![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশ্যই না । যদি হতো তাহলে পৃথিবীর সব দেশের মুসলমানেরা টুপি আর পাঞ্জাবী পড়তো । তেমনি পাগড়ী পড়া বা গালে গাল লাগানো সৌদি রীতি, ইসলামী কোন রীতি নয় ।
Happy new year, এটা বলা বা এই দিনে উৎসব করা ইসলামী পরিপন্থী বলে আমার কাছে মনে হয় না । তাছাড়া শহীদ মিনারে দাড়িয়ে দেশের জন্য লড়াই করে মারা যাওয়াদের প্রতি সম্মান করা অথবা মোমবাতি জ্বালিয়ে জাতীয়ভাবে শোক প্রকাশ করা । এটা কোন ইসলাম বিরোধী কিনা তা আল্লাহপাক ভাল বলতে পারেন । কিন্তু এই বিষয গুলি নিয়ে আমাদের দেশে একটা পক্ষ বা কিছু লোক ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন । শহীদ মিনারে দাড়িয়ে আমরা শহীদের প্রতি সম্মান জানাই, ওখানে দাড়িয়ে আমরা বলি না এ শহীদরা তোমরা আমাদের আল্লাহর কাছ থেকে ক্ষমা মঞ্জুর করে এনে দেও । যেমনটা করে কবর পুজারী মাজার ব্যাবসায়ীরা ।উপমহাদেশের শিরকারীরা তাদের মাজার ব্যবসা টিকিয়ে রাখার জন্য ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে প্রচার করে যাচ্ছে বছরের পর বছর ধরে । আর এই অপব্যাখ্যা রাজনীতিতে প্রতিষ্ঠা করে গেছেন জামায়াতী ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী আর মাওলানা ভাষানী সাহেব । বাংলাদেশে ইসলাম গেল বলে যারা বেশি চিৎকার করে থাকেন তাদের দিকে একটু তাকালে বিষয়টি আরো পরিস্কার হয়ে যাবে । হেফাজতের সফি সাহেব, চরমোনাই পীর আর বেগম জিয়া (সহ আরো অনেকে) যাদের ভিতরে ইসলামী লেবাস/ঈমান কতটুকু আছে তা বলাই বাহুল্য ।
Happy new year, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছিলাম ফেবুর বন্ধুদের । এদের মধ্যে অনেকেই ইনবক্সে ম্যাসেস পাঠিয়েছে যে, এটা তার জন্য নয়, কারন তিনি মুসলমান ।
Happy new year, শহীদ মিনার বা মোমবাতি জ্বালানো এই গুলোকে আমি ব্যক্তিগতভাবে ইসলামের সাথে মিলাতে চাই না । আমি মনে করি টুপি পড়া যেমন ইসলাম ধর্মে বাধ্যগতা নয় তেমনি Happy new year, শহীদ মিনার বা মোমবাতি জ্বালানো ইসলামী পরিপন্থি নয় । এটা একেক দেশের রীতি ।যেমনটা মাথায় পাগড়ী পড়া বা গালে গাল লাগানো সৌদি রীতি, ইসলামী কোন রীতি নয় ।ধন্যবাদ ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনা বোধের জায়গাটুকু পরিষ্কার।। ভাল লাগল পরিচ্ছন্ন চিন্তার একটি পোস্ট পড়ে।
শুভকামনা রইল। নিয়ত চলতে থাকুক চিন্তা। শুভবোধের উন্মেষ ঘটুক
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
শাহরিয়ার খান রোজেন বলেছেন: পুষ্পিতা আপু আমি তো দেখতেছি উনি খারাপ কিছু বলেন নাই। উনি কিভাবে বেঠিক বলেছেন?
কোনটা ঠিক একটু আপনিই বলে দিন না? না পারলে লিংক দেন? আবার মওদুদী মার্কা বই দিবেন না।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
পানকৌড়ি বলেছেন: ইংরেজি শিক্ষা একসময় নাজায়েজ ছিল কিন্তু এখন জায়েজ ।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
আজব পাগল বলেছেন: Click This Link
৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
করিম মিয়া বলেছেন: ইসলামের রীতিনীতি সার্বজনীন। সেটা কোন দেশের হোক আর ব্যক্তিগত হোক ইসলাম যেটাকে গ্রহণ করেছে সেটা গ্রহণ করা যাবে, আর যেটাকে নিষিদ্ধ করেছে সেটাকে বাদ দিতে হবে।
*** আপনাকে পবিত্র ঈদে মীলাদুননবী উপলক্ষ্যে শুভেচ্ছা........
আশা করি এই শুভেচ্ছা গ্রহণে আপনার আপত্তি নেই।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২০
হাফিজুর রহমান মিতু বলেছেন: *** আপনাকে পবিত্র ঈদে মীলাদুননবী উপলক্ষ্যে শুভেচ্ছা........
এই শুভেচ্ছা গ্রহণে আমার আপত্তি আছে ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
নীল কৃষ্ণগহ্বর বলেছেন: হাদিসে এসেছে মাথা ঢেকে রাখা এবং লম্বা জামা পড়ার কথা । টুপি এবং পাঞ্জাবী এর আওতায় পরে । জায়গাভেদে পোশাকের ভিন্নতা আছে । পাশ্চাত্য এবং প্রাচ্যের সবাই যেমন এক জামা পড়েনা আল্লাহতাআলাও তেমনি কোন বাধাধরা নিয়ম দেন নাই । শুধু বলে দিয়েছেন । লম্বা জামা আর মাথা ঢেকে রাখা সুন্নত এই হিসাবে আমি টুপি আর পাঞ্জাবী পড়ি তাহলে কিভাবে এটা ইসলামের বাইরে । আশা করি এ ব্যাপারে আরও পড়াশোনা করবেন। হায়াতুস সাহাবাহ-ইউসুফ(রহঃ) এই বইটা পড়ার অনুরোধ রইল ।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
নীল আকাশ ২০১৪ বলেছেন: 'Happy new year, শহীদ মিনার বা মোমবাতি জ্বালানো এই গুলোকে আমি ব্যক্তিগতভাবে ইসলামের সাথে মিলাতে চাই না ' - এই কথাতেই ইসলাম সম্পর্কে আপনার জ্ঞানের ব্যাপক দৈন্যতার প্রকাশ পেয়েছে। জীবনে কোন জিনিসটা আছে, যার বিধান ইসলামে নেই?
হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে ইসলামের আকীদা জানুন এখানে ।
তারপর যদি আপনার মনে হয়, নববর্ষ পালনে কোন সমস্যা নেই, তো সে আপনার বিবেচনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের দিকে একবার ভালো করে দৃষ্টিপাত করে দেখুন তো! মুশরিক সম্প্রদায়ের কোন দেবী বা প্রতিমার সাথে মিল পাচ্ছেন কি? ঐ শহীদ মিনার সংলগ্ন উঁচু জায়গাটিকে আবার নাম দেওয়া হয়েছে শহীদ বেদী। এখানে নত মস্তকে ফুল দিলে আপনার মোটেও মনে হয়না যে আপনি শিরকের মত জঘন্য কার্যকলাপে লিপ্ত?
কোন বিশেষ দিবস উপলক্ষে মোমবাতি জ্বালানো হিন্দুদের দেয়ালী উৎসবের অনুকরণ। মুসলমানদের জন্য তা হারাম এবং এ ব্যাপারে বিন্দুমাত্র কোন অবকাশ নেই।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
মাসূদ রানা বলেছেন: টুপি ও পান্জাবী পরিধান করা পুরুষের পর্দার একটা গুরুত্বপুর্ন ও সবচেয়ে গ্রহনযোগ্য অংশ ............. ইসলাম সম্পর্কে না জেনে ইসলাম সম্পর্কে অকালকুষ্মান্ডের মত মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ রইল ।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: @মাসূদ রানা, পুরুষের সতর হচ্ছে নভির নিচ থেকে হাঁটুর নীচ পর্যন্ত, আর তার পর্দা হচ্ছে দৃষ্টি অব্দমিত করে রাখা। টুপি আগের যুগে সব দেশেই পরা হত। কেউ এটাকে বলত হ্যাট, কেউ ক্যাপ, কেউ ফেজ, কেউ পাগড়ি ইত্যাদি। এখনকার ফ্যাশনে মাথা ঢাকার কোন চল নেই। মাথা খোলা রেখেই সবাই চলাফেরা করে।
পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাব প্রদেশের মানুষের পোশাক - এর সাথে ইসলামের বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই। যে পোশাকে আপনার সতর পরিপূর্ণভাবে আবৃত হবে এবং দেখতে মুসলিম জাতি হিসেবে পরিচিত করবে - তাই ইসলামী পোশাক।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪
করিম মিয়া বলেছেন: মিতু সবই তুমি গ্রহণ করতে পারো, অথচ ঈদে মীলাদুননবীর শুভেচ্ছা গ্রহণে আপত্তি জানিয়ে নিজেকে মুনাফিক প্রমাণ করলে।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
মাসূদ রানা বলেছেন: নীল আকাশ, আপনি যেটা বলছেন [পুরুষের সতর হচ্ছে নভির নিচ থেকে হাঁটুর নীচ পর্যন্ত],সেটা হচ্ছে পুরুষের পর্দার ফরয অংশ, আপনি যদি কাপড় পরিধানের ক্ষেত্রে সমস্যায় পড়েন তাহলে ন্যুনতম এই অংশটুকু[নভির নিচ থেকে হাঁটুর নীচ পর্যন্ত] ঢেকে রাখার ব্যবস্থা করা আপনার উপর ফরয, আর যদি একেবারেই অসমর্থ হন,তাহলে উলংগাবস্থায় থাকলেও কোন পাপ নেই, এক্ষেত্রে আপনাকে লোকালয়ের অন্তরালে অবস্থান নিতে হবে, সেটাতেও যদি অক্ষম হন তাহলে উলংগাবস্থায় লোকালয়ের ঘুরে বেড়ালেও কোন পাপ নেই।
মেয়েদের পর্দা হচ্ছে তাদের মাথার চুল থেকে পা অব্দি [মুখমন্ডল,হাতের কব্জি বাদে] ঢেকে রাখা ............ কোন মেয়ে যদি স্কিন গেঞ্চি,টাইলস পড়ে মাথায় নেটের কাপড় লাগিয়ে ঘোরে[যদিও এগুলো দিয়ে সে সারা শরীর আবৃত করতে সক্ষম হয়েছে], তাহলে কি এটাকে পর্দা করা বলা যায়? নিশ্চই এটাকে পর্দা করা বলা যায় না ..............
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: মাসূদ রানা, আমি সতর সম্পর্কেও বলেছি, পর্দা সম্পর্কেও বলেছি। আমার মন্তব্য আরেকবার পড়ে তারপর পুরুষের পর্দা সম্পর্কে বলুন।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
অপরাজিতা পুষ্পিতা বলেছেন: আপনি নিজেই তো ইসলামকে ভাল করে জানেন না। তবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তা বলার স্পর্ধা কৈ পান? আর এসব জানার জন্যে কাউকে গালমন্দ না করে ভাল বই পড়ে জেনে নিন।