নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে ধর্ম ব্যবসায়ীরা............

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি-ইতালী শাখা, শাহাবাগের গণজাগরন মঞ্চ এর সকল দাবির প্রতি একাত্বতা পোষন করে রোমে গণস্বাক্ষর সংগ্রহের উদ্দ্যেগ নিয়েছে । এই কর্মসূচি সফল করার জন্য গতকাল স্হানীয় বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল নির্মূল কমিটি । বিজ্ঞাপন প্রকাশ হবার পর দুপুর থেকেই ধর্মিও লেবাসধারী মূখ্যরা আমাকে একের পর এক ফোন করে হুমকি দিতে থাকে । আমি একজন ছাড়া অন্য কারো সাথে কথাই বলতে পারি নাই । গালাগালির ফ...াকে আামাকে যে ব্যাক্তি কথা বলার সুযোগ দিয়েছে তাকে আমি বললাম ভাই আপনার মনে কি এখন শান্তি পাইতেছেন, তখন সে আরো একটি গালি দিয়ে ফোন রেখে দেয় । পড়ে শুনেছি নির্মূল কমিটির সাধারন সম্পাদকেও নাস্তিক বলে একাধিক বার গালাগালি করেছে ।বন্দুগন এই হলো ইসলাম গেল বলে প্রবাসী

ধর্ম ব্যবসায়ীদের ধর্ম পালন । আসুন এই সব ধর্ম ব্যবসায়ীদের প্রতিরোধ করে বাংলাকে একটি শান্তির নিবাস হিসাবে গড়ে তুলি । জয় বাংলা ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

নন্দনপুরী বলেছেন: ইউরোপ এবং সউদি-আরব, কুয়েত, কাতার জত মুসলিম দেশ গুলা আছে তারা ও ধর্ষনকারী হত্যাকারী মনবতাবিরোধী অপরাধের বিচার চায়..........
সব দেশেই এখন আগের থেকে বেশী শ্রমিক নিচ্ছে...........
ধর্ম বর্ন নির্বীশেষে বাঙ্গালীর বিজয় হবেই .....ইনসাআল্লাহ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মতলববাজ বলেছেন: বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসে, তাদের অধিকাংশই (ছাত্র ও পেশাজীবী বাদে) রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, যার ৯৯,৯৯% ভুয়া অথবা মিথ্যা বিবাহ করে।মিথ্যা বিবাহ কিংবা মিথ্যা অথবা অতিরঞ্জিত পলিটিকাল রেফুজি ক্লেইম এইগুলির কোনটা হালাল একটু বলবেন কি? ঐসব পলিটিকাল রেফুজিরাই ইউরোপে জামাত, ঘাদানিক, আম, জ্যাম কলা কাঠাল বিভিন্ন দল করে।

জামাতি শুয়োর রা ৭১ এ দেশকে ধর্ষণ করেছে, আর এইসব মিথ্যা পলিটিকাল রেফুজিরা বর্তমানে দেশরে ধর্ষণ করতেছে। দুর্ভাগ্যবশত পলিটিকাল এসাইলাম এর কাগজ দেখার সৌভাগ্য হয়েছিল। ধর্ষণের উপরে কিছু থাকলে, তা করা হয়েছে এইসব আবেদনে। কে তাদের বলছিল যে ১০-২০ লক্ষ্য টাকা খরচ করে ইউরোপ গিয়ে দেশ নিয়ে মিথ্যচার করতে, দেশরে ধর্ষণ করতে, দেশের ইমেজের বারোটা বাজাতে।

জামাতিদের যেমন দেখতে পারি না, তেমন এইসব মিথ্যা পলিটিকাল রেফুজিদের ও দেখতে পারি না। ইউরোপে থাকার কারণে এদের সম্পর্কে ভালোভাবেই জানি।

যদি আপনাকে এই কমেন্টে আহত হয়ে থাকেন তবে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। তবে আমার এক কথা এক নীতি। হারাম কোনো কাজ'ই সমর্থন করি না। জামাতি রাজাকারগুলির ফাসি প্রসঙ্গে কোনো অন্য কথা হবে না। ফাসি চাই , এ ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই .

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

হাফিজুর রহমান মিতু বলেছেন: অবশ্যই আপনার সাথে একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.