কলা খেলে নাকি জমজ সন্তান হয়.. " - কুসংস্কার।

৭| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৯

এই আমি মীরা বলেছেন: মাহবুবা আখতার: বইয়ে ফ্রেড ও জর্জকে আমারও ভালো লাগে, কিন্তু মুভি করতে গিয়ে ওদের ক্যারেক্টার বাকি ক্যারেক্টারগুলোর মতোই নষ্ট করে ফেলেছে।

বিবেক শক্তি ও আওরঙ্গজেব: জানি। ("...শোনা কথায় কান দিতে নেই জেনেও...")

সবুজ সাথী: হি হি হি... আমিও অবশ্য আমার ক্লাসের মেয়েদের নিয়ে বেশ কয়েকবার লজ্জায় পড়ে গিয়েছিলাম!

৮| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬

ফজল বলেছেন: মীরা বিগাম-
সন্ধ্যাবাতির মতই তোমারো লেখার হাত ভাল; লিখে যাও, আরো পাকাতে হবে হাতকে। দো'আ রইল।

৯| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭

তেলাপোকা বলেছেন: এটা তোমার এসাইনমেন্ট। বন্ধের দিন এই গান নিয়ে নাড়াচাড়া করে এর অর্থ বের করে আমাকে সেন্ড করবা। নো ফাঁকিবাজি। তবে এই গানের অর্থ বুঝার পর কান্নাকাটি করলে সেন্ড করা লাগবে না

১০| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৪

মুনিয়া বলেছেন: সুইট হয়েছে লেখাটা।

১১| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৭

খুশবু বলেছেন: মাকেটে সামনে মনে হয় দাড়িয়ে ছিলাম ।একটা মেয়ে আমার দিকে তাকিয়ে ছিল ও বাসে ছিল ।জানো মজার ব্যাপার কি ? মেয়েটার সাথে আমার চেহারার অনেক মিল ।

১২| ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪১

বিকেলবেলার সপ্ন বলেছেন: ফজল বলেছেন: মীরা বিগাম-
সন্ধ্যাবাতির মতই তোমারো লেখার হাত ভাল; লিখে যাও, আরো পাকাতে হবে হাতকে। দো'আ রইল।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮

শাস্তি বলেছেন: আপনের আপুনি গান জানে?

১৪| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৫

আসিফুল ইসলাম বলেছেন: খুব ভালো লেগেছে।মনটা খারাপ ছিল লেখাটা পড়ে এখন ভালো লাগছে।ধন্যবাদ

১৫| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০১

এই আমি মীরা বলেছেন: ফজল, মুনিয়া, নামহীন: ধন্যবাদ।

খুশবু: হি হি হি... হসপিটালে আলাদা হয়ে গিয়েছিলো মনে হয়!



১৬| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১১

মাহমুদ রহমান বলেছেন: "জোড়া কলা নাও খেলে জমজ সন্তান হয়.. " - এটা কিন্তু সংস্কার।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১২

মাহমুদ রহমান বলেছেন: যার হয় বা হয়েছিল তার জন্য.....

১৮| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯

ফারজানা১৬ বলেছেন: আমার তিন/চার নাম্বার মামার (আটজন মামা হওয়ায় তাদের সিরিয়াল আমি কখনোই মনে রাখতে পারিনা!) দুই জোড়া জমজ!
প্রথম জোড়া ছেলে!
দ্বিতীয় জোড়া মেয়ে!
যা দারুন লাগে ওদেরকে!

১৯| ১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৫

এই আমি মীরা বলেছেন: মাহমুদ রহমান: পোস্টটা আবার প্রথম থেকে পড়েন, তারপর সবগুলো কমেন্ট পড়েন।

ফারজানা: ইশ! কি মজা!

২০| ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

মৃন্ময় আহমেদ বলেছেন:
কলেজ লাইফে দুই জোড়া যমযের দেখা মিলেছিলো..
ভার্সিটি লাইফেও দুই জোড়ার সাথে..

২১| ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২

ফ্রুলিংক্স বলেছেন: জময না হয়েই যে মারামারি করেছি দুই ভাই। একজন আরেকজনের নাক-মুখ ফাটিয়ে....:)

২২| ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৫

আড্ডাবাজ আশিক বলেছেন: ohh eto valo lekha kivabe ase? ami bujte parci na tao eto olpo boyse? tomer notun and puraton sob gulo lekha ami porlam . osadharon. amer blog er boyes matro 3 din. ami onek kisu likh te chai but parsi na. tumi o naki amer moto ai rokom ekta problem a porsila? ami banglay likhte pari na. tumi ki amake help korba?

২৩| ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩

এই আমি মীরা বলেছেন: মৃন্ময় আহমেদ: মজা তো!

ফ্রুলিক্স: :D নাক ফাটানোর জন্য জমজ হওয়া লাগে না।

আড্ডাবাজ আশিক: ধন্যবাদ এখন ও আগের লেখা পড়ার জন্য। বাংলা কিভাবে লিখতে হয় সেটা ওপরের মেনুতে আছে।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২২

উলটা মানুষ বলেছেন: ইমু ১, ২ না। ই১, ই২।

২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৭

এই আমি মীরা বলেছেন: ওহ ভুল হয়ে গেলো, মাফ চাই :(

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২২

বৃত্ত বলেছেন: sweet লেখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.