নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চল বদলে যাই

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ওয়ালটন নাকি সিম্ফোনী??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

মোবাইল বিষয়ক সাহায্য চাই।



কেনার ইচ্ছে ছিল নোকিয়া লুমিয়া ৫২৫।



কিন্তু সবাই বলছে এই বাজেটে ওয়ালটন বা সিম্ফোনী কেনা ভালো।

৫" স্ক্রীন / কোয়াড কোর পাওয়া যাব।



আপনারা কি বলেন? ওয়ালটন ভালো হবে নাকি সিম্ফোনী?? আছেন কেও, যিনি এই ধরনের সেট ব্যাবহার করেন???



সবার মন্তব্যই আমার কাছে মূল্যবান।



অগ্রীম ধন্যবাদ রইলো।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

ছায়া শিকারী বলেছেন: ভাই, ৫ মাস হল ওয়ালটন প্রিমো এনএক্স১ ব্যবহার করতেসি। ভালই তো। এখন পর্যন্ত কোন সফটওয়্যার/হার্ডওয়্যার সমস্যা করে নাই। কখনো হ্যাঙ হয় নাই। ১৩ মেগাপিক্সেল ক্যামেরা তে চমৎকার ছবি/ভিডিও রেকর্ড করা যায়। ব্যাটারীও মোটামুটি খারাপ না। গেমিং ইঞ্জিনও ভাল।
সিম্ফোনী ব্যবহার করি নাই, তবে বন্ধুদের কাছে শুনি যে, ওয়াল্টন নাকি সিম্ফোনীর চেয়ে অনেক ভাল।
আরো খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে তারপর কিনবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

আমিও শুনেছি ওয়ালটন বেশ ভালো।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

কর্ণেল সামুরাই বলেছেন: ওয়ালটন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

ভোরের সূর্য বলেছেন: কোনটাইনা। তথাকথিত চাইনিজ ফোন না কিনে নোকিয়া, স্যামসাং কিনুন চকচক করলেই সোনা হয়না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

রাঘব বোয়াল বলেছেন: ওয়ালটন কিনতে চাইলে x1 কিনে ইয়ুজ করে দেখুন। একেবারে মাক্ষি একটা সেট।আর সিম্ফনি ইয়ুজাইতে চাইলে w150।এটার পারফরমেন্সঅ অনেক ভালো। কিন্তু বেটারি nx এর মত কনটাই বেকাপ দিবেনা।তবে w150 তুলনায় x1 এর বেয়ারি বেকাপ ভালো। এই ৩টি ইউজ করেছি।তাই কমেন্ট করলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

মদন বলেছেন: আমি মাস খানেক হলো সিম্ফনি ডব্লিউ৯২ কিনেছি। কোয়াডকোর প্রসেসর, ৮মে.পি. ক্যামেরা। ২১০০ ব্যাটারী। ৫" ডিসপ্লে। দাম নিয়েছে ১০০৫০.০০। আমার জন্য যথেষ্ট।


ওয়াল্টনের সেট অনেকেই ভালো বলে, নিজে যেহেতু ব্যবহার করি নাই তাই বলতে পারছি না। সিম্ফনির বড় সুবিধা হলো অনেক সার্ভিস সেন্টার। যেটা ওয়াল্টনের নেই।

http://www.smartphonesbd.com/ এখানে কমপেয়ার করে দেখতে পারেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

এবি মিনহাজ বলেছেন: সিম্ফোনি ইউজাই। চমৎকার সার্ভিস দিচ্ছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

দি সুফি বলেছেন: নকিয়া, স্যামসাং - এগুলো কিনুন। কষ্টের টাকা দিয়ে কোয়ালিটি পণ্য কেনাটাই কি ভালো না?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

মিশুক - ঢাকা বলেছেন: কথাটা ভালো লেগেছে।

আপনাকে আসংখ্য ধন্যবাদ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
নোকিয়া ৫২৫ ||

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে আসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.