নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

একজন পিটার কাস্টার্স এবং বাংলাদেশ ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান কালে সাংবাদিক হিসেবে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখে ছিলেন পিটার । যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সভা-সমাবেশ করে জনমত গঠনে বিশেষ ভুমিকা রাখেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে নেদারল্যান্ডসের দ্য নিউ আমস্টারডাম পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি । ১৯৭৫ সালে বঙ্গবন্ধকে সপরিবারে হত্যার পর বাঙালি জাতির ক্রান্তিলগ্নে এ দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে সেনা সরকারের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে, পড়ে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় ।১৯৭৬ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাভোগ করেন । পরে নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যস্থতায় তাঁকে মুক্তি দেয়া হয় এবং তার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয় । শেখ হাসিনার সরকার ২০১০ সালে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে মানবাধিকার রক্ষক ও বাংলাদেশের বন্ধু সম্মাননা দেন ।
ইউরোপীয় পার্লামেন্টসহ নানা জায়গায় বাংলাদেশের ক্ষুধা, দারিদ্র্য, জলবায়ু, মৌলবাদ ও যুদ্ধাপরধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তিনি ।
এমন একজন বাংলাদেশের বন্ধুর বিরুদ্ধে ফেবু সহ কিছু অনলাইন পত্রিকার কলামিষ্ট অপপ্রচার চালাচ্ছে । এই মুখোশধারীদের থেকে সাবধান থাকতে হবে । এরা কাকে কখন নিজ স্বার্থে দেশের শত্রু-মিত্র বানাবে সেটা তারা নিজেরাও হয়তো জানেন না । তাই, জয় বাংলা বলে আগে বাড়লেই হবে না, এই শ্লোগানধারী কিছু লোকের সম্পর্কেও সজাগ থাকতে হবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

মামু১৩ বলেছেন: উনি সিআইএর দালাল। হারামজাদা এখনও বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আবার নতুন ষড়যন্ত্র করছে। বোকাচোদা পাবলিক কিছুই বুঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.