![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত ভ্রমনের সময় সাথে ল্যাপটপ, মোবাইল সাথে নিতে চাই, কিন্ত কিভাবে নিতে হবে জানিনা । এছাড়াও ভারতে যাওয়ার ব্যাপারে বিস্তারিত যেমন বর্ডার ক্রসের সময় কি কি ঝামেলা হতে পারে, ঐপার যাওয়ার পর রুপি কিভাবে পাব, ভেলর যেতে চাইলে কোন ট্রেন ভাল হবে, ভাড়া কত, কোথায় নামতে হবে, ওখানে বাসা বা হোটেল কিভাবে ভাড়া করতে হবে এক কথায় বিস্তারিত, অভিজ্ঞ জনেরা জানাবেন।
২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫
রাতুল রেজা বলেছেন: ল্যাপটপ, মোবাইল কোনো সমস্যা নেই নিতে। আমি বহু বার নিয়ে গেছি। বর্ডারে সামান্য কিছু ডলার এক্সচেঞ্জ করে নিবেন যাতে যাওয়ার ভারা আর অল্প খাওয়ার টাকা হয়, বর্ডারে ডলার রেট কম হয়। কলকাতার মার্কুইস স্ট্রিট এ বহু হোটেল পাবেন, ওখানে ডলার ভাঙ্গাতেউ পারবেন। ভেলর যাওয়ার এক্টাই ট্রেন, কড়মন্ডল এক্সপ্রেস। কলকাতার ফেয়ারলি হাউজে চলে যাবেন টিকিট কাটতে। ৩ দিন আগে কাটতে হবে। যেতে সময় লাগবে ৩০ ঘন্টা। ভেলরে সর্বশেষ আমি গিয়ে দেখেছি বাংলাদেশি দের হোটেল ভারায় একটু সমস্যা। তবে হোটেল অনেক, পেয়ে যাবেন। যে হোটেল এ উঠবেন ওই হোটেলের কার্ড নিয়ে থানা থেকে সিল মারিয়ে আনবেন।
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪
রাসেল মাহদুদ বলেছেন: আমার আগেই মন্তব্য চলে এসেছে। গুড লাক।
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
হতাশ নািবক বলেছেন: ১ রুিপ = কত টাকা???
৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
গোলাম রব্বানী পাপ্পু বলেছেন: Current exchange rate between Indian Rupee & bangladeshi Taka: 1 Rupee= BDT 1.27
Current Exchange rate between US Dollar & Indian Rupee:
1 US$= 61.10 Rupee
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
হতাশ নািবক বলেছেন: ্কোন সিম এব্ং মোডেম কিনবো???
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
ভুং ভাং বলেছেন: ভেলর যাওয়ার একটাই ট্রেন কড়মন্ডল এক্সপ্রেস। ভেলরে গিয়েছিলাম এই মার্চে সি এম সি হসপিটালে । প্রচুর বাঙালিদের হোটেল ভেলরে । আর মজার বিষয় এই যে ওরা মানে তামিল লোকজনরা ব্যাবসার খাতিরে বাংলা শিখে নিয়েছে।
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭
হতাশ নািবক বলেছেন: @ভুং ভাং হোটেল ভারা, খাবার খরচ জনপরতি কত ???
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
ভুং ভাং বলেছেন: হোটেল ভাড়া ৪০০ টাকা থেকে শুরু।আমরা ছিলাম মনিশ লজে ভাড়া ১৫০০ রুপি একটু খোলা মেলা আর পরিস্কার এই যা।এছাড়া আসে পাশে বাসা ভাড়া দেয়। খাবার প্লেট থেকে আরাম্ভ করে বিছানা বালিশ ,চুলা ,যা কিছু দরকার সব ভাড়া পাওয়া যায় ,যদি নিজে রান্না করে খেতে চান।খাবার হোটেলের খরচ বাংলাদেশের মতই কিছু কিছু ক্ষেত্রে কম। তবে ফ্রেশ জুস মাত্র ১৫-২০ রুপি আমি সারাদিনই জুস খেতাম ।
১০| ১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: জবাব তো পেয়েই গেসেন, গুড লাক।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
ইউরো-বাংলা বলেছেন: একটা ল্যাপটপ ও ২ টা মোবাইল, আপনি সাথে নিতে পারেন, বর্ডার ক্রসিং কোন সমস্যা নাই।
আপনি যে বাসে যাবেন ওদের কাউন্টারেও ডলার চেন্জ করে রুপি বানিয়ে নিতে পারবেন। তবে কলকাতার মারকুইজ স্ট্রিটে ডলার রেট ভাল পাওয়া যায়।