![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা হলো এক কাপ চায়ের মত
যা খেলে, চুমুখেই শেষ হয়ে যায়।
প্লিজ কোন প্রেমিক প্রেমিকা এই চায়ে
চুমুখ দিবেন না।
তোমার সাথে কথা না হলে যে কষ্ট হয় বুকে
তার নাম কি ভালোবাসা?
তোমায় না দেখলে মনটা যেমন উদাস হয়ে ওঠে
সে কি ভালোবাসা?
তুমি অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায়
তার নামই কি ভালোবাসা?
তোমায় খুঁজে না পেয়ে যে ছন্নছাড়া দিন কাটাই
তাকে কি ভালোবাসা বলে?
কি? জানি!
কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না।
তবে আমার মতে ভালবাসা হচ্ছে এক কাপ চায়ের মত!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.